For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

গর্ভবতী মায়েদের সুস্থ রাখতে ৭ টি অতি প্রয়োজনীয় খাবার

এই প্রবন্ধে এমন কিছু খাবারের বিষয়ে লেখা হল, যেগুলি একজন প্রেগন্য়ান্ট মহিলার জন্য় খুব জরুরি।

By Nayan Munshi
|

আপনি কি একজন ভাবী মা? তাহলে তো নিশ্চয় নিজের এবং বাচ্চার শরীর নিয়ে সব সময়ই দুঃশ্চিন্তায় থাকেন। কি তাই তা? চিন্তা করবেন না। আপনার পাশে দাঁড়াতেই তো এই প্রবন্ধটা লেখা হচ্ছে। এতে এমন কিছু খাবারের উল্লেখ করা হল যা নিয়মিত খেলে আপনি এবং আপনার বাচ্চা সব দিক থেকেই স্বাস্থ্য়কর হয়ে উঠতে পারবেন।

আমরা সকলেই জানি যে প্রগন্য়ান্সি হল এমন অবস্থা, যে সময় মায়েদের শরীরে শুধু নয়, মানসিকতাতেও মারাত্মক পরিবর্তন আসতে শুরু করে। তাই তো বলে, মা হওয়া কখনই সহজ কাজ নয়। একবার ভাবুন তো যে মুহূর্তে বাচ্চা জন্ম নেয়, সেই সময় থেকেই মায়ের অগ্রাধিকার বদলে যেতে শুরু করে। তখন মায়ের কাছে তার বাচ্চাই হয়ে ওঠে শেষ কথা। কোনও কোনও মা তো এই সময় নিজের কেরিয়ার, এমনকী পাড়াশোনা ছাড়তেও পিছপা হন না তার বাচ্চার জন্য়। তাই তো মায়েদের ভালো থাকাটা একান্ত প্রয়োজন। মা ভালো না থাকলে বাচ্চাও যে ভালো থাকবে না। এই প্রবন্ধে এমন কিছু খাবারের বিষয়ে আলোচনা করা হল যা ভাবী মায়েদের শরীরের জন্য় খুব জরুরি।

১. শুকনো এপ্রিকট:

১. শুকনো এপ্রিকট:

নিউট্রিয়াস হওয়ার কারণে এই ফলটি ভাবী মায়েদের প্রতিদিনের ডায়েটে থাকাটা একান্ত প্রয়োজন।

২. কলা:

২. কলা:

এটা এমন একটা ফল, যা মায়েদের শরীর ভালো করে। তাই তো প্রেগন্য়ান্সির সময় ভাবী মায়েদের ডায়েটে কলা খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

৩. চিয়া বীজ:

৩. চিয়া বীজ:

মানসিক ও শারীরিক ভাবে ভালো থাকতে প্রেগন্য়ান্ট মহিলাদের এই খাবারটি খাওয়া খুব জরুরি।

৪. শণ:

৪. শণ:

প্রেগন্য়ান্সির সময় এটি যদি রোজদিন খাওয়া যায়, তাহলে মা ও বাচ্চা, উভয়ের স্বাস্থ্য়ই ভালো থাকে।

৫.মটরশুটি:

৫.মটরশুটি:

এটি ভাবী মায়েদের শরীরের জন্য় খুব কাজের। তাই এই সময়ে মায়েদের ডায়াট চার্ট থেকে যেন মটরশুটি কোনও ভাবেই বাদ না যায়।

৬. ডিম:

৬. ডিম:

মায়েদের সুস্থ্য় থাকতে রোজ সকালে একটা করে ডিম খাওয়া খুব জরুরি। তাই তাদের ব্রেকফাস্টের মেনুতে এই খাবারটি থাকা আবশ্য়িক।

৭. ব্রকোলি:

৭. ব্রকোলি:

ভিটামিন এবং মিনারেলে ভর্তি থাকার কারণে প্রগন্য়ান্সির সময় মায়েদের এই খাবারটি খাওয়া খুব জরুরি।

Infographics Courtesy : www.superfoodsliving.com

English summary

ভাবী মায়েদের দরকারি কিছু খাবার।

If you are a pregnant woman, then obviously, you would be concerned about your own well-being, along with your unborn's, right? Did you know that there are a few superfoods that can keep you exceptionally healthy during pregnancy?
Story first published: Wednesday, January 11, 2017, 12:23 [IST]
X
Desktop Bottom Promotion