For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) স্তন ক্যানসার সম্পর্কে অজানা কিছু তথ্য

|

আধুনিক চিকিৎসা, উচ্চমানের গবেষণা, এবং পুরান ঔষুধি একসঙ্গে হাতে হাত মিলিয়ে স্তন ক্যানসার নিরাময়ের সেরা সমাধান খোঁজার চেষ্টা চালাচ্ছে।

স্তনে কোনও ডেলা অনুভব করা মানেই যে স্তন ক্য়ানসার হয়েছে তা নয়। স্তন ক্যানসারের ক্ষেত্রে এমন অনেক প্রবণতা লক্ষ্য করা যায় যা আমরা তোয়াক্কাই করি না। সামান্য, অতিক্ষুদ্র বিষয় বলে এড়িয়ে যাই। আর সমস্যাটা সেখানেই।

স্তন ক্যানসার সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা আমরা অনেকেই জানিনা। তাহলে আুন দেখে নেওয়া যাক কী কী সেই তথ্য।

বয়সের সঙ্গে

বয়সের সঙ্গে

পঞ্চাশ ও তাঁর বেশী বয়সের মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যানসাররে প্রবণতা বেশি দেখা যায়।

ওজনে খেয়াল রাখুন

ওজনে খেয়াল রাখুন

যে মহিলাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

বন্ধ্যাত্ব

বন্ধ্যাত্ব

বন্ধ্যা মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যানসারের প্রবণতা থাকে।

ব্যাথা ছাড়া ফোলা

ব্যাথা ছাড়া ফোলা

স্তনের কোনও অংশ যদি ফুলে যায় এবং তাতে কোনও ব্যথা অনুভূত না হয় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। অবহেলা করবেন না।

অন্যন্য সঙ্কেত

অন্যন্য সঙ্কেত

স্তনে কোনও ডেলা পাকা ছাড়াও, যদি স্তন থেকে ক্রমাগত তরল নিষ্কষণ হতে থাকে, বা স্তনের পাশের চামড়াতে কোনও রকমের পরিবর্তন লক্ষ্য করেন, স্তনের আকারের আচমকা বৃদ্ধি, স্তনের আশপাশে ও স্তনবৃন্তে চুলকুনি এগুলি হল স্তন ক্যানসারের অন্যান্য লক্ষ্ণ।

পুরষ

পুরষ

শুধু মহিলা না পুরুষদের ক্ষেত্রেও স্তন ক্যানসার হতে পারে।

ঐতিহ্যবাহী চিনা ঔষুধি

ঐতিহ্যবাহী চিনা ঔষুধি

গবেষণায় দেখা গিয়েছে, ঐতিহ্যবাহী চিনা ঔষুধি বা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন যাকে টিসিএম বলা হয়ে থাকে অনেক বেশি কার্যকরী স্তন ক্যানসার নিরাময়ের ক্ষেত্রে।

গোমূত্র

গোমূত্র

ক্যানসার সারানোর আয়ুর্বেদিক চিকিৎসায় গো মূত্র ব্যবহার করা হয়। ক্যানসার নির্মূল করার উপকরণ গোমূত্রে রয়েছে বলেই গবেষণায় উঠে এসেছে।

মত্যুর হার কমেছে

মত্যুর হার কমেছে

অতিরিক্ত সচেতনাতা, স্ক্রিনিংয়ের জেরে গোটা বিশ্বে স্তন ক্যানসারে মৃত্যুর হার কমেছে।

English summary

Unknown Facts About Breast Cancer

Unknown Facts About Breast Cancer
Story first published: Friday, June 26, 2015, 16:24 [IST]
X
Desktop Bottom Promotion