For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মোমো খেতে ইচ্ছে হলে আর দোকান নয়, বাড়িতেই বানান এই মুখরোচক খাবারটি

Posted By:
|

মোমো খেতে কে না ভালবাসে! সে স্টিম হোক আর ফ্রায়েড। কোথাও ঘুরতে গিয়ে, টিউশন থেকে বা স্কুল-কলেজ থেকে আসার সময় রাস্তার ধারের ছোট দোকান হোক কিংবা বড় রেস্তোরাঁয়, মোমো দেখতে পেলে তা চাই-ই-চাই! কিন্তু আপনি কি জানেন যে এই মুখরোচক খাবারটি আপনি সহজেই বাড়িতে বানাতে পারেন? তাই এখন আর দোকান নয়, বাড়িতেই বানিয়ে ফেলুন আপনার সাধের মোমো। দেখে নিন রেসিপিটি -

Chicken Momos Recipe

উপকরণ

৪০০ গ্রাম চিকেন কিমা

আধ কাপ কুচানো পেঁয়াজ

রসুন বাটা ২ টেবিল চামচ

আধ কাপ পেঁয়াজ শাক কুচি

১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো

স্বাদমতো নুন

৫০০ গ্রাম ময়দা

২৫০ গ্রাম সাদা তেল

আদার কুচি ১ চামচ

কাঁচা লঙ্কা কুচানো

চিকেন স্টক ৪ কাপ ( সেদ্ধ করে জলটা)

স্যুপ তৈরীর জন্য

চিকেন স্টকটার মধ্যে নুন, সেদ্ধ কিমা, পেঁয়াজ, রসুন, আদা, পেঁয়াজ শাক কুচি কাঁচালঙ্কা কুচি, নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আলাদা করে রাখুন।

প্রণালী

প্রথমে তেল ও পরিমাণমতো নুন দিয়ে ময়দাটি মেখে ১৫-২০ মিনিট কাপড়ে ঢেকে রেখে দিন। পুরের জন্য একটি পাত্রে সেদ্ধ চিকেন কিমা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, পেঁয়াজ শাক কুচি, আদা, কাঁচা লঙ্কা, নুন ও গোলমরিচ গুঁড়ো সব একসঙ্গে ভাল করে মেখে নিন। এবার ময়দা থেকে লেচি কেটে নিয়ে ছোট ছোট লুচির মতো করে বেলে নিন। তার মধ্যে একটু করে চিকেন পুর ভরে মোমোর আকারে গড়ে নিন।

আরও পড়ুন : বাড়িতেই বানিয়ে ফেলুন ঢাকাই ভুনা চিংড়ি, দেখে নিন রেসিপিটি

এরপর মোমোগুলিতে তেল মাখিয়ে তা স্টিমারে সাজিয়ে দিন। ২০ মিনিট স্টিম করে সস্ ও স্যুপ দিয়ে গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
English summary

Chicken Momos Recipe

Try the steam momos recipe. This is the best recipe that you can try. Take a look at how to prepare steam momos recipe.
X
Desktop Bottom Promotion