For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Pineapple Jam Recipe : পাউরুটির সঙ্গে আনারসের জ্যাম খেতে পছন্দ করেন? এবার বানিয়ে ফেলুন বাড়িতেই

Posted By:
|

ব্রেকফাস্টে অনেক বাড়িতেই জ্যাম-পাউরুটি খাওয়ার চল আছে। যে কোনও ফলের তৈরি জ্যামই দারুণ সুস্বাদু। সাধারণত আমরা দোকান থেকেই কিনে থাকি জ্যাম। তবে আপনি যদি বাড়িতেই সঠিক পদ্ধতি মেনে জ্যাম তৈরি করেন, তা ভালো থাকে দীর্ঘ সময় পর্যন্ত। তাছাড়া, ঘরে তৈরি খাবারে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে। আজ আমরা আপনাদের জানাব আনারসের জ্যাম তৈরির রেসিপি।

ছোটো-বড় সকলেরই অত্যন্ত পছন্দের একটি ফল আনারস। আনারসের জ্যামও পছন্দ করেন সকলে। তবে এবার থেকে আর জ্যাম খাওয়ার জন্য দোকানে ঢুঁ মারতে হবে না, বাড়িতেই খুব সহজে বানাতে পারবেন। তাহলে জেনে নিন, আনারসের জ্যাম কী ভাবে তৈরি করবেন।

Pineapple Jam Recipe

আনারসের জ্যাম তৈরির উপকরণ

৬৫০ গ্রাম টুকরো করে কাটা পাকা আনারস

৪০০ গ্রাম চিনি

আনারসের জ্যাম তৈরির পদ্ধতি

১) প্রথমে মিক্সিতে আনারসের পেস্ট বানিয়ে নিন।

২) ছাঁকনিতে আনারসের পেস্ট ছেঁকে নিন ভাল ভাবে।

৩) এবার কড়াইতে ছাঁকা আনারসের পাল্প ও চিনি দিয়ে ফোটান। ঘন ঘন নাড়তে থাকবেন। ফোটাতে ফোটাতে দেখবেন আনারসের ওপর ফেনা উঠছে। ফেনাগুলো একটা বাটিতে ধীরে ধীরে তুলে নেবেন।

৪) যতক্ষণ না পর্যন্ত আনারসের রস একেবারে ঘন থকথকে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকুন।

৫) মিশ্রণটি থকথকে হয়ে এলে গ্যাস বন্ধ করুন। ঠান্ডা হতে দিন।

৬) তারপর একটা এয়ার টাইট কাঁচের জারে ভরে ফ্রিজে রেখে দিন।

৭) এবার আপনার প্রয়োজন মতো ব্যবহার করুন ঘরোয়া আনারসের জ্যাম।

আরও পড়ুন : স্বাস্থ্যকর এবং সুস্বাদু ব্রকোলি স্যুপ, জেনে নিন বানানোর সহজ পদ্ধতি

[ of 5 - Users]
English summary

How to Make Pineapple Jam at Home In Bengali

Take a look on how to prepare Pineapple Jam at home. Read on.
Story first published: Wednesday, November 23, 2022, 20:01 [IST]
X
Desktop Bottom Promotion