For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) এই ১০টি জিনিসে আক্কেল গুড়ুম হয় প্রত্যেক ভারতীয়র

|

আমরা ভারতীয়রা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসি। অভাব-অভিযোগ থাকলেও সংখ্যাধিক্য ভারতবাসীর ঠোঁটের কোণায় হাসি লেগেই থাকে।

আমাদের দেশে দুর্নীতি রয়েছে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক নানা সমস্যা রয়েছে। সেগুলি নিয়ে যেমন আমাদের নানা মতামত রয়েছে, তেমনই কেউ কেউ সেসব নিয়ে একেবারেই মাথা ঘামান না।

তবে কিছু জিনিস থাকে যা দেখলেই চটে যাই আমরা। মানে ভারতীয় হিসাবে সেসব জিনিস চোখে পড়লেই মুডের দফারফা হয়ে যায় আমাদের। নিচের স্লাইডে দেখে নিন ঠিক কোন কোন জিনিস দেখলে চটে যান প্রায় সব ভারতীয়।

জুতো উল্টো করে রাখা থাকলে

জুতো উল্টো করে রাখা থাকলে

বেশিরভাগ ভারতীয়ই এই একবিংশ শতকে এসেও সমানরূপে কুসংস্কারকে আঁকড়ে রেখেছেন। বিশেষ করে কোথাও বেরনোর সময়ে দরজায় জুতো উল্টো করে রাখা থাকলেই আক্কেল গুড়ুম হয় ভারতীয়র।

বসে বসে পা নাচালে

বসে বসে পা নাচালে

অনেকের বসে বসে পা নাচানোর অভ্যাস রয়েছে। তার সামনে যিনি বসে রয়েছেন তিনি এই ঘটনার যথেষ্ট চটবেন সন্দেহ নেই।

লিফটের জন্য দাঁড়াতে হলে

লিফটের জন্য দাঁড়াতে হলে

বাড়ি হোক বা অফিস, সঠিক সময়ে পৌঁছতে খানিক দেরি হলে পুরো দোষটা গিয়ে পড়ে লিফটের উপরে। মনে হয় যেন, আপনার দরকারের সময়টাতেই লিফট দেরি করছে বা খারাপ হয়ে গিয়েছে।

বাস, ট্রেন দেরিতে এলে

বাস, ট্রেন দেরিতে এলে

নিজে দেরিতে অফিসের জন্য বেরিয়েছেন, সে হুঁশ নেই, বাস বা ট্রেন দেরি করলেই ব্যস, মুডের সাড়ে সর্বনাশ।

ট্রাফিক জ্যামে ফাঁসলে

ট্রাফিক জ্যামে ফাঁসলে

শহরের রাস্তায় গাড়িঘোড়ার চাপ দিনদিন বাড়ছে, ফলে বাড়ছে যানযটও। তবে তাতে ফাঁসলে মেজাজ কারও ভালো থাকে না।

বইয়ে পা লাগলে

বইয়ে পা লাগলে

কোনওভাবে ছোট বাচ্চার পা যদি বইয়ে লেগে যায়, আর সে যদি নমস্কার করতে ভুলে যায়, অভিভাবক হিসাবে আপনি তার উপরে ক্ষেপে ওঠেন।

দরাদরিতে না পারলে

দরাদরিতে না পারলে

নিউ মার্কেটে বা বড়বাজারে কেনাকাটা করতে গিয়ে যদি মনে হয়, ঠকে গিয়েছেন, তার পরের দিন দুয়েক আপনার মেজাজ ঠিক থাকে না।

নিজের ব্যাপারে আত্মীয়রা নাক গলালে

নিজের ব্যাপারে আত্মীয়রা নাক গলালে

বাবা-মা-দাদা-দিদি পর্যন্ত আপনার সহ্য়ের সীমা থাকে। তবে আপনার বিষয়ে আর একটু বাইরের কেউ কথা বললেই আপনি ক্ষেপে লাল হয়ে যান। অধিকারবোধ নিয়ে আপনা থেকেই আপনার মধ্য়ে সচেতনতা গড়ে ওঠে।

প্রতিবেশি বড়লোক হয়ে উঠলে

প্রতিবেশি বড়লোক হয়ে উঠলে

আপনার প্রতিবেশির বেশি পয়সাকড়ি হয়ে গেলে তা আপনার চক্ষুশূল হয়ে ওঠে। ক্ষতি না চাইলেও তাদের দেখে হামেশাই আপনি নাঁক সিঁটকান।

ভারত ক্রিকেট ম্যাচ হারলে

ভারত ক্রিকেট ম্যাচ হারলে

খেলায় হার-জিত রয়েছে এটা আমরা তা দেখার সময়ে ভুলে যাই। ভারত ম্যাচ হারলেই আপনার মেজাজ খারাপ হয়ই।

English summary

10 Things That Makes An Indian Angry

10 Things That Makes An Indian Angry
Story first published: Wednesday, July 22, 2015, 19:57 [IST]
X
Desktop Bottom Promotion