For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

এবার ট্রাই করে দেখুন একেবারে অন্য স্বাদের চিজ অ্যান্ড মাশরুম অমলেট, রইল রেসিপি

Posted By:
|

ব্রেকফাস্টের পাতে বাটার টোস্টের সাথে গরম গরম অমলেট, আর এক কাপ ক্রিম কফি দেখলেই মনটা একেবারে ভরে যায়। সবচেয়ে সোজা এবং সুস্বাদু ব্রেকফাস্ট হল অমলেট, ছোটো থেকে বড় সবারই প্রিয়। সাধারণত আমরা পেঁয়াজ ও লঙ্কা কুচি দিয়েই অমলেট বানিয়ে খাই, তাই এবার একটু অন্যরকম ট্রাই করে দেখুন। চিজ এবং মাশরুম সহযোগে বানিয়ে ফেলুন চিজ অ্যান্ড মাশরুম অমলেট। খেতে কিন্তু দারুণ সুস্বাদু এই পদটি! তাহলে দেরি না করে ঝটপট দেখে নিন রেসিপিটি।

Cheese and Mushroom Omelette Recipe

চিজ অ্যান্ড মাশরুম অমলেট তৈরির উপকরণ

৩টে ডিম

পরিমাণমতো পেঁয়াজ কুচি

স্বাদ অনুযায়ী লবণ

পরিমাণমতো তেল

১ টেবিল চামচ ধনে পাতা কুচি

২ টেবিল চামচ মোজারেলা

৬-৭টি মাঝারি আকারের পাতলা স্লাইস করে কাটা মাশরুম

১ টেবিল চামচ মাখন

গোলমরিচ পরিমাণমতো

কাঁচা লঙ্কা প্রয়োজন মতো

২ টেবিল চামচ চিজ

আরও পড়ুন : ব্রেকফাস্টে ঝটপট বানিয়ে ফেলুন স্পাইসি ব্রেড অমলেট, দেখে নিন রেসিপি

চিজ অ্যান্ড মাশরুম অমলেট তৈরির পদ্ধতি

১) মাশরুম এবং ধনে পাতা জলে ভাল করে ধুয়ে কেটে নিন। এরপর, মাঝারি আঁচে প্যান বসিয়ে তেল গরম করুন। প্যানে মাশরুম, হাফ টেবিল চামচ মাখন, লবণ এবং গোলমরিচ দিয়ে হালকা ভেজে নিন। প্রায় তিন মিনিট পর নামিয়ে একপাশে রেখে দিন।

২) এবার একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ এবং গোলমরিচ দিয়ে ভালভাবে মেশান।

৩) তারপর মাঝারি আঁচে প্যান বসিয়ে বাকি মাখন দিন। মাখন গলে গেলে প্যানটি এক-দুইবার ঘুরিয়ে দিন, যাতে চারিদিকে মাখনটি সমানভাবে ছড়িয়ে যায়।

৪) এবার ডিমের মিশ্রণটি ঢেলে প্যানের চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিন। ডিমটা একটু সেট হলে, তাতে চিজ গ্রেট করে দিন এবং মাশরুমও দিয়ে দিন।

৫) প্যানের ধারগুলোতে অল্প অল্প তেল ঢেলে দিন এবং ডিমের নীচের দিকটা ভাজা হয়ে গেলে, অমলেটটি অর্ধেক ভাঁজ করে দিন। হয়ে গেলে নামিয়ে নিন। ব্যস তৈরি আপনার চিজ অ্যান্ড মাশরুম অমলেট! এবার ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
English summary

Cheese and Mushroom Omelette Recipe In Bengali

Here is the simple and delicious Cheese and Mushroom Omelette recipe in bengali. Know more.
X
Desktop Bottom Promotion