Just In
Don't Miss
বিমানে যাত্রার ক্ষেত্রে এই নিয়মগুলি মেনে চলুন, দেখে নিন কেন্দ্রের নির্দেশিকা
করোনা ভাইরাসের কবলে দুর্বিষহ জনজীবন। দু'মাস লকডাউন এর পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ছাড় পাওয়া গেছে কিছু ক্ষেত্রে। জরুরী পরিষেবার পাশাপাশি শুরু হয়েছে আন্তঃরাজ্য বাস চলাচল। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে চলছে বিশেষ ট্রেন। পাশাপাশি শুরু হয়ে গেল অন্তর্দেশীয় বিমান পরিষেবা। প্রায় দু'মাস বন্ধ থাকার পর ২৫ মে, সোমবার থেকে শুরু হয়েছে বিমান পরিষেবা। তাই সমস্ত যাত্রীকে সুরক্ষিত রাখতে এবং করোনার সংক্রমণকে ঠেকাতে কেন্দ্রের তরফ থেকে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে, যা মেনে চলা আবশ্যক।
নিজেকে সুস্থ ও সুরক্ষিত রাখতে এবং অন্যকেও সুরক্ষিত রাখতে সরকারের দেওয়া গাইডলাইন মেনে চলা জরুরি। তবে এই নির্দেশিকায় শুধুমাত্র বিমান যাত্রীদের কথা উল্লেখ নেই, রয়েছে ট্রেন ও বাস যাত্রীদের কথাও। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া গাইডলাইনটি ট্যুইট করেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিংহ পুরি। তবে চলুন দেখে নেওয়া যাক বিমানে যাত্রার ক্ষেত্রে কী কী সতর্কতা মেনে চলতে হবে।
ফ্লাইটে ভ্রমণের সময় সংক্রমণের হাত থেকে নিজেকে বাঁচান এই উপায়গুলির মাধ্যমে
কী কী নিয়ম মেনে চলবেন
১) যাত্রীদের দু'ঘণ্টা আগে থেকে বিমানবন্দরে পৌঁছতে হবে।
২) সংশ্লিষ্ট এজেন্সির টিকিটে দেওয়া থাকবে কী করা যাবে আর কী করা যাবে না, সেগুলি মেনে চলতে হবে।
৩) প্রত্যেক যাত্রীকে মোবাইলে 'আরোগ্য সেতু' অ্যাপ ডাউনলোড করতে হবে, পাশাপাশি নিজস্ব যাবতীয় নথিপত্র সঙ্গে রাখবেন।
৪) ১৪ বছর বয়সের নীচে বাচ্চাদের ক্ষেত্রে আরোগ্য সেতু অ্যাপ প্রয়োজন নেই।
৫) সমস্ত যাত্রীদের থার্মাল স্ক্রীনিং করতে হবে। কোনওরকম উপসর্গ না থাকলে তবেই যাত্রার অনুমতি পাওয়া যাবে।
৬) যাত্রীদের মাস্ক ও গ্লাভস্ ব্যবহার করতে হবে, পাশাপাশি মেনে চলতে হবে হাত ধোয়ার বিধি।
৭) টার্মিনালে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৮) প্রস্থানের সময় থার্মাল স্ক্রীনিং করতে হবে।
৯) উপসর্গহীন যাত্রীদের ১৪ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। উপসর্গ দেখা দিলে প্রশাসনের সাহায্য নিতে হবে।