For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাসন মাজার সাবান শেষ হয়ে গেছে? বানিয়ে নিন বাড়িতেই, রইল পদ্ধতি

|

দোকান থেকে কেনা বাসন মাজার সাবানে থালা-বাসন পরিষ্কার হলেও, তা যে আপনার হাতের জন্য একেবারেই উপকারী নয়, সে কথা নিশ্চয়ই জানেন। কেনা সাবানে যে ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, তা ত্বকের পাশাপাশি পরিবেশেরও ক্ষতি করে। কিন্তু তাই বলে তো আর সাবান ছাড়া বাসন মাজা যায় না! তাহলে কী করবেন?

যদি বাড়িতেই বাসন ধোওয়ার সাবান বানিয়ে নেওয়া যায়, তবে কেমন হয়? প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে এবার বাড়িতেই তৈরি করে ফেলুন বাসন মাজার সাবান। এতে হাতও ভাল থাকবে, আর পরিবেশেরও ক্ষতি হবে না! তাহলে জেনে নিন, কী ভাবে তৈরি করবেন বাসন মাজার সাবান -

How to make dishwashing liquid at home

উপকরণ

১ কাপ রিঠা ফল

২ কাপ জল

আধা কাপ রক সল্ট বা সি সল্ট

৬-৭টি পাতিলেবু

৪ টেবিল চামচ সাদা ভিনেগার

আরও পড়ুন : সাধের রুপোর গয়না কালো হয়ে যাচ্ছে? দেখে নিন পরিষ্কার করার সহজ ৬ টিপস

তৈরির পদ্ধতি

১) রিঠা ফলগুলি ৮-৯ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন বা সারারাতও ভিজিয়ে রাখতে পারেন।

২) পরে দিন ওই রিঠা ভেজানো জলের মধ্যে ৬-৭টি লেবু কেটে দিয়ে দিন। প্রেশার কুকারের মুখ বন্ধ করে দু'টি সিটি দিয়ে নিন।

৩) এই মিশ্রণটি ঠান্ডা হলে রিঠা থেকে দানা বার করে নিয়ে মিক্সিতে মিহি পেস্ট তৈরি করুন। খুব ঘন হয়ে গেলে এতে আরও এক কাপ জল দিয়ে ব্লেন্ড করে নিন।

৪) সবশেষে, মিশ্রণটি ছেঁকে নিয়ে তাতে সাদা ভিনেগার ও সি সল্ট দিয়ে ৫-৬ মিনিট ফুটিয়ে নিন।

৫) তারপর আঁচ বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে, বোতলে ভরে রাখুন।

English summary

How to make dishwashing liquid at home in bengali

This natural dishwashing liquid is the best way to save some money and ensure a chemical-free cleaning product in your home that uses simple ingredients to make.
X
Desktop Bottom Promotion