For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) নিজের মনের জোর ও মস্তিষ্কের ক্ষমতা বাড়ান এই উপায়ে

|

যদি আমরা নতুনভাবে চিন্তাভাবনা করতে পারি তাহলে মানসিক শক্তি বাড়ানোর দিগন্ত খুলে যায়। নতুন গবেষণায় দেখা গিয়েছে, মানসিক শক্তি আমাদের বুদ্ধিমত্তা দিয়ে মাপা যায় না। কারণ মানসিক শক্তির কোনও সীমা হয় না। [জেনে নিন কেন ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন আপনি?]

অনেক মানুষ রয়েছেন যাদের নানা ধরনের ক্ষমতা রয়েছে। তাদের ক্ষেত্র যে মনের জোরও একইরকম বেশি থাকবে তেমন নয়। তবে তারা চেষ্টা করলে মানসিক শক্তি বা মনের জোর বাড়াতে পারেন।

তাহলে কীভাবে বাড়াতে পারবেন মনের জোর? নিচের স্লাইডে সেসমস্ত বিষয়েই আলোচনা করা হয়েছে। প্রতিনিয়ত এগুলি অভ্যাস করলে সহজেই বাড়বে মনের জোর ও মস্তিষ্কের ক্ষমতা।

নতুন কিছু করা

নতুন কিছু করা

নিত্যনতুন কিছু করলে মস্তিষ্ক সঠিকভাবে উদ্দীপিত হয়। প্রতিদিনের অভ্যাসকে মাঝে মাঝে বদলানো প্রয়োজন। তাহলেই মস্তিষ্কের ক্ষমতা বেড়ে যায়। এছাড়া এটি আপনার বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে।

নিয়মিত শরীরচর্চা

নিয়মিত শরীরচর্চা

একথা বৈজ্ঞানিকভাবে সত্য যে শরীরচর্চা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রতিবার শরীরচর্চায় মস্তিষ্কে নতুন কোশ তৈরি হয় যা মনের জোর বাড়াতে মুখ্য ভূমিকা নেয়।

মস্তিষ্কের প্রশিক্ষণ

মস্তিষ্কের প্রশিক্ষণ

অনেকেই বলেন তাদের মনে রাখার ক্ষমতা অনেক কম। তা নিয়ে অনুতাপও করেন। তবে ঘটনা হল, মনের রাখা অভ্যাস করলে মস্তিষ্কের ক্ষমতা অনেকখানি বেড়ে যায়।

ইতিবাচক ভাবনা

ইতিবাচক ভাবনা

আপনি জানেন কি ক্লান্তি ও উদ্বেগ আপনার মস্তিষ্কের কোশকে ধ্বংস করতে পারে। এছাড়া মস্তিষ্কের মধ্যে থাকা নিউরোনের বৃদ্ধিতেও বাধা দিতে পারে। তাই সবসময় ইতিবাচক ভাবনা ভাবুন ও অযথা টেনশন করবেন না।

নেভিগেশন

নেভিগেশন

স্মার্টফোন আসার পরে স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ বেড়েছে অনেকখানি। এর ফলে আমাদের মস্তিষ্ক কুঁড়ে হয়ে গিয়েছে ও কর্মক্ষমতা কমে গিয়েছে। এর থেকে যতটা পারবেন বেরিয়ে আসুন।

ক্যালকুলেটরের অভ্যাস

ক্যালকুলেটরের অভ্যাস

ক্যালকুলেটরের মতো যন্ত্র মুখ মুখে নামতা পড়ার অভ্যাসটাই নষ্ট করে দিয়েছে। আগে ছোটখাটো হিসাব মানুষ মুখে মুখেই করত। তাতে মস্তিষ্ক সচল থাকত। এখন সবকিছুই কম্পিউটার বা ক্য়ালকুলেটরে করে। ফলে এসব ছেড়ে বেরিয়ে এসে কিছু হিসাব মনে মনে করলে মস্তিষ্কের ক্ষমতা বাড়তে পারে।

বই পড়া

বই পড়া

আগে বাঙালিরা বইয়ে মুখ গুঁজে বসে সারাদিন কাটিয়ে দিত। তবে যুগের অগ্রগতির সঙ্গে সঙ্গে তাতে ছেদ পড়েছে। নতুন প্রজন্ম বই নয় ট্যাবলেট, আইফোনে আচ্ছন্ন। তবে জানেন কি বই পড়লে টেনশন ও ক্লান্তি দুটোই কমে যায়। বইয়ে লেখা অক্ষর আমাদের মনে ভাবনা তৈরি করে। তা আমাদের কল্পনাশক্তিকে বাড়ায় যা আদতে মনের জোর বাড়িয়ে দেয়।

এমন আরও খবর পড়ুন এখানে :

'শর্ট টাইম মেমোরি লস' এর মুখ্য কারণ'শর্ট টাইম মেমোরি লস' এর মুখ্য কারণ

মস্তিষ্ক ক্ষুরধার করতে কোন খাবারে মন দেবেনমস্তিষ্ক ক্ষুরধার করতে কোন খাবারে মন দেবেন

জেনে নিন নিজের মস্তিষ্কের গোপনে লুকিয়ে থাকা কথাজেনে নিন নিজের মস্তিষ্কের গোপনে লুকিয়ে থাকা কথা

মানুষের শরীরের নানা চাঞ্চল্যকর অজানা তথ্যমানুষের শরীরের নানা চাঞ্চল্যকর অজানা তথ্য

English summary

Techniques To Increase Mind Power

Techniques To Increase Mind Power
Story first published: Tuesday, December 15, 2015, 12:09 [IST]
X
Desktop Bottom Promotion