For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সোয়েটারে রোঁয়া? জেনে নিন শীতের পোশাকের যত্ন নেওয়ার উপায়

|

শীতের সময় গরম পোশাকের প্রতি বিশেষ যত্ন নিতে হয়। অযত্ন করলে উলের কাপড়ে রোঁয়া উঠতে শুরু এবং কাপড়ের উজ্জ্বলতা হারিয়ে যায়। প্রায়ই দেখা যায় যে উলের কাপড় দুই-তিন বার পরার পরে বা পরিষ্কার করার পরে কাপড় থেকে রোঁয়া ওঠে এবং অনুজ্জ্বল হয়ে যায়। আপনিও যদি এই সমস্যায় পড়ে থাকেন তবে এই পদ্ধতি প্রয়োগ করে সহজেই এই ঝামেলা দূর করতে পারেন।

How To Remove Lint From Woolen Clothes

পরিষ্কার করার পদ্ধতি বদলান

পরিষ্কার করার পদ্ধতি বদলান

উলের পোশাক যদি সঠিকভাবে পরিষ্কার করা হয়, তবে রোঁয়া ওঠার সমস্যা এড়ানো যায়। এজন্য কাপড়ে থাকা ট্যাগটি মনোযোগ সহকারে পড়ুন। অনেক সময় ওই ট্যাগেই লেখা থাকে যে, উলের কাপড় পরিষ্কার করার জন্য কোন ডিটারজেন্ট ব্যবহার করা উচিত এবং কোন ডিটারজেন্ট নয়। অনেক সময় ভুল ডিটারজেন্ট ব্যবহারের ফলে উলের কাপড় থেকে রোঁয়া বেরোতে শুরু করে। শীতবস্ত্র কাচার জন্য নানা বিশেষ ডিটারজেন্ট বাজারে পাওয়া যায়। সে সব ব্যবহার করুন। ওয়াশিং মেশিনে কত তাপমাত্রায় পরিষ্কার করতে হবে সেটাও খেয়াল রাখুন।

কাচার পর খুব বেশি কড়া রোদে দেবেন না উলের জামাকাপড়।

সোয়েটার পরে কখনই ঘুমোবেন না

সোয়েটার পরে কখনই ঘুমোবেন না

আমাদের মধ্যে অনেকেই উলের পোশাক পরে ঘুমোতে যান এবং পরে খেয়াল করেন যে কাপড়ে রোঁয়া উঠেছে। উলের পোশাক পরে ঘুমোলে তা থেকে রোঁয়া বেরিয়ে আসতে শুরু করে। অনেক সময় কাপড়ের উজ্জ্বলতাও নষ্ট হয়ে যায়। তাই আপনি যখনই উলের পোশাক পরে ঘুমোতে যাবেন, এটি মনে করবেন।

জামাকাপড় ছাড়া এই জিনিসগুলিও ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে পারেনজামাকাপড় ছাড়া এই জিনিসগুলিও ওয়াশিং মেশিনে পরিষ্কার করতে পারেন

চিরুনি ব্যবহার করুন

চিরুনি ব্যবহার করুন

চিরুনির সাহায্যে, আপনি যেকোনও উলের কাপড় থেকে রোঁয়া সহজেই সরাতে পারেন। চিরুনি দিয়ে সহজেই রোঁয়া দূর করা যায়।

লিন্ট রিমুভার ব্যবহার করুন

লিন্ট রিমুভার ব্যবহার করুন

উলের কাপড় থেকে রোঁয়া দূর করার সবচেয়ে সহজ উপায় হল লিন্ট রিমুভারের ব্যবহার। এর জন্য, আপনি লিন্ট রিমুভার কিনে ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন : ফ্রিজ পরিষ্কার করতে নাজেহাল? রইল কিছু সহজ টিপস

English summary

How To Remove Lint From Woolen Clothes in Bengali

We rounded up a bunch of tips, tricks, and hacks for removing lint from woolen clothes, and keeping it away.
Story first published: Wednesday, February 10, 2021, 10:20 [IST]
X
Desktop Bottom Promotion