Just In
- 2 hrs ago
আজকের রাশিফল : ২১ জানুয়ারি ২০২১
- 11 hrs ago
ব্রণ থেকে মুক্তি পেতে ব্যবহার করুন কর্পূর ও মুলতানি মাটির ফেস প্যাক, দেখুন কীভাবে বানাবেন
- 14 hrs ago
খেলতে খেলতে চোট লেগেছে? এই পদ্ধতি প্রয়োগে নিমেষেই কমবে ব্যথা!
- 18 hrs ago
বুধ প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে, জানুন এটি ১২টি রাশির উপর কেমন প্রভাব ফেলবে
Don't Miss
মাটির হাঁড়িতে তৈরি চম্পারণ মটন খেলে ভুলতে পারবেন না, দেখুন রেসিপিটি
কচিকাঁচা থেকে বৃদ্ধ, পাতে যদি থাকে মাংসের টুকরো সেদিনের আহার তবে একেবারেই জমে ক্ষীর। মাংস এমন একটি খাবার, যা সমস্ত বয়সের কাছেই বেশ জনপ্রিয়। তবে খাদ্য রসিক মানুষের পাতে মুরগির পরিবর্তে যদি থাকে খাসি, তাহলে তো কোনও কথাই নেই! সেদিনের পাত একেবারেই পরিষ্কার।
তাই আজ আমরা মাংসপ্রেমী মানুষজনদের জন্য একটি অনবদ্য রেসিপির কথা উল্লেখ করব, যার স্বাদ জিভে লাগলে বারবার খেতে মন চাইবে। রেসিপিটির নাম হল 'চম্পারণ মটন'। এটি বিহারের বিখ্যাত একটি পদ। চম্পারণ মটনের নামটি বিহারের চম্পারণ জেলা থেকেই এসেছে। এই পদটি 'আহুনা মটন', 'মটকা গোস্ত' ও 'চম্পারণ মটন হান্ডি' নামেও বিখ্যাত। ঐতিহ্যগতভাবে মাটির হাঁড়িতে বা মটকায় দম স্টাইলে রান্না করা হয় এটি। তবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি।
উপকরণ
১ কেজি মটন
৬ থেকে ৭টা মাঝারি সাইজের পেঁয়াজ
৩ থেকে ৪ টেবিল চামচ রসুনের পেস্ট
৩ টেবিল চামচ আদার পেস্ট
২৫ গ্রাম কাজু বাদাম বাটা এবং কিসমিস
৬ থেকে ৭ টা গোটা রসুনের কোয়া
৫০ মিলিগ্রাম ঘি
১০০ গ্রাম দই
১ টেবিল চামচ জিরে বাটা
৫টা কাঁচা লঙ্কা
লঙ্কাগুঁড়ো দুই টেবিল চামচ
হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ
২-৩টি তেজপাতা
১টি দারুচিনি
৫টা ছোট এলাচ
পরিমাণমতো সরিষার তেল
পরিমাণমতো নুন
আরও পড়ুন : লকডাউনের এই সময়ে কবজি ডুবিয়ে খেতে বানিয়ে ফেলুন লাসুনি মুর্গ
তৈরীর পদ্ধতি
১) প্রথমে মটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।
২) এবার একটি কড়াইতে পরিমাণমতো সরিষার তেল ও ঘি দিয়ে গরম করে, পেঁয়াজ ভেজে তুলে রাখুন।
৩) একটি পাত্রে মটন এর সঙ্গে উল্লিখিত সমস্ত উপকরণগুলি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিন।
৪) ম্যারিনেট করা মাংসের সঙ্গে ভেজে রাখা পেঁয়াজ ভালো করে মিশিয়ে দিন।
৫) ৩০-৪০ মিনিট ম্যারিনেট করা মাংসটি ঢাকা দিয়ে রেখে দিন।
৬) এবার মাটির হাঁড়ি উনুনে বসান। ১-২ টেবিল চামচ সরিষার তেল দিয়ে গরম করে নিন।
৭) এবার ম্যারিনেট করে রাখা মাংসটি ঢেলে দিন।
৮) এরপর সরিষার তেল এবং ঘি মিশ্রিত যে তেলে পেঁয়াজ ভেজে ছিলেন, এই তেলটি মাংসের উপরে ভালো করে ছড়িয়ে দিন।
৯) এবার হাঁড়ির মুখটা পরিষ্কার একটি পাত্র দিয়ে বন্ধ করে তার চারিদিকে মাখা আটা দিয়ে সিল করে দিন, যাতে বাষ্প বেরিয়ে যেতে না পারে।
১০) এভাবে একেবারে হালকা আঁচে হাড়িটা দুই ঘণ্টা বসিয়ে রাখুন।
১১) দু'ঘন্টার পর দেখুন মাংস দিয়ে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে তৈরি আপনার 'চম্পারণ মটন'।
মটনের এই পদ মূলত রুটিতে খাওয়া হয়, তবে কেউ কেউ ভাতের সঙ্গেও খেয়ে থাকেন। চম্পারণ মাটনের আর একটি মূল বৈশিষ্ট্য হল সরিষার তেলের ব্যবহার। এই পদের সেরা স্বাদ আনার জন্য ঘানিতে পেষানো সরিষার তেল ব্যবহার করা হয়।