For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কিছুতেই ফুলকো লুচি বানাতে পারছেন না? দেখে নিন ফোলা-ফোলা লুচি তৈরির টিপস!

Posted By:
|

সকালের জলখাবার হোক বা রাতের ডিনার, পাতে গরমাগরম ফুলকো লুচি পড়লেই হল। আর সঙ্গে যদি থাকে আলুর দম বা ছোলার ডাল, কিংবা কষা মাংস, তাহলে তো কথাই নেই! কখন যে পাত চেটেপুটে সাফ হয়ে যাবে কেউ ধরতেই পারবে না। তবে লুচি যে ভাবেই বানানো হোক না কেন, না ফুললে কিন্তু খেতে মজা আসে না।

How to make perfect Bengali Phulko Luchi

অনেকেই আছেন যাঁরা শত চেষ্টার পরেও ফুলকো লুচি বানাতে ব্যর্থ। ফলে বেশ একটু মন খারাপই হয় চিমসে থাকা লুচিগুলির দিকে তাকিয়ে। আপনিও কি সেই দলে? তাহলে অবশ্যই পড়ুন এই আর্টিকেলটি। কী ভাবে লুচি ভাজলে ফুলকো হবে, রইল সেই হদিশ।

১) বেকিং সোডা

১) বেকিং সোডা

ময়দা মাখার সময় এক চিমটে বেকিং সোডা মেশান, তাহলে লুচি খুব ভাল ভাবে ফুলবে। তবে বেকিং সোডা বেশি হয়ে গেলে কিন্তু আবার মুশকিল! তাই পরিমাণের দিকে অবশ্যই খেয়াল রাখুন।

২) টক দই

২) টক দই

ময়দায় টক দই মেশানো হলেও লুচি দারুণ ফোলে। দই দিয়ে ময়দা মাখলে লুচি নরম হবে। এরপর থেকে যখনই লুচি বানাবেন তখন অবশ্যই টক দই দেবেন।

৩) তেল

৩) তেল

ময়দার তালে ময়ান দেওয়ার সময় সকলেই তেল ব্যবহার করেন। তবে গরম তেল দেওয়া হলে লুচি খুব ভাল ফোলে। তাই ময়দা মাখার সময় তেল সামান্য গরম করেই দিন।

৪) তেল গরম করুন

৪) তেল গরম করুন

লুচি ভাজার আগে চেক করে নিন কড়াইয়ের তেল ভাল করে গরম হয়েছে কি না। তেল গরম হলে তারপরেই লুচি ভাজা শুরু করুন।

৫) ময়দার তাল ঢাকা দিয়ে রাখুন

৫) ময়দার তাল ঢাকা দিয়ে রাখুন

আটা বা ময়দা মেখে সঙ্গে সঙ্গে লুচি বানিয়ে ফেলবেন না। আধ ঘণ্টা সাদা মসলিন কাপড় দিয়ে ঢেকে রাখুন ময়দার তাল। তার পরেই ভাজুন। দেখবেন ফুলকো হবে লুচি।

[ of 5 - Users]
English summary

How to make perfect Bengali Phulko Luchi

Here are some of the points to remember before you set off to making luchis. Read on.
X
Desktop Bottom Promotion