Just In
- 2 hrs ago
সাপ্তাহিক রাশিফল : ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ
- 4 hrs ago
দৈনিক রাশিফল : ২৮ ফেব্রুয়ারি ২০২১
- 13 hrs ago
চালের পায়েস রান্নার সহজ রেসিপি দেখে নিন
- 15 hrs ago
গর্ভাবস্থায় এই সাতটি কাজ কখনোই করবেন না, মারাত্মক বিপদ হতে পারে
Don't Miss
টিকটকের উপর ক্রুদ্ধ হিন্দু-মুসলিম সমকামী দম্পতি, দেখুন ভিডিয়ো
কয়েকমাস আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এক ভারত-পাক সমকামী দম্পতি সুন্দাস মালিক এবং অঞ্জলি চক্র-এর বিভিন্ন ছবি, নিশ্চয়ই মনে আছে আপনার? তাঁদের নিয়ে চারিদিকে খুব শোরগোলও পড়ে গিয়েছিল। আমেরিকাবাসী এই হিন্দু-মুসলিম সমকামী দম্পতির বিভিন্ন ছবি ও ভিডিয়ো সেইসময় নেটদুনিয়ায় ঝড়ও তুলেছিল। তবে, শুধু সেইসময় নয়, এই সমকামী দম্পতি নিয়মিত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয় থাকেন। আবারও ভাইরাল হল, তাঁদের একটি ভিডিয়ো। যেখানে, তাঁদের দেখা গিয়েছে টিকটকের বিরুদ্ধে প্রতিবাদ করতে।
সুন্দাস মালিক এবং অঞ্জলি চক্র, এই সমকামী দম্পতি প্রায়ই একে অপরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিয়ো এবং ছবি পোস্ট করেন। সম্প্রতি, তাঁরা জনপ্রিয় ভিডিয়ো শেয়ারিং সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস 'টিকটক'-এ একটি ভিডিয়ো করেছিলেন। যেখানে, তাঁদের দু'জনকেই ট্র্যাডিশনাল পোশাক পরে সাধারণভাবেই নাচতে দেখা গেছে।
কিন্তু, তাঁদের এই ভিডিয়োটি প্রকাশের পরই টিকটক কর্তৃপক্ষ তাদের প্ল্যাটফর্ম থেকে ভিডিয়োটি সরিয়ে নিতে বাধ্য করে। টিকটকের তরফ থেকে বলা হয়, এই ভিডিয়োর ফলে টিকটকের কমিউনিটি গাইড লাইনে ব্যাঘাত ঘটছে। আর, এই কারণেই টিকটকের উপর বেজায় ক্ষিপ্ত হয়েছেন ওই দম্পতি।
বিবাহ বহির্ভূত সম্পর্ক কেন হয়? রইল তার কিছু কারণ
দেখুন ভিডিয়ো
my girl and I rep that Desi drip ✨ pic.twitter.com/l3zHqQpRMg
— Anjali C. (@anj3llyfish) 2 December 2019
ভিডিয়োটি নিজের ট্যুইটার হ্যান্ডল থেকে শেয়ার করে টিকটকের বিরুদ্ধে 'হোমোফোবিয়া'-র অভিযোগ করেছেন অঞ্জলি। তারপরই, গোটা বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় জোরালো আলোচনা শুরু হয়েছে। এই ভিডিয়োটি সরিয়ে নিতে বাধ্য করায় নেটিজেনদের তোপের মুখে পড়েছে চিনের জনপ্রিয় ভিডিয়ো শেয়ারিং অ্যাপ 'টিকটক'। নেটিজেনদের মতে, এই ভিডিয়োটি কোনওদিক থেকেই অশালীন নয়।