For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

করোনা ভাইরাস : গ্লাভস ব্যবহার করছেন? জানুন কোভিড-১৯ সংক্রমণ এড়াতে গ্লাভস ব্যবহারের সঠিক পদ্ধতি

|

দিন কাটছে আতঙ্কের মধ্য দিয়ে। দু'মুঠো খাবারের জন্য হাহাকার তৈরি হচ্ছে প্রান্তিক মানুষদের মধ্যে। কাজ হারিয়েছেন বহু মানুষ। বাঁচার তাগিদে করোনা ভাইরাসকে জয় করার জন্য দেশের সমস্ত মানুষ একত্রিত হয়ে লড়ছেন। কিন্তু কবে থামবে এই দুঃসময়? কবে স্বাভাবিক হয়ে উঠবে জনজীবন? এই সমস্ত প্রশ্নের উত্তর আজও অজানা। তবুও আমাদের সকলকে লড়ে যেতে হবে চিকিৎসক, বিশেষজ্ঞ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ) এর গাইডলাইন মেনে। তবেই হয়তো একদিন সাফল্য লাভ করব আমরা, করোনা থেকে মুক্ত হবে ভারতবর্ষ সহ গোটা বিশ্ব।

Tips to wear gloves properly to avoid COVID-19 infection

WHO এবং ICMR এর দেওয়া নির্দেশিকা মেনে করোনা সংক্রমণ থেকে বাঁচতে সোশ্যাল ডিসটেন্স বা সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা এবং অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার মত নিয়ম সকলেই মেনে চলছেন। কেউ কেউ গ্লাভস ব্যবহার করছেন। বাড়ির ভেতরের কাজ গ্লাভস পরে না করলেও, ওষুধের দোকান, বাজার ইত্যাদি ক্ষেত্রে গ্লাভস ব্যবহার করছে অনেকেই। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে, হাত ধোয়া, মাস্ক ব্যবহারের সঠিক নিয়মের মতোই গ্লাভসের ব্যবহারও সঠিক পদ্ধতি মেনে করতে হবে অন্যথায়, ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে যায়।

আরও পড়ুন : করোনা ভাইরাস : মাস্ক ব্যবহার করবেন কীভাবে? দেখে নিন মাস্ক ব্যবহার ও নিষ্পত্তি করার সঠিক পদ্ধতি

চিকিৎসকদের মতে, গ্লাভস পরলে হাতে জীবাণু লাগার সম্ভাবনা থাকেনা ঠিকই, তবে জীবাণুগুলো গ্লাভসের ওপরের অংশে দীর্ঘ সময় ধরে বেঁচে থাকে। ফলে, গ্লাভস পরে থাকাকালীন আপনি যে সমস্ত পদার্থ বা সামগ্রীতে হাত দিচ্ছেন তাতেও ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। তাই গ্লাভস ব্যবহার করার সময় তা কীভাবে ব্যবহার করবেন এবং কীভাবে খুলে পরিষ্কার করবেন সেই বিষয়গুলি মাথায় রাখা খুবই জরুরি। আসুন জেনে নেওয়া যাক গ্লাভস ব্যবহার ও পরিষ্কার করার নিয়মগুলি।

গ্লাভস পরার নিয়ম

১) গ্লাভস পরার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন অথবা অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার হাতে মেখে নেবেন।

২) এরপর কব্জির দিকে যে অংশটি থাকে, সেই অংশটি ধরে হাতের মধ্যে গ্লাভসটি ঢোকানো।

৩) গ্লাভস পরার পর মুখে, চোখে বা শরীরের অন্যান্য অংশে আর হাত দেবেন না।

গ্লাভস খোলা এবং পরিষ্কার করার নিয়ম

গ্লাভস খোলার ক্ষেত্রেও একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে চলা দরকার। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী -

১) দুটো হাতে গ্লাভস পরা থাকলে, যেকোনও একটি হাত থেকে খোলার সময় সামনে আঙ্গুলের দিক থেকে টেনে খুলতে হবে।

২) যে হাত থেকে গ্লাভসটি খুলে নিয়েছেন এবার সেই হাতের দুটি আঙুল এর সাহায্যে অপর হাতে থাকা গ্লাভসটি কব্জির দিক থেকে টেনে খুলে নিন।

৩) দুই হাতে গ্লাভস পরে থাকাকালীন কখনোই কব্জির দিকের অংশ থেকে গ্লাভস টেনে খুলবেন না। এতে ভাইরাস গোটা শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়।

৪) খুলে নেওয়ার পর আপনি তা সঠিক জায়গায় ফেলে দিন।

৫) পুনরায় ধুয়ে পরতে চাইলে সাবান জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন এবং পরে তা ভাল করে ধুয়ে শুকিয়ে নিন।

৬) গ্লাভস খুলে নেওয়ার পর এবং পরিষ্কার করার পর অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন।

আরও পড়ুন : করোনা ভাইরাস : বাড়িতে বসেই বানিয়ে ফেলুন মাস্ক, দেখে নিন পদ্ধতি

জীবাণুমুক্ত থাকতে শুধুমাত্র গ্লাভস পড়লেই চলবে না। গ্লাভস খোলার পর অবশ্যই আপনাকে হাত ধুতে হবে বা স্যানিটাইজার হাতে লাগাতে হবে, তবেই আপনি জীবাণু মুক্ত থাকতে পারবেন।

English summary

Coronavirus : Tips to wear gloves properly to avoid COVID-19 infection

Here are the tips to wear gloves properly to avoid covid 19 infection.
X
Desktop Bottom Promotion