For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) আবেগপ্রবণ হলে এই গুণগুলি আপনার মধ্যে থাকবে

|

আবেগপ্রবণ, অনুভূতিপ্রবণ মানুষ হলে খুব সহজেই তারা অন্যের কথায় বা ব্যবহারে আঘাত পেয়ে থাকেন। এমন মানুষেরা মনের দিক থেকে খুব বড় হন, তবে অন্যদের কাছে মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে ওঠেন। [খারাপ দিনকে ভালো দিনে বদলে দিন এইভাবে]

সবার কাছ থেকে এরা সমান গুরুত্ব ও ভালোবাসা পান না। ফলে কষ্ট পেয়ে নিজেকে গুটিয়ে নেন। তবে এরা দয়ালু ও সাহসী হন। খুব সহজেই অন্যের মন জয় করতে পারেন তারা।

আবেগপ্রবণ মানুষদের কিছু গুণ থাকে যা অন্যদের থাকে না। নিচের স্লাইডে দেখে নিন, আবেগপ্রবণ মানুষ হলে কোন কোন গুণ অবশ্যই থাকবে আপনার মধ্যে।

 কিছুটা সময় একা থাকতে চান

কিছুটা সময় একা থাকতে চান

আবেগপ্রবণ মানুষেরা নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। নানা জিনিস চিন্তা করেন, বিচার-বিশ্লেষণ করে দোষ-ত্রুটি খুঁজে বের করার চেষ্টা লেগে থাকেন। তাতে মানুষ হিসাবে আরও উন্নতির অবকাশ থাকে।

অন্যেরা আপনাকে দুর্বল ভাবে

অন্যেরা আপনাকে দুর্বল ভাবে

যখন মানুষ খুব সহজেই আপনার মন ভাঙে, তাতেই বোঝা যায়, কতোটা আবেগপ্রবণ মানুষ আপনি। তবে তাতে এটা প্রমাণ হয় না যে আপনি দুর্বল। নিজের আবেগকে কোনওভাবে প্রকাশ না করতে পারার জন্যই এমন হয়।

সবাই নিজের অসুবিধার কথা বলে

সবাই নিজের অসুবিধার কথা বলে

অনুভূতিপ্রবণ মানুষদের সবাই এসে নিজের মনের কথা বলে হালকা হয়। সকলের মনে হয়, এমন মানুষকে মনের কথা বললে তিনি বুঝবেন। আপনিও সেই দলে পড়েন কিনা সেটা যাচাই করুন।

অন্যের দুঃখে কষ্ট হওয়া

অন্যের দুঃখে কষ্ট হওয়া

অন্যকে কষ্ট পেতে দেখলে মন কেমন করে ওঠে? অন্যের দুঃখে সমব্যথী হতে ইচ্ছে করে? এসব গুণ কিন্তু আবেগপ্রবণ মানুষেরই থাকে।

কাউকে না বলতে না পারা

কাউকে না বলতে না পারা

অনুভূতিপ্রবণ মানুষেরা কখনও কাউকে না বলতে পারেন না। কাউকে চট করে দুঃখ দিতে এমন মানুষেরা অপারগ। অন্যের অনুভূতিকে সম্মান জানানো অনুভূতিপ্রবণ মানুষদের এক অনন্য গুণ।

আবেগের বহিঃপ্রকাশ করা

আবেগের বহিঃপ্রকাশ করা

অনুভূতিপ্রবণ মানুষেরা খুব তাড়াতাড়ি খুশি বা দুঃখী হয়ে যান। ফলে তাড়া নিজেদের আবেগের বহিঃপ্রকাশ করতে ভোলেন না।

তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া

তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া

আবেগের বশে অনেকে অনেক চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যা নিয়ে পরে আফসোস হয়। এটা ভালো গুণ না হলেও আবেগপ্রবণ মানুষদের এই গুণটি থাকে।

এমন আরও খবর পড়ুন এখানে :

এই কারণে খুব সহজেই দুঃখ পান আপনিএই কারণে খুব সহজেই দুঃখ পান আপনি

ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলে এই বিষয়গুলিব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলে এই বিষয়গুলি

কীভাবে বুঝবেন আপনার চারপাশে নেতিবাচক মানুষে ভরা!কীভাবে বুঝবেন আপনার চারপাশে নেতিবাচক মানুষে ভরা!

শীতকালে অ্যালার্জির হাত থেকে বাঁচার উপায়শীতকালে অ্যালার্জির হাত থেকে বাঁচার উপায়

ভাঙা মন জোড়া দিতে পারে এমন খাবারভাঙা মন জোড়া দিতে পারে এমন খাবার

English summary

Signs That Show You Are Sensitive

Signs That Show You Are Sensitive
Story first published: Wednesday, December 30, 2015, 11:25 [IST]
X
Desktop Bottom Promotion