For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চটপট বানিয়ে ফেলুন ডিমের এই নতুন পদটি, রইল রেসিপি

Posted By:
|

ডিম আমাদের সকলেরই প্রিয় একটি খাদ্য। ডিম সিদ্ধ থেকে শুরু করে অমলেট, ঝোল, ঝাল, মালাইকারি, চপ, এমনকি স্যান্ডউইচ-এ ডিম দিয়েও আমরা খেতে ভালবাসি। সকালের ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ, দিনের যেকোনও সময়েই ডিম একেবারে সুপারহিট! আজ আমরা আপনাদের বিকেলের টিফিনের জন্য ডিমের একটি স্পেশাল রেসিপি জানাব, যা হয়তো আগে আপনি খাননি। তাহলে দেরি না করে চটপট দেখে নিন নিত্যনতুন এই রেসিপিটি।

Egg Kebabs Recipe

উপকরণ

সিদ্ধ ডিম - ২টি
কাঁচা ডিম - ২টি
ছাতু - ২ টেবিল চামচ
সেদ্ধ আলু - ১টি
ধনে গুঁড়ো - ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো - ১/২ চা চামচ
কাবাব মশলা - ১চা চামচ
পরিমাণমতো সাদা তেল
স্বাদমতো নুন
পেঁয়াজ কুচি - ৩ টেবিল চামচ
কাঁচা লঙ্কা কুচি - ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি - ২ টেবিল চামচ

আরও পড়ুন : পাতে থাক ডিমের এই নতুন রেসিপি, দেখুন এগ ভিন্ডালু তৈরির পদ্ধতি

তৈরির পদ্ধতি

১) সর্বপ্রথমে সিদ্ধ ডিম ও আলু গ্রেট করে নিন। তারপর তার মধ্যে নুন, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাবাব মশলা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিন। তারপর ছাতু দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

২) এরপর দুই হাতে সামান্য তেল মেখে কিছুটা মিশ্রণ নিয়ে একটু গোল করে নিয়ে সেটি চেপে কাবাবের আকার গড়ে নিতে হবে।

৩) একটি পাত্রে দুটো ডিম ও সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন।

৪) এবার কড়াইতে সাদা তেল গরম করুন এবং ফেটিয়ে রাখা ডিমের মধ্যে এক এক করে কাবাব ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিন।

৫) তারপর ফেটানো ডিম নিয়ে জালির মত ছড়িয়ে দিতে হবে কাবাবগুলো ওপর।

৬) কিছুক্ষণ মাঝারি আঁচে ভেজে নিলেই তৈরি ডিমের জালি কাবাব।

৭) গরম গরম পরিবেশন করুন সস দিয়ে।

[ of 5 - Users]
Read more about: egg kebabs recipe food egg
English summary

Egg Kebabs Recipe in Bengali | How to make Egg Kebabs Recipe

Try out this amazing egg kebab recipe and impress your family and friends. Pair this dish with a dip or salad of your choice and enjoy!
X
Desktop Bottom Promotion