For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Christmas in India: বড়দিনের ছুটিতে বেড়াতে যেতে চান? রইল ভারতের সেরা ৫ জায়গার হদিশ!

|

সামনেই ক্রিসমাস। এখন থেকেই অনেকে বড়দিন উদযাপনের প্ল্যানিং শুরু করে দিয়েছে। কেউ নিজেদের শহরে থেকে ক্রিসমাস উদযাপনের প্ল্যানিং করছে, আবার কেউ কেউ শহরের বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করছে। তবে নিত্যদিনের ঝুট-ঝামেলার জীবন থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা বেড়াতে যাওয়া! আর বাঙালীর ভ্রমণ পিপাসু মন তো একটু ফাঁক পেলেই ঘুরতে যাওয়ার জন্য নেচে ওঠে। আজকের আর্টিকেলে দেশের মধ্যে এমন কয়েকটি জায়গার হদিশ দেওয়া হল যেখানে আপনি এই বছর জমজমাট বড়দিন উদযাপন করতে পারেন।

Best places to visit in India during Christmas

শিলং

উত্তর-পূর্ব ভারতের সেরা ক্রিসমাস প্লেস মেঘালয়ের রাজধানী শিলং। এই শহরে খ্রিস্টান জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ, যে কারণে প্রতি বছর মহা ধুমধাম করে শিলং-এ ক্রিসমাস উদযাপন হয়। বড়দিন উপলক্ষে গোটা শহর ও প্রতিটা চার্চ জমকালো সাজে সেজে ওঠে। চারিদিকে রঙ বেরঙের আলো, ক্রিসমাস ট্রি, স্যান্টাক্লজের মূর্তি, বেলুনে ভরে যায়। শিলং-এর রাস্তাঘাট, ফুটপাথ, দোকান, বাজার সবই নতুন সাজে আরও সুন্দর হয়ে ওঠে।

গোয়া

ডিসেম্বরে ঘুরতে যাওয়ার সবচেয়ে সেরা জায়গা গোয়া। পার্টি, নাইট ক্লাবের জমজমাট পরিবেশ গোয়াতে সারা বছরই থাকে। কিন্তু বড়দিনের এবং নিউ ইয়ারের সময় গোয়া আরও সুন্দর হয়ে ওঠে। একদিকে যেমন লেট নাইট পার্টি, গান বাজনা আর উৎসব, অন্যদিকে তেমনই চার্চের ঘণ্টা ধ্বনি। গোয়ার প্রতিটা রাস্তা, দোকান, বাজার সেজে ওঠে রঙ বেরঙের আলোকসজ্জায়। স্থানীয় দোকানগুলিতে খুব দামেই মেলে কেক, ডেজার্ট।

কেরালা

ক্রিসমাসে কোথাও ঘুরতে যেতে চাইলে কেরালা যেতে পারেন। দক্ষিণ ভারতের সেরা ক্রিসমাস প্লেসগুলির মধ্যে অন্যতম কেরালা। বড়দিন উপলক্ষে গোটা রাজ্যই সেজে ওঠে রঙিন সাজে। ক্রিসমাস ট্রি, স্যান্টাক্লজের মূর্তি, রঙ বেরঙের আলোকসজ্জায় সেজে ওঠে চার্চ, বাড়ি, রাস্তা, শপিং মল, দোকান, বাজার।

পন্ডিচেরি

ভারতের এই ছোটোখাটো ফ্রান্সে বড়দিনের সময় ঘুরতে যেতে পারেন। ক্রিসমাসের সময় এখানকার সাজসজ্জা এবং আলোকসজ্জা দেখার মতো হয়। এই সমুদ্র উপকূলবর্তী শহরটি ক্রিসমাসের সময় এনার্জিতে ভরপুর থাকে। চারিদিক নতুন ভাবে সেজে ওঠে। কলকাতার ক্রিসমাস তো প্রতি বছরই দেখা হয়। সময় পেলে কোনও এক বছর বড়দিনে পন্ডিচেরি থেকে ঘুরে আসুন।

শিমলা

বহু পর্যটকই বড়দিনের সময়ে হাজির হন হিমাচল প্রদেশে। ডিসেম্বরের হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই সেখানে মেতে ওঠেন বড়দিনের খুশিতে। ক্রিসমাসের সময় শিমলা একেবারে নতুন ভাবে সেজে ওঠে। তুষারপাত আর চারিদিকে সাদা বরফে ঢাকা শহরটির চারিদিক বড়দিনের সময় ঝলমল করে ওঠে। শিমলার মল রোডে বেশ কয়েকটি ব্রিটিশ-যুগের ক্যাফে এবং রেস্তোরাঁ রয়েছে, সেখানে আপনি সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন। টয় ট্রেনে চেপে শহরের নতুন রুপ উপভোগ করতে পারেন।

English summary

Best places to visit in India during Christmas In Bengali

Here's a list of top places in India where you can witness the best Xmas celebrations. Read on.
Story first published: Tuesday, November 29, 2022, 19:31 [IST]
X
Desktop Bottom Promotion