For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ঘর সাজান সুগন্ধি মোমবাতি দিয়ে, বানিয়ে ফেলুন বাড়িতেই

|

বাড়ি, ঘর নিজে হাতে সুন্দর করে সাজাতে অনেকেই ভালবাসেন। কেই কেউ আবার ঘর সাজানো নিয়ে বেশ প্যাশনেট। যারা ঘর সাজাতে ভালবাসেন, তাদের কাছে বাড়ির প্রত্যেকটা জায়গা বেশ গুরুত্বপূর্ণ। আর, বাড়ির লিভিং রুম থেকে বেড রুম, সব দিক সাজানো গোছানো থাকলে দেখতেও বেশ ভাল লাগে। তবে শুধু ঘর সাজালেই তো হবে না, প্রতিটি কোণ যাতে সুগন্ধে ভরে থাকে সে বিষয়েও খেয়াল রাখা উচিত। এর জন্য ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের সুগন্ধি মোমবাতি।

এখন বাজারে অনেক ধরনের সুগন্ধি মোমবাতি কিনতে পাওয়া যায়। এই রকম মোমবাতি দিয়েই সাজিয়ে ফেলুন আপনার গৃহকোণ। এই মোমবাতি জ্বালালে ঘরময় সুগন্ধে ভরে উঠবে। মোমবাতির আলো আর গন্ধই মেজাজ ভাল করে দেবে বাড়ির সকলের। এতে শারীরিক ক্লান্তিও দূর হয়। আপনি চাইলে বাড়িতেও বানিয়ে নিয়ে পারেন রঙবেরঙের সুগন্ধি মোমবাতি। কী ভাবে তৈরি করবেন? দেখে নিন টিপস।

How to Make Scented Candles at Home

১) ক'টা মোমবাতি বানাবেন, সেই বুঝে মোম নেবেন। মোম গলে গেলে কিন্তু পরিমাণে অনেকটাই বেড়ে যায়।

২) বড় একটি পাত্রতে মোম নিয়ে গলিয়ে নিন ভাল ভাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করুন। রঙিন মোমবাতি চাইলে, মোম গলানোর সময় কয়েক ফোঁটা রংও তাতে মিশিয়ে নিতে পারেন।

৩) গলানো মোমের মধ্যে ধীরে ধীরে সুগন্ধী তেল মেশান। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

৪) এবারে সুগন্ধী মোম কাঁচের পাত্রে ভরতে হবে। তবে মোম পাত্রে ভরার আগে, পাত্রের ঠিক মাঝখানে একটা মোটা পলতে রাখুন।

৫) এ বার ধীরে ধীরে গলানো মোম পাত্রে ঢেলে নিন। মোম গরম অবস্থায় ঢালতে হয়, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তাই গরম মোম ঢালার সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে।

আরও পড়ুন : বড়দিনের ছুটিতে বেড়াতে যেতে চান? রইল ভারতের সেরা ৫ জায়গার হদিশ!

English summary

How to Make Scented Candles at Home

In order to make scented candles you need just a few simple ingredients and some supplies you probably already have in your house. Read on.
Story first published: Friday, December 9, 2022, 20:23 [IST]
X
Desktop Bottom Promotion