For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্রশিক্ষকের কাছে যাওয়ার সময় পাচ্ছেন না? একা মেডিটেশন বা ধ্যান শুরু করবেন কীভাবে?

ধ্যান শিখতে আপনাকে যেতে হবে না কোনও ট্রেনার বা মাস্টারের কাছে। বরং বাড়িতেই কিছু সহজ উপায়ে নিজের চেষ্টায় মেডিটেশন করতে পারবেন।

|

প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা প্রত্যেকেই স্বস্তি খুঁজি। কিন্তু মন শান্ত না হলে একা থেকেও সহজে স্বস্তি মেলে না‌। অনবরত এটা ওটা ভাবতে থাকা এই মনকে একমাত্র শান্ত করতে পারে মেডিটেশন। মেডিটেশন বা ধ্যান মনের সঙ্গে আমাদের প্রতিটি স্নায়ুকে শান্ত করে। অল্পক্ষণেই মাথার মধ্যে জট পাকানো হাজার রকম চিন্তাভাবনা ভুলিয়ে দেয়। তবে এই ধ্যান শিখতে আপনাকে যেতে হবে না কোনও ট্রেনার বা মাস্টারের কাছে। বরং বাড়িতেই কিছু সহজ উপায়ে নিজের চেষ্টায় মেডিটেশন করতে পারবেন।

meditate

১। ঠিক কী কী চান

ধ্যান করে শুধুই মনের প্রশান্তি মেলে না। মেলে বিভিন্ন জটিল সমস্যার সমাধানও। তাই মেডিটেশনে বসবার আগে ঠিক করে নিন আপনি কী কী সমাধান করতে চান। মেডিটেশনে মন শান্ত থাকায় ও অকাজের চিন্তা দূর হওয়ায় আপনি সহজে আপনার কাঙ্খিত বিষয়টি নিয়ে ভাবতে পারবেন।

২। পদ্ধতি বাছুন

মেডিটেশন অনেকভাবেই করা সম্ভব। আপনাকে বেছে নিতে হবে আপনার পছন্দের পদ্ধতিটি। অনেকে বাবু হয়ে বসে মেডিটেশন করেন যা সবচেয়ে রিল্যাক্সড পদ্ধতি। আবার অনেকে পায়চিরি করতে করতে মেডিটেশন করে থাকেন, তবে সেটি নেহাতই ব্যস্ততার কারণে।

৩। সময় ঠিক করুন

দিনের বেশিরভাগ সময়েই ব্যস্ততার কারণে আপনার রুটিন মাফিক সব কাজ করা হয়ে ওঠে না। তবে মেডিটেশন করতে হলে তা কিন্তু প্রতিদিন নিয়ম মেনে করা উচিত। দিনের একটা নির্দিষ্ট সময় মেডিটেশনের জন্য বাঁচিয়ে রাখুন। সেই সময়টায় ফাঁকা পরিবেশে মেডিটেশনের অভ্যাস করুন।

৪। ভাবার চেষ্টা করুন

একটি নির্দিষ্ট বিষয় নিয়ে মন দিয়ে ভাবার চেষ্টা করুন। এটি মেডিটেশনের আগের ধাপ। অন্য কোনও বিষয়ে মনকে ডাইভার্ট না করে মনকে যেকোনও একটি চিন্তায় ডুবিয়ে দিন। যেমন আপনি ভাবতে পারেন কোনও সুন্দর সিনারিওর কথা। মেডিটেশন শুরুর আগে শুধু সেটা নিয়েই ভাবুন। ভাবা ছাড়াও আপনি কোনও হালকা সুরের গান শুনতে পারেন যা আপনার মনকে ধীরে ধীরে শান্ত করে। মেডিটেশন

৫। জোরে শ্বাস নিন ও ছাড়ুন

মেডিটেশনের সময় দুই নাক দিয়ে যতটা সম্ভব বেশি শ্বাস নিন ও তারপর মুখ দিয়ে অল্প অল্প করে সেই শ্বাস ছাড়ুন। সারাদিনের কাজকর্মের ফলে শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়। অক্সিজেনের ঘাটতি আপনার শরীরকে দুর্বল থেকে দুর্বলতর করে দেয়। এভাবে শ্বাস গ্ৰহণ ও বর্জনের ফলে শরীরে অক্সিজেন সরবরাহ বাড়ে।

৬। ভালো জায়গা বেছে নিন

মেডিটেশনের জন্য বেছে নিন একটা ভালো জায়গা। যে জায়গায় আপনি একা সময় কাটাতে ভালোবাসেন বা যেখানে কোনওরকম আওয়াজ নেই বেছে নিন তেমন জায়গা। আপনার বেছে নেওয়া জায়গায় অনবরত আওয়াজ হতে থাকলে আপনি কিছুতেই মেডিটেশন এ মনঃসংযোগ করতে পারবেন না।

৭। বাধা পেলে কী করবেন

মেডিটেশনে বাধা পেলে ঠিক কী করবেন সেটিও কিন্তু জেনে রাখা দরকার। মেডিটেশন আপনার একা থকার প্রক্রিয়া। এতে আপনি আপনার দেহ ও মনকে সম্পূর্ণরূপে শান্ত করেন। তাই মেডিটেশনের মাঝে কোনও কারণে বাধা পেলে চেষ্টা করুন যতটা সম্ভব শান্ত মনে তাতে রিয়্যাক্ট করতে। কোনওভাবেই যেন বিরক্ত হবেন না। এতে আপনার মনে যেটুকু শান্তভাব এসেছিল তা এক মূহুর্তে নষ্ট হয়ে যাবে।

৮। সময় বাড়ান

মেডিটেশনের সময় ধীরে ধীরে বাড়াতে থাকুন। যে জিনিসে আপনি শান্ত পান, তার জন্য সময় স্বাভাবিকভাবেই বেশি দেওয়া উচিত।

Read more about: ধ্যান
English summary

5 ways to meditate first time without master

5 ways to meditate first time without master
X
Desktop Bottom Promotion