For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

রাঙা আলুর খিরের রেসিপি

Posted By:
|

মিষ্টি প্রিয় বাঙালিদের জন্য আজ পরিবেশন করা হবে অভিনব একটি ডিশ। নানা স্বাদের খির তো খেয়েছেন। কখনও রাঙা আলু দিয়ে বানানো খিরের স্বাদ পয়েছেন কি? উত্তর যদি না হয়, তাহলে এই প্রবন্ধটি আপনার জন্যই লেখা। স্বাদে তুলকালাম এই ডিশটি বানাতে সময় লাগবে কম-বেশি ২৫ মিনিট। আর যখন এটি পরিবেশন করবেন তখন আপনার রান্নার সুখ্যাতি যে এলাকা ছাড়াবে, সে কথা হলফ করে বলতে পারি। তাহলে আর অপেক্ষা কেন, চলুন কোমর বেঁধে নেমে পরা যাক রাঙা আলুর খির বানাতে।

রাঙা আলুর খির বানাতে সময় লাগবে- ২৫ মিনিট

উপকরণ গোছাতে সময় লাগবে- ১০ মিনিট

পরিবেশন করবেন- ১ বাটি

kheer

যে যে উপকরণের প্রয়োজন পরবে:
১. রাঙা আলু- পরিমাণ মতো
২. নারকোল- ১ কাপ (গ্রেট করা)
৩. এলাচ- ২ টো
৪. দুধ- হাফ কাপ
৫. চিনি বা গুড়- ২ চামচ
৬. সুজি- ২ চামচ
৭. জাফরান- একেবারে অল্প করে
৮. কাজু- ১০ টা

বানানোর পদ্ধতি:
১. প্রথমে নারকোলটা কুড়িয়ে নিন। এবার নারকেল, এলাচ এবং অল্প পরিমাণ জল মিক্সারে দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
২. এবার একটা বাটিতে এই মিশ্রনটি নিয়ে তার সঙ্গে রাঙা আলু, দুধ, চিনি এবং জাফরান মিশিয়ে ফোটাতে শুরু করুন।
৩. প্রয়োজন হলে এই সময় অল্প করে নুন মেশাতে পারেন। এমনটা করলে মিষ্টির ভারসাম্য ঠিক থাকবে।
৪. দুধটা ভাল করে নারাতে থাকুন। যখন দেখবেন মিশ্রনটি থকথকে হয়ে গেছে তখন তাতে পরিমাণ মতো সুজি দিয়ে আরও নারাতে থাকুন।
৫. যখন দেখবেন মিশ্রনটি ভাল রকম থকথকে হয়ে গেছে এবং সুজিটা ঠিক মতো মিশে গেছে তখন আঁচটা বন্ধ করে দিন।
৬. এবার খিরটা একটা বাটিতে সংগ্রহ করে তার উপর কাজু বাদাম ছড়িয়ে দিন।
৭. আপনার রাঙা আলু দিয়ে বানানো খির তৈরি। এবার পরিবেশনের পালা।

[ of 5 - Users]
English summary

মিষ্টি প্রিয় বাঙালিদের জন্য আজ পরিবেশন করা হবে অভিনব একটি ডিশ। নানা স্বাদের খির তো খেয়েছেন। কখনও রাঙা আলু দিয়ে বানানো খিরের স্বাদ পয়েছেন কি?

Sweet Potato Kheer Recipe is a must try sweet delicacy made with sweet potato and semolina. The sweet is simmered in coconut milk and flavored with saffron strands. The kheer is luscious to be had after nice meal on a Sunday evening. Adding sweet potato is also another way to eat something healthy and not worry about extra calories. Serve the Sweet Potato Kheer Recipe on a Sunday lunch.
X
Desktop Bottom Promotion