Just In
- 1 hr ago
Women's Day 2021 : নারী দিবসে আপনার মা ও স্ত্রীকে এই সুন্দর উপহারগুলি দিতে পারেন
- 4 hrs ago
মাসিক রাশিফল : মার্চ মাসে আপনার জীবনে কী ঘটতে চলেছে? জানতে পড়ুন মার্চ মাসের রাশিফল
- 13 hrs ago
দৈনিক রাশিফল : কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন? জানতে পড়ুন পয়লা মার্চের রাশিফল
- 1 day ago
সাপ্তাহিক রাশিফল : ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ
Don't Miss
কুমড়োর সবজি বানানোর প্রণালী
কুমড়োর ঘন্ট বা তরকারি এক অতি প্রচলিত ভারতীয় রান্না, যা কোন উৎসবের সময় রাখা উপোসের জন্য করা হয়ে থাকে। কুমড়োর তরকারি আবার নানা ভাবে বানানো যায়। ভারতের বিভিন্ন এলাকায় আবার এর রুপ আলাদা আলাদা, কারণ বানানোর পদ্ধতিটাও আলাদা। যদি আপনি কুমড়ো খেতে ভালবাসেন, তাহলে বলে দিই এই রান্নাটা আপনার জিভে জল এনে দেবে।
কুমড়ো দিয়ে এই সবজিটা বানাতে বড় বড় কুমড়োর ফালিগুলো প্রচুর পরিমাণে মশলা দিয়ে করা হয়। এই মশলার সম্ভারই এনে দায় সুন্দর স্বাদ ও অপূর্ব এক সুগন্ধ। কুমড়োর তরকারিটা এক চামচ খেলে,পাবেন কুমড়োর মিষ্টি এক আভাস, আর তার সাথে মুখ ভরে যাবে দারুণ মশলার স্বাদে।
কুমড়োর নিজস্ব কিছু গুণ আছে,তাই এই রান্নাটা হল স্বাস্থ্য আর স্বাদের এক দারুণ মেলবন্ধন। পদটি বানানো যেমন সহজ, বানাতে সময়ও লাগে খুব কম। আর এতে দেওয়া মশলাগুলোও খুবই ঘরোয়া সাধারণ মশলা। তাই বানানো কোন ঝামেলাই নেই এই প্রণালীটা।
ছবি ও ভিডিও সমেত দেখুন কি করে বানাবেন এই তরকারিটি।
{recipe}
কী করে বানাবে
১.কুমড়োটাকে নিয়ে বড় বড় টুকরো করে কাটুন।
২.খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে ফেলুন।
৩.কড়াইয়ে তেল দিন।
৪.এতে দিন হিং ও জিরে।
৫.তাতে দিন মেথী ও ভাল করে ভাজুন হালকা আঁচে।
৬.এরপর দিন আদা বাটা। তারপর ছেড়ে দিন কুমড়োর টুকরোগুলো।
৭.ভাল করে নাড়াচাড়া করে মিনিট দুয়েক রাখুন।
৮.এতে এরপর বিট নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন
৯.ঢাকা দিন। এরপর মাঝারি আঁচে মিনিট দুয়েক ফুটতে দিন।
১০.ঢাকা সরিয়ে, হালকা হলুদ গুঁড়ো দিন এবার।
১১.এরপর পড়বে লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো
১২.গরম মশলা ও চিনি দিন অল্প।
১৩.ভাল করে সব মিশিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখুন
১৪.প্রায় ৫-৭ মিনিট রেখে দিন।
১৫.ঢাকা সরিয়ে তারপর দিন একটু আমচূড় গুঁড়ো।
১৬.এরপর কাঁচা লঙ্কা ও ধনে পাতা দেওয়ার পালা
১৭.গ্যাস বন্ধ করে দিন। গরম গরম পরিবেশন করুন।