For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জরায়ুর ক্যানসার সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য

|

ক্যানসার শব্দটি শুনলেই মনে একরাশ আতঙ্ক ভিড় করে আসে। আর হবে নাই বা কেন, এই কর্কট রোগের প্রকোপে পড়ে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ প্রতিবছর মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এক্ষেত্রে স্ত্রী-পুরুষের কোনও বাছ-বিচার থাকছে না। [স্তন ক্যানসার সম্পর্কে অজানা কিছু তথ্য]

তবে কয়েক ধরনের ক্যানসার রয়েছে যা একমাত্র মহিলাদেরই হয়। আর তার মধ্যে অন্যতম হল জরায়ুর ক্যানসার। আজকের প্রযুক্তি উন্নতির যুগে ক্যানসার আগে ধরা পড়লে নির্মূল করা সম্ভব। ফলে জরায়ুর ক্যানসারকেও সমূলে বিনাশ করা সম্ভব। তাই আগে থেকে জেনে নিন এই ক্যানসারের নানা পূর্ব লক্ষণগুলি সম্পর্কে।

রিস্ক ফ্যাক্টর

রিস্ক ফ্যাক্টর

মেনোপজের পরের অবস্থা, বন্ধ্যাত্ব, রক্তচাপ বৃদ্ধি, স্থূলত্ব, বংশ পরম্পরা, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ইত্যাদির মধ্য দিয়ে যাওয়া মহিলারা জরায়ুর ক্য়ানসারে আক্রান্ত হতে পারেন।

লক্ষণ

লক্ষণ

মহিলাদের গোপনাঙ্গ থেকে অসময়ে রক্তপাত, যোনি দেশে ব্যথা, যৌন সঙ্গমের সময়ে তীব্র ব্যথার অনুভূতি ইত্য়াদি জরায়ুর ক্য়ানসারের খুব পরিচিত লক্ষণ।

ডায়গনসিস

ডায়গনসিস

ডায়গনসিস করলে জরায়ুর ক্যানসারকে চিহ্নিত করা সম্ভব। আল্ট্রাসাউন্ড ও বায়োপসি রিপোর্টে এটি উঠে আসে।

চিকিৎসা

চিকিৎসা

এই ধরনের ক্যানসারের ক্ষেত্রে শল্য চিকিৎসার মাধ্যমে জরায়ু কেটে বাদ দিয়ে দেওয়া হতে পারে। তার আগে অবশ্য কেমোথেরাপি, রেডিয়েশন, হরমোন থেরাপি ইত্যাদি চালানো হয়।

আরোগ্য

আরোগ্য

আগে ধরা পড়লে এর হাত থেকে বাঁচা সম্ভব। তবে তা নির্ভর করে, রোগী এই চিকিৎসায় কতোটা সাড়া দিচ্ছে তার উপরে। জরায়ু থেকে অন্য অঙ্গে ছড়িয়ে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

আরও খবর পড়ুন এখানে :

১০ টি খাবার যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে১০ টি খাবার যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে

ক্যানসার থেকে বাঁচতে চাইলে কেন অবশ্যই খাবেন 'গ্রিন টি'ক্যানসার থেকে বাঁচতে চাইলে কেন অবশ্যই খাবেন 'গ্রিন টি'

ব্রেন ক্যানসার সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্যব্রেন ক্যানসার সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য

জেনে নিন ওভারির ক্যানসারের প্রধান লক্ষণগুলি সম্পর্কেজেনে নিন ওভারির ক্যানসারের প্রধান লক্ষণগুলি সম্পর্কে

ফুসফুসের ক্যানসারের পিছনের প্রধান অনুঘটকগুলি কি কিফুসফুসের ক্যানসারের পিছনের প্রধান অনুঘটকগুলি কি কি

English summary

Signs And Symptoms Of Uterine Cancer

Signs And Symptoms Of Uterine Cancer
Story first published: Saturday, January 16, 2016, 15:54 [IST]
X
Desktop Bottom Promotion