Just In
- 1 hr ago
Chicken Maharani Recipe : নৈশভোজে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন মহারানী, রইল রেসিপি
- 3 hrs ago
আই লাইনার শেষ হয়ে গিয়েছে? আইশ্যাডো দিয়েই তৈরি করে ফেলুন নানা রঙের আই লাইনার!
- 9 hrs ago
Devshayani Ekadashi 2022 : দেবশয়নী একাদশী কবে? জেনে নিন তিথি, শুভক্ষণ, পূজা বিধি ও তাৎপর্য
- 17 hrs ago
Ajker Rashifal : আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? দেখুন ০৫ জুলাইয়ের রাশিফল
Happy Birthday Mithun Chakraborty : মিঠুনের ডিস্কো ডান্সার গানের আউটফিট নতুন ট্রেন্ড তৈরি করেছে
ভারতীয় সিনে জগতের 'ডিস্কো ডান্সার' বলতে সবার প্রথমে একটাই নাম মাথায় আসে, তিনি হলেন মিঠুন চক্রবর্তী। ১৯৫২ সালের ১৬ জুন বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তিনি। একটা সময় বাংলা ছবি ও বলিউড ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়িয়েছেন এই লেজেন্ডারি অ্যাক্টর। এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রিতে তিনি তাঁর অভিনয় সমানভাবে চালিয়ে যাচ্ছেন। তাঁর অসাধারণ স্টাইল এবং নাচের দক্ষতার জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। ১৯৮২ সালে তিনি 'ডিস্কো ডান্সার' নামে একটি চলচ্চিত্র করেছিলেন, যা মূলত একটি মিউজিক্যাল ড্রামা ছিল। ছবিটি রাস্তার তরুণ ডান্সারের গরিব থেকে ধনী হবার গল্প দেখিয়েছিল। সুরকার বাপ্পী লাহিড়ী এবং মিঠুন চক্রবর্তীর নাচ, দুইয়ে মিলে এই চলচ্চিত্রটি এবং এর প্রতিটি গানও বিশ্বব্যাপী বিপুল সাফল্য অর্জন করেছিল।
যদিও ছবিটির প্রতিটি গানই সুপারহিট হয়েছিল, তবে গায়ক বিজয় বেনেডিক্ট এবং সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর 'আই অ্যাম এ ডিস্কো ডান্সার' গানটি বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছিল, যা মিঠুনকে প্রচুর খ্যাতি এবং স্বীকৃতি দিয়েছিল। শুধুমাত্র গানটিই নয়, এতে তাঁর পোশাক ও নাচের স্টেপও অত্যাধিক জনপ্রিয়তা লাভ করে।
আজ এই বিখ্যাত কিংবদন্তী অভিনেতার জন্মদিনে আসুন আমরা তাঁর এই জনপ্রিয় গানটি সম্পর্কে কিছু জেনে নিই -
মিঠুন চক্রবর্তী ডিস্কো ডান্সার গানে সিলভার সাইনি ফেব্রিক প্যান্টস্যুট পরেছিলেন, যা একেবারে পারফেক্ট ডিস্কো পোশাক। এর সঙ্গে তিনি সিলভার কালারের জুতোও পরেছেন এবং কপালে একটি ম্যাচিং ব্যান্ডও দেখা যায়।
আরও পড়ুন : মাত্র ৩৪ এই থমকে গেল সুশান্ত সিং রাজপুতের জীবন, দেখে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য
২০১০ সালে, মিঠুন চক্রবর্তী গোলমাল-৩ ছবিতে অভিনয় করেন। ছবিতে তিনি প্রীতম সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন এবং এখানে তিনি তাঁর বিখ্যাত ডিস্কো ডান্সার গানে নাচ করেন। এতে তাঁকে গোল্ডেন ড্রেসে দেখা গিয়েছিল।
টাইগার শ্রফ
২০২০ সালে, তরুণ অভিনেতা টাইগার শ্রফ-কে মিঠুন চক্রবর্তীর এই বিখ্যাত গানের রিমেকে দেখা যাচ্ছে, ডিস্কো ডান্সার ২.০। নতুন ডিস্কো ডান্সার গানটি গেয়েছেন বেনি দয়াল। এই গানে টাইগার একটি কালো রঙের জ্যাকেট এবং কালো রঙের প্যান্ট পরেছেন। কালো রঙের প্যান্টের উপর সিলভারের কাজ করা। মিঠুন চক্রবর্তীর ডিস্কো ডান্সার বি টাউনে নতুন ট্রেন্ড তৈরি করেছে।