For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

টাইপ-২ ডায়াবেটিস সম্পর্কে সব কিছু জানা আছে তো? না হলে কিন্তু...!

এখন তো ঘরে ঘরে একজন করে ডায়াবেটিস রোগী। পরিসংখ্যান বলছে বর্তমানে প্রায় ৫০ মিলিয়ান ভারতীয় এই মারণ রোগের শিকার। তাই তো সারা বিশ্বের মধ্যে আমাদের দেশ ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হয়েছে। শুধু তাই নয়, পর

|

টাইপ-২ ডায়াবেটিস সম্পর্কে সব কিছু জানা আছে তো? না হলে কিন্তু...!

এখন তো ঘরে ঘরে একজন করে ডায়াবেটিস রোগী। পরিসংখ্যান বলছে বর্তমানে প্রায় ৫০ মিলিয়ান ভারতীয় এই মারণ রোগের শিকার। তাই তো সারা বিশ্বের মধ্যে আমাদের দেশ ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হয়েছে। শুধু তাই নয়, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে আগামী দিনে ডায়াবেটিসের প্রকোপ যে আরও ভয়ানক ভাবে বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। তাই তো প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা উচিত। না হলে কিন্তু...!

একাধিক গবেষণার পর চিকিৎসকেরা জানতে পরেছেন ভারতীয়দের শরীরের অন্দরের গঠন এমনই যে ডায়াবেটিসের মতো নন-কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা জন্ম থেকেই বেশি থাকে। তাই তো সবাইকেই একটু সাবধানে চলার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। কারণ একটু বেচাল হলেই সব শেষ। কারণ একবার ডায়াবেটিস ঘারে চেপে বসলে পিছনে পিছনেও আরও সব মারণ রোগও আক্রমণ শানাবে। ফলে জীবন যে দুর্বিসহ হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।

মনুষ্য় জনম পেয়েছি যখন কিছু না কিছু রোগ আমাদের হবেই। তাই বলে কি হাল ছেড়ে দেবেন নাকি? একেবারেই না! বরং চেষ্টা চালিয়ে যেতেই হবে। সেই সঙ্গে জীবনযাত্রা যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবেই বেশি দিন পর্যন্ত সুস্থ হয়ে থাকা যাবে। নচেৎ কিন্তু ঘেচাং ফু!

ডায়াবেটিস রোগকে চিকিৎসা পরিভাষায় ডায়াবেটিস মেলিটাস নামেও ডেকে থাকেন। এটি একটি মেটাবলিক ডিজঅর্ডার। এই রোগ হলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায়। প্রসঙ্গত, ডায়াবেটিস মূলত দু ধরনের হয়, টাইপ-১ ডায়াবেটিস এবং টাইপ-২ ডায়াবেটিস।

টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হলে রোগীর শরীরে পর্যপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি হতে পারে না। ফলে রক্তে ব্লাড সুগারের মাত্রা বেড়ে যেতে শুরু করে। আর এমনটা হলে বারংবার প্রস্রাব চাপা, ক্ষিদে বেড়ে যাওয়া, ক্লান্তি, ওজন হ্রাস অথবা বৃদ্ধি, ক্ষত শুকতে দেরি হওয়া এবং মাথা যন্ত্রণা হওয়ার মতো লক্ষণগুলি দেখা যায়।

এই প্রবন্ধে টাইপ-২ ডায়াবেটিসের প্রসঙ্গে কিছু জরুরি তথ্য় পরিবেশন করা হল যা সবার জেনে নেওয়া আবশ্য়িক।

ফ্যাক্ট ১:

ফ্যাক্ট ১:

এই ধরনের ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা অল্পবিস্তর মিষ্টি খেতেই পারেন। তাতে শরীরের কোনও ক্ষতি হয় না। তবে এই বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া মিষ্টির দিকে ফিরেও তাকাবেন না।

ফ্যাক্ট ২:

ফ্যাক্ট ২:

অনেকে মনে করেন জিনগত কারণে টাইপ-২ ডায়াবেটিস হয়। এই কথা সম্পূর্ণ সত্য়ি নয়। কারণ একাধিক কেস স্টাডি করে দেখা গেছে বেশিরভাগ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত রোগী তাদের জীবনযাত্রার কারণে এই রোগে আক্রান্ত হন। প্রসঙ্গত, খুব কম ক্ষেত্রেই জিনগত কারণে এই রোগ হয়ে থাকে।

ফ্যাক্ট ৩:

ফ্যাক্ট ৩:

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যেসব মহিলার পলিসিসটিক ওভারিয়ান সিনড্রম আছে তাদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। এমনটা হয় মূলত কিছু হরমোনের পরিবর্তনের কারণে।

ফ্যাক্ট ৪:

ফ্যাক্ট ৪:

মা যদি স্বাভাবিকের থেকে বেশি ওজনের বাচ্চা প্রসব করেন তাহলে আগামী সময়ে গিয়ে তার টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এমনটা হয় মূলত হরমোনের পরিবর্তন এবং ওজন বৃদ্ধির কারণে।

ফ্যাক্ট ৫:

ফ্যাক্ট ৫:

ঠিক সময়ে যদি টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসা শুরু করা না হয় তাহলে শরীরে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ওজন বৃদ্ধি এবং কার্ডিওভাসকুলার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই যথা সময়ে এই রোগের ট্রিটমেন্ট শুরু করাটা মাস্ট!

ফ্যাক্ট ৬:

ফ্যাক্ট ৬:

ঠিক সময়ে চিকিৎসা শুরু করার পাশাপাশি রোগী যদি নিয়মিত শরীরচর্চা করেন এবং ডায়েটের দিকে খেয়াল রাখেন তাহলে অনেকাংশেই টাইপ-২ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

Read more about: রোগ শরীর
English summary

Diabetes is the name used to describe a condition of having higher than normal blood sugar levels. There are different reasons why people get high blood glucose levels and so a number of different types of diabetes exist.পরিসংখ্যান বলছে বর্তমানে প্রায় ৫০ মিলিয়ান ভারতীয় এই মারণ রোগের শিকার। তাই তো সারা বিশ্বের মধ্যে আমাদের দেশ ডায়াবেটিস ক্যাপিটালে পরিণত হয়েছে।

Diabetes might be one of the most talked about diseases across the world and especially in India, but awareness about the same can well be estimated by the fact that India today has more people with type-2 diabetes.The WHO also estimates that 80 per cent of diabetes deaths occur in low and middle-income countries and projects that such deaths will double between 2016
Story first published: Friday, February 2, 2018, 13:03 [IST]
X
Desktop Bottom Promotion