For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

এবার খেয়ে দেখুন কলার চিপস, দেখুন রেসিপি

Posted By:
|

চিপস খেতে তো আমরা প্রত্যেকেই ভালবাসি, বিশেষ করে বাচ্চারা। সিনেমা দেখতে গেলে বা ঘুরতে গেলে সাথে আর কিছু নাই থাকুক, চিপস থাকবেই থাকবে! আমরা বেশিরভাগই আলুর বিভিন্ন ধরনের চিপস খেয়ে থাকি। কিন্তু কলার চিপস কি কখনও খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজই বাড়িতে বানিয়ে ফেলুন। কম খাটনিতে মুখরোচক খাবার হল কলার চিপস। দেখে নিন রেসিপি -

Spicy Banana Chips Recipe

কলার চিপস তৈরির উপকরণ

কাঁচ কলা তিনটি

হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো

হাফ চা চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার

হাফ চা চামচ হলুদ গুঁড়ো

এক চা চামচ লবণ

এক টেবিল চামচ সাদা তেল

আরও পড়ুন : নিউ ইয়ার পার্টির জন্য বানিয়ে ফেলুন চিকেন কিমা কুলচা, রইল রেসিপি

কলার চিপস তৈরির পদ্ধতি

১) প্রথমে কলাগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর খোসা ছাড়িয়ে গোল গোল করে পাতলা করে কেটে নিন।

২) এবার কলাগুলো বেশ কিছুক্ষণ হলুদ-লবণ জলে ভিজিয়ে রাখুন। তারপর সেগুলি একটি শুকনো কাপড়ে রেখে জল শুষে নিন।

৩) তারপর একটি পাত্রে কলার টুকরোগুলো রাখুন এবং তাতে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, ড্রাই ম্যাঙ্গো পাউডার এবং তেল দিয়ে ভালভাবে মেশান।

৪) এবার কড়াইতে তেল দিয়ে গরম করুন। তারপর তাতে কাঁচা কলার টুকরোগুলো দিয়ে দিন।

৫) ভালভাবে ভাজুন এবং হালকা বাদামী হয়ে এলে নামিয়ে নিয়ে পরিবেশন করুন।

আও পড়ুন : ব্রেকফাস্টের জন্য এবার বানিয়ে ফেলুন স্প্যানিশ অমলেট, দেখুন রেসিপি

[ of 5 - Users]
English summary

Spicy Banana Chips Recipe

Take a look at how to prepare Banana Chips. Read on.
X
Desktop Bottom Promotion