For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শীতকালে শিশুকে উষ্ণ রাখবেন কীভাবে? জেনে নিন কিছু টিপস

|

ভোরে ঠান্ডার শিরশিরানি ভাব, শুষ্ক আবহাওয়া, হাত-পায়ের ত্বকে টান ধরা, এই সমস্ত সঙ্কেতই জানান দিচ্ছে শীতকাল আসন্ন। আর আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের কারণে প্রত্যেকেই ঠান্ডা থেকে বাঁচার সমস্ত পদ্ধতি প্রয়োগ করা শুরু করে দিয়েছে। কিন্তু এক্ষেত্রে ছোট শিশুদের সমস্যা বাড়তে থাকে, কারণ তারা চাইলেও নিজেদের কষ্টের কথা মুখ ফুটে বলতে পারে না। তাই তাদের সমস্ত সমস্যার কথা আমাদেরই বুঝতে হবে।

How to Keep Baby Warm in Winter

ঠান্ডা আবহাওয়া এবং শীতের বাতাস থেকে রক্ষা করার জন্য, শিশুকে সঠিকভাবে পোশাক পরানো প্রয়োজন। তবে শীতকালে শিশুকে উষ্ণ রাখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে সে গরম বোধ না করে। তাই অতিরিক্ত মোটা কাপড় না পরিয়ে বরং সামঞ্জস্যতা বজায় রেখে চলাই বুদ্ধিমানের কাজ। তাই আপনাকে অবশ্যই জানতে হবে যে, শিশুর কোন কোন অঙ্গে সবচেয়ে বেশি ঠান্ডা অনুভব হয়, যাতে আপনি সেই অনুযায়ী তাকে আরাম দিতে পারেন।

মাথা ঢেকে রাখা জরুরি

মাথা ঢেকে রাখা জরুরি

শিশুর মাথা সর্বদা ঢেকে রাখা উচিত, কারণ যদি মাথার তাপমাত্রা কম থাকে তাহলে এর প্রভাব গোটা শরীরে পড়ে। তাই, শিশুকে ঠান্ডা থেকে রক্ষা করতে টুপি পরান বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখুন। এছাড়াও খেয়াল রাখবেন যে, শিশুর টুপিটি যাতে খুব টাইট না হয় এবং নরম কাপড়ের হয়।

নাক উষ্ণ রাখুন

নাক উষ্ণ রাখুন

আমাদের দেহের সমস্ত অঙ্গের মধ্যে নাক একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। জীবাণু, ব্যাকটেরিয়া এবং ক্ষতিকারক ধোঁয়া, ইত্যাদি শিশুর নাক দিয়েই শরীরে প্রবেশ করে। তাই শিশুর নাক সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর জন্য শিশুর নাক ঢাকতে হবে না, তাহলে শ্বাস নিতে সমস্যা হবে। বরং মাঝে মাঝে শিশুর নাকে আপনার উষ্ণ হাত দিতে পারেন বা হালকা গরম তেল দিয়ে মালিশ করতে পারেন। ঘরের তাপমাত্রা যাতে খুব কম না থাকে সেদিকেও নজর দিতে পারেন।

দেহের নীচের দিকেও ঠান্ডা লাগতে পারে

দেহের নীচের দিকেও ঠান্ডা লাগতে পারে

আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে নীচের অর্থাৎ পায়ের দিকটিও খুব গুরুত্বপূর্ণ। যদিও শিশুরা বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকে, মাটিতে পা রাখে না, তাহলেও তাদের দেহের নীচের দিকে ঠান্ডা লাগতে পারে। তাই, শিশুকে মোজা পরানো বা পায়ের দিকে কাপড় দিয়ে ঢেকে রাখা প্রয়োজন। এটি করলে শরীরের পুরো তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

শরীর গরম রাখতে ম্যাসাজ করুন

শরীর গরম রাখতে ম্যাসাজ করুন

শিশুর শরীর উষ্ণ রাখার জন্য তেল দিয়ে ম্যাসাজ করা অত্যন্ত উপকারি। ঠান্ডা আবহাওয়ায় শিশুর দেহ মালিশ করার জন্য সরিষার তেল সবচেয়ে সেরা। আপনার বাচ্চার যদি ঠান্ডা লাগার লক্ষণ থাকে তবে সরিষার তেলে জোয়ান এবং রসুন কুচি দিয়ে গরম করে সেই তেলটি ম্যাসাজ করতে পারেন। দিনে কমপক্ষে এক বার ম্যাসাজ করা প্রয়োজন। এর জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল শিশুকে রোদে নিয়ে গিয়ে সমস্ত কাপড় খুলে মালিশ করা, যাতে তার ঠান্ডাও না লাগে এবং ভালভাবে মালিশও হয়ে যায়।

ঠান্ডা হাত

ঠান্ডা হাত

ঠান্ডা আবহাওয়ায়, মাঝে মাঝে শিশুর হাতও ঠান্ডা হয়ে যায়। তাই শিশুর হাতে নরম গ্লাভস পরান এবং ফুল হাতা পোশাক পরান তাকে। তবে রাতে ঘুমানোর সময় শিশুর শরীর (মুখ নয়) কম্বল দিয়ে ঢেকে রাখবেন। সেই সময় গ্লাভস পরাবেন না, অন্যথায় শিশুর ঘুমের সমস্যা হতে পারে।

আরও পড়ুন : শিশুর সর্দি-কাশি সারান এই ঘরোয়া পদ্ধতির মাধ্যমে

English summary

How to Keep Baby Warm in Winter

let’s find out some wonderful ways to make sure that your newborn isn’t uncomfortable during winters and stays warm and healthy.
X
Desktop Bottom Promotion