For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ৮টি বাণী, যা আজও মানুষকে অনুপ্রাণিত করে

|

ভারতের বুকে এমন এমন মহা মানবের জন্ম হয়েছে, যাঁদের প্রভাবে দেশের মাটি আরও পবিত্র হয়ে উঠেছে। এর মধ্যে অন্যতম হলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তিনি ছিলেন ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। তাঁর প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তাঁর প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ।

Inspirational Quotes by Ramakrishna Paramahamsa in Bengali

১৮৩৬ সালের ১৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণ পরমহংসের জন্ম হয়। তাঁর পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতার নাম চন্দ্রমণি দেবী। শৈশব থেকেই তাঁর আধ্যাত্মিকতার দিকে আগ্রহ ছিল। শৈশবে গদাই নামে পরিচিত গদাধর গ্রামবাসীদের অত্যন্ত প্রিয় ছিলেন।

আরও পড়ুন : স্বামীজীর বিখ্যাত ১৩টি বাণী, যা আজও চলার পথে আমাদের মানসিক শক্তি জোগায়

দক্ষিণেশ্বর কালীবাড়িতে পৌরোহিত্য গ্রহণের পর তিনি দেবী কালীর আরাধনা শুরু করেন। রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর গোটা জীবন মানুষকে মানবতার পাঠ শেখাতে ব্যয় করেছিলেন। জেনে নিন তাঁর বলা কিছু বিখ্যাত বাণী -

১)

১)

সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত, কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে। - শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব

২)

২)

অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক, যে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে শিক্ষা দেয়। - শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব

৩)

৩)

নৌকা সর্বদা জলেই থাকা উচিত, কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয়| ঠিক এইভাবেই, যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে সাংসারিক মোহ-মায়া থাকা উচিত নয়। - শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব

৪)

৪)

টাকা মাটি, মাটি টাকা। - শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব

৫)

৫)

যত মত তত পথ। - শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব

৬)

৬)

যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে| ঠিক তেমনই, যখনই আমরা প্রসিদ্ধ হয়ে যাই তখন মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে দেয়। - শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব

৭)

৭)

জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও, এটা জীবনকে আরও জটিল করে দেবে। - শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব

৮)

৮)

ধর্ম সম্পর্কে কথা বলা খুব সহজ, কিন্তু সেটা অনুশীলন করা কঠিন। - শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব

English summary

Inspirational Quotes by Ramakrishna Paramahamsa in Bengali

In honour of his birth anniversary, here are some of Ramakrishna Paramahamsa’s famous quotes which influenced thousands across the globe.
X
Desktop Bottom Promotion