For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

রান্না করতে গিয়ে ত্বক পুড়ে গিয়েছে? জেনে নিন কিছু ঘরোয়া সমাধান

রান্না করতে গিয়ে যদি কোথাও পুড়ে যায়, তবে তাৎক্ষনিক আরামের জন্যে এবং চিকিৎসার জন্যে কি করবেন?

|

রোজকার ব্যস্ত জীবনে নিজেদের খেয়াল রাখার সময় এখন খুবই কম পাওয়া যায়। মায়েদের কথায়, "কোন রকমে নাকে-মুখে গুঁজে" কাজের মধ্যে ডুবে যাওয়া ছাড়া কোন গতি থাকে না। স্কুল, কলেজ হোক বা অফিস, চাপ সর্বত্র। এর মধ্যে কাউকে হয়তো প্রয়োজনের খাতিরে বাড়ির বাইরে থাকতে হয়। অনেক ক্ষেত্রেই বাইরের খাবার পছন্দ হয়না বলে নিজেরা রেঁধে খেতে ভালবাসেন। সারাদিনের ক্লান্তিতে হোক বা ব্যস্ততায়, অসাবধানতার কারনে ছোটখাটো দুর্ঘটনা ঘটে যায়।

what should you do if you burn your skin in the kitchen?

কিংবা বাড়িতে মায়ের বা নিজের স্ত্রীর বা কারুর রান্না করতে গিয়ে যদি কোথাও পুড়ে যায়, তবে তাৎক্ষনিক আরামের জন্যে এবং চিকিৎসার জন্যে কি করবেন? হাতের কাছে থাকা জিনিস দিয়েই প্রাথমিক চিকিৎসা শুরু করতে পারেন। কারন ঘরোয়া টোটকাই সবথেকে প্রথমে হাতের কাছে পাওয়া যায়। চিকিৎসকের মতে, প্রাথমিক সাবধানতায় যদি কিছু ভুল হয় তা পোড়া অংশকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। আজকের প্রতিবেদনে জেনে নিন সেরকমই কিছু ঘরোয়া টোটকার সুলুক সন্ধান যা কাজে লাগতে পারে আপনারও।

১ জায়গাটা প্রথমে ঠাণ্ডা করুন এবং পর্যবেক্ষণ করুন

১ জায়গাটা প্রথমে ঠাণ্ডা করুন এবং পর্যবেক্ষণ করুন

পোড়া অংশের পাশে বা উপরে কোন জামাকাপড় থাকলে তা সাবধানতার সাথে সরিয়ে ফেলুন। অহেতুক ঘষা যেন পোড়া অংশে না লাগে। এবার ঠাণ্ডা জলে ১৫-২০ মিনিট অব্দি পোড়া জায়গায় লাগান বা অই পোড়া অংশ ঠাণ্ডা জলে ডুবিয়ে রাখুন। ঠাণ্ডা জল ব্যাবহার করা ভাল কিন্তু কোনভাবেই বরফ পোড়া জায়গায় লাগাবেন না। ঠাণ্ডা জল লাগানোর ফলে আপনার পোড়া জায়গার ব্যথা কিছুটা হলেও কমবে।

২ নতুন করে যেন আঘাত না লাগে

২ নতুন করে যেন আঘাত না লাগে

আঘাতপ্রাপ্ত জায়গায় যাতে নোংরা না লাগে সেদিকে সতর্ক থাকুন। চেষ্টা করুন পোড়া জায়গা পরিস্কার করতে। ঢেকে রাখার জন্যে গজ কাপড়ের ব্যান্ডেজ ব্যাবহার করতে পারেন। চাইলে অতিরিক্ত সাবধানতার জন্যে কোন সুতির কাপড় ব্যান্ডেজের নিচে রাখতে পারেন। তুলো ব্যাবহার না করাই ভাল কারন তুলোর আঁশ ক্ষতস্থানে লেগে জটিলতার সৃষ্টি হতে পারে। ঢেকে রাখার আর একটা কারন হল ক্ষতস্থান উন্মুক্ত রাখলে সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়।

৩ ওষুধ হিসাবে কি কি ব্যাবহার করতে পারেন(

৩ ওষুধ হিসাবে কি কি ব্যাবহার করতে পারেন(

Aloevera বা ঘৃতকুমারী গাছের সাথে আমরা সবাই পরিচিত। অল্প পরিমানে এই গাছের জেল হাতে নিয়ে ক্ষতস্থানে লাগালে অনেকটাই আরাম পাওয়া যায়।

মধু আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে। পোড়া জায়গার প্রাথমিক চিকিৎসার জন্যে এর থেকে ভাল ওষুধ হয় না বলে অনেকেই মনে করেন। মধু ক্ষতস্থানকে ইনফেকশনের হাত থেকেও বাঁচায়।

আদার রসও পোড়া জায়গার আরাম পেতে অনেকটাই সাহায্য করে। অল্প ছেঁকা খেলে পুদিনা পাতার রস বা বাড়ির দাঁত মাজার পেস্ট অল্প লাগিয়ে দেখুন, আরাম পাবেন। তবে ভিনিগার কখনই ব্যাবহার করবেন না। অ্যান্টিবায়োটিক ক্রিম বাড়িতে থাকলে ক্ষতস্থানে ব্যাবহার করতে পারেন।

৪ ফোসকা পড়লে সাবধান

৪ ফোসকা পড়লে সাবধান

পুড়ে গেলে ফোসকা পড়বে না এটা সাধারনত হয়না। কিন্তু একে সতর্ক হয়ে এর খেয়াল রাখা উচিত। অনেকেই মনে করেন ফোসকা ফাটিয়ে দিলে হয়তো ক্ষত তাড়াতাড়ি সারবে। কিন্তু বাস্তবে মোটেই তা হয়না। এতে আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।

৫ চিকিৎসকের শরণাপন্ন হন

৫ চিকিৎসকের শরণাপন্ন হন

পোড়া জায়গা যত কম বা বেশিই হোক না কেন, প্রাথমিক সাবধানতা বা চিকিৎসার পরে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন। সেটা ব্যান্ডেজ বাঁধাই হোক বা পরিস্কার করা, চেষ্টা করুন কাছাকাছি হসপিটাল বা ডাক্তারের কাছে যাওয়ার, কারন প্রাথমিক চিকিৎসার পর বাকি কি করা উচিত বা উচিত নয়, তা জানতে অভিজ্ঞ ব্যাক্তির কাছে যাওয়াই ভাল।

English summary

what should you do if you burn your skin in the kitchen?

First thing to do if you get a burn: always rinse the area with cold water until the heat is out.
X
Desktop Bottom Promotion