For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দোকান থেকে কেনা কাপড় কাচার সাবান ব্যবহারে ত্বকের ক্ষতি হচ্ছে? এবার তৈরি করে ফেলুন বাড়িতেই

|

জামাকাপড় কাচার জন্য প্রায় সব দিনই ডিটারজেন্টের প্রয়োজন পড়ে। অনেক ব্র্যান্ডের ডিটারজেন্ট ভালো, কিন্তু অনেক সাবানে অত্যধিক নিম্নমানের রাসায়নিক থাকে, যা কাপড় এবং ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু তাই বলে তো আর সাবান ছাড়া কাপড় মাজা যায় না!

আপনি যদি আপনার জামাকাপড়ের আয়ু বাড়াতে চান, তবে বাড়িতেই ডিটারজেন্ট তৈরি করতে পারেন। কেমন করে তৈরি করবেন? দেখে নিন আজকের আর্টিকেল থেকে!

DIY Laundry Detergent Recipes

১) গরম জল লন্ড্রি ডিটারজেন্ট

৮ কাপ গরম জল

হাফ কাপ বেকিং সোডা

৩ টেবিল চামচ লবণ

১ কাপ গন্ধহীন তরল সাবান

এসেনশিয়াল অয়েল

এয়ার টাইট কৌটো

তৈরির পদ্ধতি

একটি বড় বাটিতে গরম জল, বেকিং সোডা এবং লবণ দিয়ে নাড়তে থাকুন। যতক্ষণ না পর্যন্ত জলের সঙ্গে অন্য দু'টি উপকরণ ভালভাবে দ্রবীভূত হচ্ছে, ততক্ষণ নাড়তে থাকুন। তারপর এই মিশ্রণটি একটি এয়ার টাইট কৌটো ঢেলে দিন। এতে তরল সাবান এবং এসেনশিয়াল অয়েল দিয়ে নাড়ুন। তারপর কৌটো বন্ধ করে দিন।

আরও পড়ুন : বাসন মাজার সাবান শেষ হয়ে গেছে? বানিয়ে নিন বাড়িতেই, রইল পদ্ধতি

২) বেকিং সোডা এবং বোরাক্স

বেকিং সোডা ২-৩ কাপ

১ কাপ বোরাক্স

১ কাপ ওয়াশিং সোডা

বার সাবান

এসেনশিয়াল অয়েল

লেমন জেস্ট

তৈরির পদ্ধতি

প্রথমে বার সাবান গ্রেট করে নিন। তারপর ফুড প্রসেসরে গ্রেট করা সাবান একেবারে মিহি করে গুঁড়ো করে নিন। একটি বড় বালতিতে বেকিং সোডা, বোরাক্স এবং ওয়াশিং সোডা মেশান ভাল করে। এতে গুঁড়ো বার সাবান মিশিয়ে বালতিটা ঢাকা দিয়ে দিন। ১০ ​​মিনিট পর ঢাকা খুলে আবার নাড়ুন এবং কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশান। সবশেষে এতে লেবুর জেস্ট যোগ করুন।

এবার একটি এয়ার টাইট পাত্রে সমস্ত মিশ্রণ ঢেলে ঢাকনাটি শক্তভাবে বন্ধ করুন। এটি ব্যবহার করার আগে একটু গরম জলে মেশান। এই সাবানটি তৈরির আগে গ্লাভস এবং মাস্ক পরে নেবেন।

English summary

DIY Laundry Detergent Recipes You Can Prepare At Home

All you need to do is prepare something for your clothes that are natural and chemical-free. Try these two easy detergent recipes.
X
Desktop Bottom Promotion