For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

স্বামীজীর বিখ্যাত ১৩টি বাণী, যা আজও চলার পথে আমাদের মানসিক শক্তি জোগায়

|

আজ থেকে ঠিক ১৬১ বছর আগে (১২ জানুয়ারি, ১৮৬৩) আজকের দিনেই ভারতে এক মহান মনীষী তথা মহামানবের জন্ম হয় উত্তর কলকাতার এক কায়স্থ দত্ত পরিবারে। যিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তাঁর পিতৃপ্রদত্ত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তবে গোটা বিশ্ব তাঁকে স্বামীজী বা স্বামী বিবেকানন্দ নামেই চেনে।

স্বামী বিবেকানন্দ ছিলেন একজন অসাধারণ প্রতিভার মানুষ। আমেরিকার শিকাগোতে দাঁড়িয়ে গোটা বিশ্বের সামনে তাঁর বক্তৃতা আজও বিশ্বের মানুষের মনকে নাড়া দেয়। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। তাঁর প্রতিভা যুবক জাতিকে জেগে উঠতে এবং দেশের প্রতি কর্তব্য পালনে উদ্বুদ্ধ করেছিল।

Swami Vivekananda Quotes

তিনি কলকাতায় বিখ্যাত রামকৃষ্ণ মিশন এবং বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন যেখানে, এখনও নিষ্ঠার সহিত হিন্দু ধর্মকে জনপ্রিয় করার এবং অভাবীদের সাহায্য করা হয়। মহান এই মনীষীর জন্মদিনে আমরা তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আজ এই বিশেষ দিনে দেখে নেওয়া যাক, স্বামীজির কিছু অমর বাণী। যে বাণীগুলি আজও চলার পথে আমাদের মানসিক শক্তি জোগায়৷

১)

১)

জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না। - স্বামী বিবেকানন্দ

২)

২)

পৃথিবীই হল সব থেকে বড় ব্যায়ামগার, যেখানে আমরা শক্ত সমর্থ হয়ে উঠি৷ - স্বামী বিবেকানন্দ

৩)

৩)

প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বলো, অন্যথায় হারাতে হবে জ্ঞানী-গুণী ব্যক্তির সংসর্গ৷ - স্বামী বিবেকানন্দ

৪)

৪)

যারা তোমায় সাহায্য করেছে, তাঁদের কখনও ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে, তাদের কোনওদিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে, তাদের কখনও ঠকিয়ো না। - স্বামী বিবেকানন্দ

৫)

৫)

আমাদের জীবনের সবচেয়ে সুখকর মুহুর্ত সেইগুলি, যখন আমরা নিজেদের একেবারে ভুলে যাই। - স্বামী বিবেকানন্দ

৬)

৬)

উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সবসময় মাথায় রেখো, তুমিই তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন, সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যত্‍‌ নিজেই তৈরি করে নাও। - স্বামী বিবেকানন্দ

৭)

৭)

তুমি খ্রিষ্টের মতো ভাবলে তুমি একজন খ্রিষ্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতিই তোমার জীবন, শক্তি, জীবনীশক্তি। যতই বুদ্ধি দিয়ে কাজ করো, এগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছনো সম্ভব নয়। - স্বামী বিবেকানন্দ

৮)

৮)

পবিত্রতা, সহিষ্ণুতা ও অধ্যবসায়-এই তিনটি, সর্বোপরি প্রেম সিদ্ধিলাভের জন্য একান্ত আবশ্যক। - স্বামী বিবেকানন্দ

৯)

৯)

নিজের জীবনে ঝুঁকি নিন, যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। - স্বামী বিবেকানন্দ

১০)

১০)

কখনও না বলোনা, কখনও বলোনা আমি করতে পারব না| তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব কিছুই করতে পারো। - স্বামী বিবেকানন্দ

১১)

১১)

যদি কোনওদিন, আপনার সামান্য কোনও সমস্যা না আসে, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। - স্বামী বিবেকানন্দ

১২)

১২)

যতক্ষণ না আপনি নিজের প্রতি বিশ্বাস রাখবেন, ততক্ষণ আপনি ঈশ্বরকে বিশ্বাস করবেন না। - স্বামী বিবেকানন্দ

১৩)

১৩)

শক্তি ও সাহসিকতাই ধর্ম। দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। - স্বামী বিবেকানন্দ

English summary

13 Quotes By Swami Vivekananda That Continue To Inspire Us Even Today!

Remembering the great saint Swami Vivekananda on his birth anniversary today, we share some of his timeless quotes here which are pertinent even today.
X
Desktop Bottom Promotion