For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Chicken Rezala Recipe : সপ্তাহান্তে বাড়িতে অতিথি আসবে? কী রাঁধবেন ভেবেই নাজেহাল? বানিয়ে ফেলুন মুরগির রেজালা

Posted By:
|

সপ্তাহান্তে সব বাড়িতেই চিকেন, মটন রান্না হয়। তবে মাংসের ওই একঘেয়ে কষা, ঝোল ছেড়ে এবার বানিয়ে ফেলুন মুরগির রেজালা। রুটি, পরোটা, ভাত, পোলাও, লুচি যে কোনও কিছুর সঙ্গেই চোখ বুজে খেয়ে ফেলা যায় মুরগির এই পদটি। রইল রেসিপির হদিশ।

Chicken Rezala Recipe

উপকরণ

৭৫০ গ্রাম মুরগির মাংস
পেঁয়াজ বাটা
আদা ও রসুন বাটা
কয়েকটা কাজুবাদাম
২ টেবল চামচ পোস্ত
১ কাপ টক দই
২টো দারুচিনি
কয়েকটা ছোট এলাচ
কয়েকটা লবঙ্গ
কয়েকটা গোটা গোলমরিচ
২টো তেজপাতা
আধ চা চামচ শা-মরিচ গুঁড়ো
ধনে গুঁড়ো
১ চা চামচ কেওড়া জল
স্বাদ অনুযায়ী নুন ও চিনি
২ টেবল চামচ ঘি
সাদা তেল

আরও পড়ুন : এই ভাবে রান্না করুন পাঁঠার মেটে চচ্চড়ি, আঙুল চাটবেন বাড়ির সবাই!

তৈরির পদ্ধতি

১) চিকেন ভাল করে ধুয়ে নিন। একটা বড় বাটিতে চিকেন, পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, টক দই, নুন দিয়ে ম্যারিনেট করে এক ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন।

২) কাজু ও পোস্ত মিহি করে বেটে নিন।

৩) কড়াইতে ঘি ও তেল গরম করে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও ১টা তেজপাতা ফোড়ন দিন।

৪) ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে নাড়ুন কিছুক্ষণ। তারপর ঢাকা দিয়ে রান্না করুন।

৫) কিছুক্ষণ পর ঢাকনা খুলে কাজু ও পোস্ত বাটা, ধনে গুঁড়ো, শাহ মরিচ গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

৬) আবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন।

৭) এবার ঢাকনা খুলে ফোটাতে থাকুন যতক্ষণ না ঝোল ঘন হচ্ছে।

৮) গ্রেভি ঘন হয়ে এলে কেওড়া জল ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন। আঁচ বন্ধ করে দিন।

৯) কিছুক্ষণ পর পরিবেশন করুন চিকেন রেজালা। রুটি বা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে উইকেন্ড!

[ of 5 - Users]
English summary

Bengali Style Chicken Rezala Recipe

Want to know how to make bengali style chicken rezala? Take a look and give it a try.
Story first published: Friday, December 9, 2022, 21:20 [IST]
X
Desktop Bottom Promotion