For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Chirer Puli Recipe: চাল নয়, এবার চিঁড়ে দিয়ে বানিয়ে ফেলুন পিঠে! রইল রেসিপি

Posted By:
|

শীতকাল আসা মানেই নানা স্বাদের পিঠে পুলি খাওয়ার সময়। মিঠে রোদে পিঠ দিয়ে বসে নতুন গুড়ের সঙ্গে পিঠে খাওয়ার মজাই আলাদা। তবে পিঠে তৈরি করতে যা ঝক্কি, সেই ভেবে এখন অনেকেই বাড়িতে পিঠে তৈরি করা বন্ধই করে দিয়েছেন। এখন দোকানেই নানা রকমের পিঠে কিনতে পাওয়া যায়। তবে পিঠে মানেই যে খাটনি তা কিন্তু নয়। চটজলদি পিঠে তৈরি করার উপায়ও আছে। আজ আমরা আপনাদের এমনই একটি পিঠের রেসিপি বলব, যেটা খেতেও সুস্বাদু আর বানাতেও তেমন ঝক্কি নেই।

Chirer Puli Recipe

চিঁড়ে পুলি তৈরির উপকরণ

২৫০ গ্রাম চিঁড়ে

ময়দা অথবা সুজি

নারকেল কোরা

খেজুর গুড়

সামান্য হলুদ গুঁড়ো

লঙ্কা গুঁড়ো সামান্য

পরিমাণমতো সাদা তেল

স্বাদ অনুযায়ী লবণ ও চিনি

চিঁড়ে পুলি তৈরির পদ্ধতি

১) চিঁড়ে ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। চিঁড়ে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। এর মধ্যে নারকেলের পুর তৈরি করে নেবেন।

২) ভেজানো চিঁড়ের মধ্যে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে মন্ড তৈরি করুন। আপনি চাইলে ময়দার পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন।

৩) এ বার চিঁড়ের মণ্ড থেকে ছোটো ছোটো লেচি কেটে নিন। পুলি আকারে গড়ে নিন সবকটা লেচি।

৪) এক একটা পুলির ভিতরে নারকেলের পুর ভরে ভালো ভাবে আটকে দিন। আবার ঝাল তরকারির পুরও ভরে দিতে পারেন।

৫) কড়াইতে তেল গরম করে একে একে সবকটা পুলি বাদামি করে ভেজে তুলে নিন।

৬) গুড় দিয়েও ভাজা পুলি খাওয়া যায়। আবার এই পুলিগুলিকে দুধে ফেলে দুধ পুলি তৈরি করেও খেতে পারেন।

[ of 5 - Users]
English summary

Chirer Puli Recipe In Bengali

Take a look at how to prepare Chirer Puli. Read on.
Story first published: Saturday, January 21, 2023, 22:54 [IST]
X
Desktop Bottom Promotion