For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) শরীরের ভিতরে এই অদ্ভুত শব্দগুলি সব মানুষেরই হয়

By Oneindia Staff Writer
|

মানুষের শরীর এক অদ্ভুত ও জটিল বিষয়। এই নিয়ে আজও গবেষণা অব্যাহত। তবে এর মধ্যেই শরীরে প্রতিদিন নানা ঘটনা ঘটতে থাকে। যা খুব স্বাভাবিক। [চুমুতেই বুঝুন সম্পর্কের খুঁটিনাটি!]

মাথা থেকে শুরু করে পা পর্যন্ত নানা জায়গার অঙ্গ-প্রত্যক্ষ নানাভাবে আওয়াজ করে থাকে। আর তা অনেক সময়ে লোকের মাঝে আমাদের অপ্রস্তুত করে দেয় তাতে সন্দেহ নেই।

আমাদের শরীর যেহেতু নানা ধরনের গ্যাস দিয়ে তৈরি ফলে তা নির্গমনের সময়ই নানা আওয়াজ হয়ে থাকে। এছাড়া অন্যভাবেও নানা আওয়াজ আমাদের শরীর করে থাকে। নিচের স্লাইডে দেখে নিন, কি কি আওয়াজ আমাদের শরীরে হয়ে থাকে।

কাশি

কাশি

যখন ঠান্ডা লাগে তখন গলায় হাওয়া পাস করার সময়ে উল্টো দিকে তা বেরিয়ে এসে আওয়াজ করে। সর্দি লেগে থাকলে তা অনেক বেড়ে যায়।

নাক ডাকা

নাক ডাকা

নিদ্রাহীনতা ও শারীরিক নানা সমস্যার কারণে নাক ডাকার সমস্যা হয়। নাকের ভিতরের জায়গা বারবার বায়ু ঢোকার সময়ে বাধা পেয়ে আওয়াজ করে।

জোরে জোরে শ্বাস নেওয়া

জোরে জোরে শ্বাস নেওয়া

জোরে শ্বাস নিলেও হাঁপানির আওয়াজ হয়। ফুসফুসে সমস্যা থাকলে শ্বাস নেওয়ার সময় আওয়াজ হয়।

গাঁটে আওয়াজ

গাঁটে আওয়াজ

আমাদের শরীরের প্রতিটি গাঁটে ফ্লুইড থাকে। সেটা থেকে বুদবুদে গ্যাস তৈরি হয়ে নড়াচড়ার সময় তা ফেটে আওয়াজ হয়।

যৌনাঙ্গে আওয়াজ

যৌনাঙ্গে আওয়াজ

বিশেষ করে যৌন মিলনের সময় মহিলাদের যৌনাঙ্গে হাওয়া ঢুকে শব্দ হয়ে পারে।

বাতকর্ম

বাতকর্ম

নারী-পুরুষ নির্বিশেষে বাতকর্মের সমস্য়ায় ভোগেন। লোকের মাঝে বাতকর্মের আওয়াজে সমস্যায় পড়েছেন এমন বহু মানুষ রয়েছেন।

পেট গুড়গুড়

পেট গুড়গুড়

অনেক সময়ে পেটে গ্যাস জমে পেটের ভিতরে নানা ধরনের আওয়াজ হয়। মূলত হজমের সমস্যা হলেই এমন হয়।

হেঁচকি

হেঁচকি

হেঁচকি উঠলেও অদ্ভুত আওয়াজ হয় এবং অনেকেই এই সমস্যায় পড়েছেন। তবে জল খেলেই হেঁচকি ওঠা কমে যায়।

ঢেকুর ওঠা

ঢেকুর ওঠা

খাওয়ার পরে অনেকেই ঢেকুর তোলেন। অনেক সময়ে খাবার হজম না হলে বাজে ঢেকুর ওঠে।

কান ফাটা

কান ফাটা

কানে কোনওরকম সংক্রমণ হলে বা ঠান্ডা লাগলে আওয়াজ হয়। সময়ে চিকিৎসা না করালে কানে সমস্যা হতে পারে।

হাঁচি

হাঁচি

সূর্যের আলো বা ভাইরাসের সংক্রমণে বা ঠান্ডা লাগলে হাঁচি হয়। আর এক একজনের হাঁচির আওয়াজ এক একরকমের হয়।

নাক টানা

নাক টানা

সর্দি লেগে বা নাকের ভিতরে মিউকাস জমে নাক বন্ধ হয়ে গেলে তা ঠেলে বায়ু ভিতরে ঢোকার সময়ে নাকে আওয়াজ হয়।

আরও খবর পড়ুন এখানে :

মুখের দুর্গন্ধ দূর করার সবচেয়ে সহজ উপায়মুখের দুর্গন্ধ দূর করার সবচেয়ে সহজ উপায়

হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে এগুলিহার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে এগুলি

জেনে নিন সামাজিক মেলামেশা কীভাবে সুস্থ থাকতে সাহায্য করেজেনে নিন সামাজিক মেলামেশা কীভাবে সুস্থ থাকতে সাহায্য করে

যৌন ক্ষমতা বাড়াবে এই খাবারগুলিযৌন ক্ষমতা বাড়াবে এই খাবারগুলি

English summary

Noises Your Body Makes & What They Mean

Noises Your Body Makes & What They Mean
X
Desktop Bottom Promotion