For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

World Oceans Day 2021 : মহাসাগর সম্পর্কে এই তথ্যগুলি জানলে অবাক হবেন!

|

আজ, ৮ জুন 'বিশ্ব মহাসাগর দিবস'। ১৯৯২ সালে এই দিবস পালন শুরু হয়েছিল। সেই বছর ব্রাজিলের রিও ডি জেনেরো-তে সংঘটিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক (UNCED) সম্মেলনে আন্তর্জাতিক মহাসাগর দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ২০০৮ সালে জাতিসংঘ এই দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।

বিশ্ব মহাসাগর দিবস পালনের উদ্দেশ্য হল পৃথিবীতে মহাসাগরের গুরুত্ব তুলে ধরা। পৃথিবীর মোট পৃষ্ঠের ৭০ শতাংশেরও বেশি অংশ জুড়ে রয়েছে মহাসাগর। প্রতিবছরই নির্দিষ্ট একটি থিমের উপর ভিত্তি করে এই দিবস উদযাপিত হয়। ২০২১ সালের আন্তর্জাতিক মহাসাগর দিবসের থিম হল - "The Ocean: Life and Livelihoods." আসুন জেনে নেওয়া যাক মহাসাগর সম্পর্কিত কিছু তথ্য।

Some Lesser Known Facts About The Oceans

১) পৃথিবীর প্রায় ৯৪ শতাংশ প্রাণী প্রজাতি সমুদ্রের নীচে বাস করে।

২) মধ্য-মহাসাগরীয় শৈলশিরা (Mid-Ocean Ridge) পৃথিবীর বৃহত্তম পর্বতমালা, যা প্রায় ৬৫,০০০ কিলোমিটার-এর মত। এটি একটি সামুদ্রিক পর্বতমালা।

৩) ওয়ার্ল্ড রেজিস্টার অফ মেরিন স্পেসিস এর মতে, এখনও পর্যন্ত সমুদ্রের ২৪০,৪৭০-টিরও বেশি প্রজাতি আবিষ্কৃত হয়েছে।

৪) মহাসাগরগুলি পৃথিবীর প্রায় ৭০ শতাংশ অক্সিজেন উৎপাদন করে। কারণ সমুদ্রের নীচে প্রচুর সামুদ্রিক প্রজাতি বাস করে এবং তারাই এই অক্সিজেন উৎপাদন করে।

৫) পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। এতে ২৫ হাজারেরও বেশি দ্বীপ রয়েছে।

৬) জানা গিয়েছে, সমুদ্রের নীচে প্রায় ২০ মিলিয়ন টন সোনা রয়েছে। কিন্তু সেগুলি সংগ্রহ করা কঠিন, কারণ সেগুলি তরল আকারে জলের সঙ্গে মিশ্রিত।

আরও পড়ুন : World Food Safety Day 2021 : কবে এবং কীভাবে শুরু হয় বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস উদযাপন? জেনে নিন এর উদ্দেশ্য

English summary

World Oceans Day 2021 : Some Lesser Known Facts About The Oceans

On this World Oceans Day, we are here with some interesting facts related to oceans. Read on.
Story first published: Tuesday, June 8, 2021, 11:47 [IST]
X
Desktop Bottom Promotion