For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ঠোঁট নিয়ে নানা আজানা কথা

আজানার সন্ধানে...সঙ্গী আমাদের ঠোঁট

|

আচ্ছা আপনাদের ঠোঁট যে কথা বলে, সে কথা কি আপনার জানা আছে? ঠোঁট, আবার কথা বলে! আপনি কি বদ্ধ উন্মাদ মশাই? আরে না না! বিশ্বাস করুন খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আপনার ঠোঁট প্রতি মুহূর্তে কিছু না কিছু কথা বলে চলেছে। আসলে আজকাল কাজে-কর্মে এত ব্যস্ত হয়ে গেছি যে শরীরের কথা শোনার সময়ই নেই আমাদের হাতে। তাই তো এই প্রবন্ধটি লেখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা যারা শরীরের দিক থেকে চোখ ফিরিয়েছি, তাদের কিন্তু পড়তেই হবে এই প্রবন্ধটি। না হলে কিন্তু শরীর, বিশেষত ঠোঁট কিন্তু খুব রাগ করবে।

ঠোঁট, শরীরের খুবই গুরুত্বপূর্ণ অংশ, যা দিয়ে আমরা কথা বলি, খাবার খাই, এমনকি মাঝে মাঝে অনেক দুষ্টুমিও করে থাকি। কিন্তু এগুলি ছাড়াও আমাদের লিপস বা ঠোঁটের এমন কিছু গুণ আছে যা বাকি প্রাণীদের ঠোঁটে নেই।

তাহলে দেরি কিসের! জেনে নিন ঠোঁট নিয়ে নানান আজানা কথা।

তথ্য ১:

তথ্য ১:

আমাদের শরীরে সবথেকে স্পর্শকাতর অঙ্গ হল ঠোঁট। একাধিক রিপোর্ট অনুসারে, শরীরের এই অংশে কম করে লক্ষাধিক নার্ভ আছে। কিন্তু এই নার্ভগুলিকে রক্ষা করার জন্য় নেই কোনও মেমব্রেন। তাহলে একবার ভাবুন, শরীরের সবথেকে নরম জায়গা, কিন্তু তাকে রক্ষা করার কেউ নেই। কী দুঃখের বিষয় না!

তথ্য ২:

তথ্য ২:

শরীরের সব অঙ্গ ঘামে, কিন্তু ঠোঁট কখনও ঘামে না । কেন জানেন? কারণ শরীরের এই অংশে ঘামের গ্রন্থী নেই। তাই তো ঠোঁট খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়।

তথ্য ৩:

তথ্য ৩:

একজনের ফিঙ্গার প্রিন্টের সঙ্গে যেমন আরেক জনের ফিঙ্গার প্রিন্ট মেলে না, তেমনি আমাদের সবার ঠোঁট কিন্তু আলাদা আলাদা হয়। তাই যদি ভাবেন আপনার ঠোঁটের সঙ্গে আপনার কোনও বন্ধুর ঠোঁটের খুব মিল আছে, তাহলে ভুল ভাবছেন।

তথ্য ৪:

তথ্য ৪:

ঠোঁট হল শরীরের একমাত্র অঙ্গ, যার বাইরেটা যেমন, ভেতরটাও তেমন।

তথ্য ৫:

তথ্য ৫:

আপনাদের কি জানা আছে, বয়স যত বাড়তে থাকে, তত আমাদের ঠোঁট মোটা হতে শুরু করে। আসলে বয়স বাড়তে থাকলে আমাদের শরীরে কোলেজেনের উৎপাদন কমে যেতে শুরু করে। ফলে ঠোঁট তার সৌন্দর্য হারাতে শুরু করে।

তথ্য ৬:

তথ্য ৬:

আপনি কাউকে ভালোবাসার ক্ষেত্রে কত নম্বর পেতে পারেন, তা কিন্তু আপনার ঠোঁট দেখে বলে দেওয়া সম্ভব। একাধিক স্টাডিতে একথা প্রমাণিত হয়েছে যে কোনও মেয়ের ঠোঁট দেখে বুঝে যাওয়া সম্ভব সে কাউকে ভালোবাসতে কতটা পারদর্শী। শুনতে আবাক লাগলেও একথা কিন্তু ১০০ শাতংশ ঠিক।

তথ্য ৭:

তথ্য ৭:

শরীরের বাকি অঙ্গের মতো ঠোঁটও কিন্তু পঙ্গু হয়ে যেতে পারে। একে "বেলস পালসি" বলা হয়। প্রসঙ্গত, ফেসিয়াল নার্ভ ক্ষতিগ্রস্থ হলে এমন ধরনের পেরালাইসিস হওয়ার আশঙ্কা থাকে।

Read more about: ঠোঁট শরীর
English summary

ঠোঁট নিয়ে নানা আজানা কথা

Did you know that there are many interesting and unsaid facts about our body? We are here to share some of the facts about lips.
Story first published: Wednesday, February 15, 2017, 15:28 [IST]
X
Desktop Bottom Promotion