For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ব্রেকফাস্ট হোক বা বিকেলের টিফিন, ঝটপট বানিয়ে ফেলুন মুগ টোস্ট

Posted By:
|

সকালের ব্রেকফাস্ট হোক বা বিকেলের টিফিন, কী খাবার বানালে বাড়ির সবার পছন্দ হবে তা নিয়ে প্রত্যেক মায়েরই ভাবনার শেষ থাকে না। তাই আজ আমরা আপনাদের একটা নতুন রেসিপি বলব, যার নাম মুগ টোস্ট। সকালে, বিকেলে যখন খুশি এটা বানাতে পারেন। মুগ ডাল এবং পাউরুটি দিয়ে তৈরি এই রেসিপিটি যেমন স্বাস্থ্যকর তেমনই দুর্দান্ত স্বাদ। তাহলে জেনে নিন মুগ টোস্ট তৈরির রেসিপিটি।

How To Make Moong Toast

মুগ টোস্ট তৈরির উপকরণ

৪টে স্লাইস ব্রেড বা পাউরুটি

মুগ ডাল এক কাপ

কাঁচা লঙ্কা পরিমাণমতো

স্বাদমতো নুন

দেড় চামচ বেসন

বেকিং পাউডার ১ চামচ

তেল ৩-৪ চামচ

দেড় চামচ লেবুর রস

পরিমাণমতো ধনেপাতা কুচি

আরও পড়ুন : মুখের স্বাদ বদলাতে এবার রেস্টুরেন্ট নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন স্প্রিং রোল

মুগ টোস্ট তৈরির পদ্ধতি

১) মুগ ডাল এক থেকে দুই ঘণ্টা ধরে জলে ভিজিয়ে রাখুন।

২) তারপর জল ফেলে দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা দিন।

৩) এরপর মুগ ডালের ভালভাবে পেস্ট তৈরি করে নিন।

৪) একটি পাত্রে পেস্ট বের করে তাতে বেসন, বেকিং পাউডার, নুন, লেবুর রস এবং ধনেপাতা দিয়ে ভাল করে মেশান।

৫) এবার পাউরুটি নিয়ে তার একদিকে এই মিশ্রণটি ভালমতো লাগান। একইভাবে, বাকি রুটিতেও পেস্টটি ভালভাবে লাগিয়ে নিন।

৬) এবার গ্যাসে প্যান বসিয়ে গরম করে নিন।

৭) রুটির যে দিকটায় মুগ ডালের পেস্টটি লাগিয়েছেন, সেদিকটি প্যানে রেখে ভালমতো ভেজে নিন। তেল লাগাতে ভুলবেন না।

৮) এবার তুলে নিয়ে রুটির আরেক দিকেও পেস্টটি লাগিয়ে সেই দিকও হালকা বাদামী করে ভেজে নিন।

১০) উভয় দিক ভালমতো ভাজা আর মচমচে হয়ে এলে প্লেটে নামিয়ে নিন।

১১) এবার চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন।

[ of 5 - Users]
English summary

Moong Toast Recipe | How To Make Moong Toast at Home in Bengali

Moong toast is a unique Indian breakfast item or a snack option which is not only healthy but delicious too. Watch the video recipe. Read and learn the detailed step-by-step procedure with images.
X
Desktop Bottom Promotion