For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২০ : কেন পালন করা হয় এই দিন? জানুন এই দিবসের থিম ও তাৎপর্য

|

আজ 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস'। প্রতি বছর ১০ ডিসেম্বর বিশ্বজুড়ে 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' পালন করা হয়। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিবসের কথা ঘোষণা করে। এর দু'বছর পর একই তারিখে অর্থাৎ ১৯০৫ সালের ১০ ডিসেম্বর 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' প্রথমবার উদযাপিত হয়েছিল।

ভারতে মানবাধিকার আইন চালু হয় ১৯৯৩ সালের ২৮ সেপ্টেম্বর। এরপর, সেই বছরের ১২ অক্টোবর গঠিত হয় 'জাতীয় মানবাধিকার কমিশন'।

International Human Rights Day 2019

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনের কারণ

এই দিবসটি উদযাপনের প্রধান কারণ হল, সামাজিক, সাংস্কৃতিক ও শারীরিক অধিকার এবং কল্যাণ প্রসঙ্গে জনগণের অধিকার অর্জনে সহায়তা করা, সমাজের বিভিন্ন স্তরে বসবাসকারী বিভিন্ন মানুষের কল্যাণ নিশ্চিত করা। এককথায়, প্রত্যেক মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই মানবাধিকার দিবস পালিত হয়। তবে, এই দিবসটি উদযাপনের আরও অনেকগুলি কারণ রয়েছে, সেগুলি হল -

১) মানবাধিকারের অবস্থা প্রচারে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত প্রচেষ্টাকে তুলে ধরা ও সমর্থন করা।

২) বিশ্বজুড়ে মানবাধিকারের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা। এর মধ্যে স্বাস্থ্য, অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষার অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন : টিকটকের উপর ক্রুদ্ধ হিন্দু-মুসলিম সমকামী দম্পতি, দেখুন ভিডিয়ো

৩) জনগণকে, বিশেষত প্রতিবন্ধী, মহিলা, দুঃস্থ শিশু, সংখ্যালঘু এবং দরিদ্র জনগণকে এই উদ্দেশ্যে অংশ নিতে অনুপ্রাণিত বা উদ্বুদ্ধ করা।

৪) মানবাধিকার সম্পর্কিত বড় এবং বহু বিস্তৃত সমস্যা তুলে ধরা।

মানবাধিকার দিবসটি কীভাবে পালিত হয়

এই দিবসটি উদযাপনে একটি বিশাল রাজনৈতিক সভা এবং সম্মেলন এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, যা মানবাধিকার এবং এর লঙ্ঘন সম্পর্কিত বিষয়গুলিতে জোর দেয়। এই দিবসটি উদযাপনের জন্য আগে থেকে ঠিক করা বিভিন্ন থিম রয়েছে। থিমের মধ্যে, দারিদ্র্য দূরীকরণ হতে পারে, কারণ, দারিদ্র্যতা উন্নত সমাজ প্রতিষ্ঠায় অন্যতম বৃহত্তম বাধা হিসেবে দাঁড়িয়েছে।

মানবাধিকার দিবস উদযাপনের ক্ষেত্রে এই বছরের থিম

এই বছর গোটা বিশ্বে মানবাধিকারের ৭১ তম বার্ষিকী উদযাপিত হচ্ছে। এই বছর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনের প্রতিপাদ্য বা থিম হল 'Recover Better - Stand Up for Human Rights'. এই থিমের পিছনে উদ্দেশ্য হল, যুবসমাজের সম্ভাব্যতা তুলে ধরা, যারা সমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করতে পারে, যা মানবাধিকার সুরক্ষা এবং প্রচারকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। এই থিম বিশ্বজুড়ে যুবসমাজকে বর্ণবাদ, বৈষম্য, হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে।

English summary

International Human Rights Day 2020 : Theme, importance and significance

Every year 10 December is observed as International Human Rights Day across the world. This is the date that commemorates the adoption of the Universal Declaration of Human Rights (UDHR), the first global declaration that talks about human rights on 10 December 1948.
X
Desktop Bottom Promotion