For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

এই গরমে স্বস্তি পেতে খান লিচু-আদার শরবত, দেখুন তৈরির পদ্ধতি

Posted By:
|

গ্রীষ্মকালীন ফলের মধ্যে লিচু অন্যতম। এটি দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমনই টেস্টি। আট থেকে আশি সকলেরই পছন্দের ফল এটি। জিভে জল আনা এই গরমের ফল শুধু আপনার স্বাদগ্রন্থিকে তৃপ্ত করে, তাই নয়। পাশাপাশি এটি আমাদের স্বাস্থ্যেরও অনেক উপকার করে! তীব্র গরমে এক বাটি লিচু বা এক গ্লাস লিচুর শরবত খাওয়া যেন এক স্বর্গীয় অনুভূতি। তাই আজ আপনাদের এক রকমের লিচুর শরবতের রেসিপি বলব, যা এই গরমে আপনাকে স্বস্তি দিতে পারে।

Litchi Ginger Cooler Recipe

লিচু-আদার শরবত তৈরির উপকরণ

আটটি লিচু খোসা ছাড়ানো

আদা কুচি পরিমাণমতো

পুদিনা পাতা

গুড় (রস বা সিরাপ)

৫০০ এমএল ঠান্ডা জল

আইস কিউব চারটি

লিচু-আদার শরবত তৈরির পদ্ধতি

১) সর্বপ্রথমে একটি পাত্রে লিচুর শাঁস বের করে তার মধ্যে পুদিনা পাতা ও গুড় দিন।

২) এরপর তাতে ঠান্ডা জল দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিন।

৩) ব্লেন্ড হয়ে গেলে তাতে আদার রস মিশিয়ে দিন। এরপর ওই মিশ্রণ অন্তত একঘণ্টা ফ্রিজে রাখতে হবে।

৪) এরপর গ্লাসে শরবত ঢেলে উপর থেকে পুদিনা পাতা আর গ্লাসের সাইডে লেবুর টুকরো লাগিয়ে দিতে পারেন। যারা একটু বেশি ঠান্ডা খান তারা এতে বরফের টুকরো দিয়ে খেতে পারেন।

৫) আপনি চাইলে এতে লেবুর রসও ব্যবহার করতে পারেন। গুড়ের বদলে মধুও ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন : Cucumber Smoothie Recipe : তীব্র গরম থেকে বাঁচতে পান করুন কিউকামবার স্মুদি, দেখুন কীভাবে বানাবেন

[ of 5 - Users]
English summary

Litchi Ginger Cooler Recipe in bengali

Litchi ginger cooler is a refreshing blend of basil leaves, ginger, litchi and jaggery syrup, that is sure to leave you drooling.
X
Desktop Bottom Promotion