For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জেনে নিন দেশে কবে কবে পালিত হয় 'ড্রাই ডে'

By OneIndia Staff Writer
|

'ড্রাই ডে' নিয়ে আমরা অনেকেই অনেক কথায় মজা করে থাকি। অ্যালকোহল জাতীয় নেশায় অভ্যস্তদের কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব নেই কারণ এই দিনে মদের দোকানগুলি সাধারণত খোলা থাকে না। সেজন্য আগের দিন রাত পর্যন্ত লম্বা লাইন পড়ে যায় ওয়াইন শপগুলির বাইরে। [দেশের সবচেয়ে বিস্ময়কর কয়েকটি 'মেডিক্যাল কেস']

ভারতে কিছু নির্দিষ্ট দিনে 'ড্রাই ডে' পালন করা হয়। এদিন মদ বিক্রি পুরোপুরি নিষিদ্ধ থাকে। এদিন মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে যেমন রয়েছে। তেমনই আরও কিছু দিন রয়েছে যেদিন চাইলেও মদের দোকান খোলা পাওয়া অসম্ভব। [অফিসে যে জিনিসগুলি করা আমাদের একদম উচিত নয়]

নিচের স্লাইডে ক্লিক করে জেনে নিন কোন কোন দিন সারা দেশে পালিত হয় 'ড্রাই ডে'। [এই ১০ অদ্ভুত বস্তু দিয়ে পোশাক তৈরি হতে পারে ভেবেছিলেন কখনও?]

প্রজাতন্ত্র দিবস

প্রজাতন্ত্র দিবস

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয় সারা দেশ জুড়ে। এদিন সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মদ বিক্রি বন্ধ রাখা হয়।

নির্বাচনের দিন

নির্বাচনের দিন

স্থানীয় পুরসভা হোক কিংবা বিধানসভা, লোকসভার নির্বাচন- এসব দিনে বন্ধ রাখা হয় মদের দোকান।

গান্ধী জয়ন্তী

গান্ধী জয়ন্তী

জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী 'ড্রাই ডে' হিসাবে খ্যাত।

গণেশ বিসর্জন

গণেশ বিসর্জন

বিশেষ করে পশ্চিম ও দক্ষিণ ভারতে গণপতির বিশাল ধুমধাম করে পুজো হয়। বিসর্জনের দিন কোনও মদের দোকান খোলা থাকে না।

গুড ফ্রাইডে

গুড ফ্রাইডে

গুড ফ্রাইডে-র দিন মদ খাওয়া ও বিক্রি দুটোই আইনত নিষিদ্ধ। তবে এটি শুধুমাত্র দেশের খ্রিস্টান সম্প্রদায়ই মেনে চলে।

স্বাধীনতা দিবস

স্বাধীনতা দিবস

১৫ অগাস্ট জাতীয় ছুটির দিনটি 'ড্রাই ডে' হিসাবে পালন করা হয়।

দশেরা

দশেরা

দশেরার দিন সারা দেশে ড্রাই ডে পালিত হয়।

দিওয়ালি

দিওয়ালি

আলোর এই উৎসবে নেশার পানীয়ের দোকান সারা ভারতের সব জায়গায় বন্ধ থাকে।

English summary

National Dry Days Celebrated In India

National Dry Days Celebrated In India
X
Desktop Bottom Promotion