Just In
Don't Miss
প্রয়াত কিংবদন্তি ফুটবলার চুনি গোস্বামী, দেখে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য
একের পর এক নক্ষত্রের পতন। সিনে জগতের দুই মহারথীর পর, এবার থমকে গেল ফুটবল জগতের নক্ষত্র চুনী গোস্বামী-এর জীবন। ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় ফুটবল দলের এই প্রাক্তন অধিনায়ক। হৃদরোগে আক্রান্ত হয়ে ৩০ এপ্রিল, বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। বিকেল পাঁচটায় একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতীয় ক্রীড়া জগতে।
শেষ হল ভারতীয় ফুটবলের এক অধ্যায়...
প্রবাদ প্রতিম ফুটবলার চুনী গোস্বামী ছিলেন বাংলার গর্ব। যাঁর পা ময়দানে পড়লেই কেঁপে উঠত মাটি। বল পায়ে দাপিয়ে বেড়িয়েছিলেন ময়দানে। আজ সেই ময়দানকেই চিরতরে বিদায় জানিয়ে পরলোকে গমন করলেন ভারতীয় ফুটবলের এই কিংবদন্তি। কিছুদিন আগেই প্রয়াত হয়েছিলেন আরেক কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়। সেই দুঃখের রেশ কাটতে না কাটতেই পতন হল আর এক নক্ষত্রের। শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া জগতে। শেষ হল ভারতীয় ফুটবলের এক অধ্যায়ের। চলুন, জেনে নেওয়া যাক এই মহারথীর জীবনের কিছু অজানা কথা।
- ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি ভারতের কিশোরগঞ্জে (বর্তমানে বাংলাদেশে অবস্থিত) জন্মগ্রহণ করেন চুনী গোস্বামী। তাঁর আসল নাম সুবিমল গোস্বামী।
- ফুটবল-কে ভালবেসে ১৯৪৬ সালে মোহনবাগান জুনিয়ার দলে যোগ দেন। ১৯৪৬ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত জুনিয়র দলে খেলেন।
- ১৯৫৪ সালে সুযোগ পান মোহনবাগানের মূল দলে খেলার। ১৯৬৮ সাল পর্যন্ত স্ট্রাইকার পজিশনে মাঠ কাঁপান তিনি।
- মোহনবাগানের মূল দলে খেলার সময় ১৯৬০ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত অধিনায়কত্ব করেছেন চুনী গোস্বামী। আজীবন মোহনবাগানকে ভালোবেসেই খেলে গেছেন তিনি, অন্য ক্লাব থেকে ডাক এলেও পা বাড়াননি।
- ১৯৫৭ সালে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রথমবার পা রাখেন।
- ১৯৬২ সালে এশিয়ান গেমসে চুনী গোস্বামী এর অধিনায়কত্বে সোনা জেতে ভারত। এছাড়াও, ১৯৬৪ সালে এশিয়ান কাপে রানার-আপ হয়েছিল ভারত।
- খেলা জীবনে ১৯৬২ সালে সেরা স্ট্রাইকার এর পুরস্কার পান তিনি।
- ১৯৬৩ সালে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে তাঁকে অর্জুন পুরস্কার দেওয়া হয়।
- ১৯৮৩ সালে তিনি বিশেষ সম্মান হিসেবে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।
- ফুটবলের পাশাপাশি বাংলা ক্রিকেট দলের হয়েও প্রতিনিধিত্ব করেন চুনী। ৪৬ টি ম্যাচ খেলে ১৫৯২ রান করেন।
- ১৯৬৪ সালে মাত্র ২৭ বছর বয়সে শেষবারের মতো তাঁকে ভারতীয় ফুটবলে খেলতে দেখা গিয়েছিল।
- ২০০৫ সালে মোহনবাগান রত্ন পুরস্কারে ভূষিত হন।
- তিনি ফুটবল, ক্রিকেটের পাশাপাশি টেনিসও খেলেছেন।