For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Cyclone Yaas : ধেয়ে আসছে ইয়াস, সুরক্ষিত থাকতে কী করবেন ও কী করবেন না? জানুন

|

করোনার আক্রমণে এমনিতেই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে মানুষ, তার ওপর সাইক্লোন ইয়াস মানুষের আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। গতবছরই আছড়ে পড়েছিল প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। এক রাতের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল শহর থেকে গ্রাম। তার ঘা শুকোতে না শুকোতেই, পুনরায় সেই স্মৃতিকে উস্কে দিয়ে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। তাই এই প্রাকৃতিক বিপর্যয় থেকে নিজেদের সুরক্ষিত রাখতে কিছু নিয়ম মেনে চলা বাঞ্ছনীয়। তাহলে দেখে নিন ঘূর্ণিঝড় মোকাবিলায় কী করবেন ও কী করবেন না।

dos and donts for Cyclone Yaas

কী করবেন

১) ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কিছু সতর্কতা জারি করা হয়েছে, যেগুলি সকলকেই মেনে চলতে হবে।

২) গুজবে কান দেবেন না, বরং রেডিও, টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে খেয়াল রাখুন।

৩) প্রয়োজনীয় ওষুধ, খাবার, জিনিসপত্র, জল সংগ্রহ করে রাখুন। পোশাক প্রস্তুত রাখুন।

৪) মোবাইল, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, এমার্জেন্সি লাইট, এগুলি আগে থেকে ফুল চার্জ করে রাখুন।

৫) আগে থেকে টর্চ, মোমবাতির বন্দোবস্ত করে রাখুন।

৬) জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী যাতে কোনওভাবে নষ্ট না হয়, সেগুলি গুছিয়ে রাখুন।

৭) ঝড়-বৃষ্টির সময় রাস্তায়, গাছের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে, বৈদ্যুতিক স্তম্ভ ভেঙে পড়ে। এগুলোর দিকে খেয়াল রাখুন। ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন।

কী করবেন না

১) এই সময় মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না। নিরাপদ জায়গায় নৌকা বেঁধে রাখুন।

২) ঝড়ের সময় বাড়ি থেকে ভুলেও বেরোবেন না।

৩) গৃহপালিত পশুকে বেঁধে রাখবেন না।

৪) কাঁচা বাড়ি, খড়ের চালের ঘর, ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে না থাকাই ভালো। নিরাপদ পাকা বাড়িতে থাকুন।

৫) অযথা আতঙ্কিত হয়ে মানসিক চাপ বাড়াবেন না।

ঘূর্ণিঝড়ের মোকাবিলায় রাজ্য বিদ্যুৎ দপ্তর দু'টি হেল্পলাইন নম্বর চালু করেছে - ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪। ২৫ মে থেকে এই হেল্পলাইন নম্বর দু'টি চালু হবে। প্রয়োজনে রাজ্য সরকার এবং বিদ্যুৎ দপ্তরের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না।

আরও পড়ুন : আম্ফান, নিসর্গ, আয়লা...জেনে নিন কীভাবে ঘুর্ণিঝড়ের নামকরণ করা হয়

English summary

As Cyclone Yaas Approaches the Coasts of Odisha and Bengal, Here's a List of Dos and Don'ts

As Cyclone Yaas Approaches the Coasts of Odisha and Bengal, Here's a List of Dos and Don'ts. Read on.
X
Desktop Bottom Promotion