For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

New Coronavirus Strain : ব্রিটেন ফেরতদের জন্য নির্দেশিকা জারি কেন্দ্রের, দেখুন নতুন নিয়মাবলী

|

ব্রিটেনে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ধরা পড়ার পর বিশ্বজুড়ে সতর্কতা জারি হয়েছে। জানা গিয়েছে এই করোনা ভাইরাস স্ট্রেনের সংক্রমণ প্রায় ৭০ শতাংশ দ্রুত। এর জেরে ব্রিটেনে আরও ভয়ঙ্কর চেহারা নিয়েছে করোনা। ভারতসহ বিশ্বের অনেক দেশই ইতিমধ্যে ব্রিটেন থেকে উড়ান বন্ধের ঘোষণা করেছে। এবার পরিস্থিতি মোকাবিলায় নতুন নির্দেশিকা জারি করল ভারত সরকার। যেসব যাত্রীরা সম্প্রতি ব্রিটেন থেকে ভারতে আসছেন তাদের জন্য কেন্দ্রীয় সরকার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর জারি করেছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-এর মতে, নতুন SARS-CoV-2 স্ট্রেন আরও বেশি সংক্রামক এবং এটি তরুণ প্রজন্মের ওপরও প্রভাব ফেলতে সক্ষম।

New Covid-19 Strain : Government Issues SOPs For UK Travelers

দেখে নিন কেন্দ্রের নির্দেশিকা

১) আন্তর্জাতিক বিমানযাত্রীদের প্রত্যেককে গত ১৪ দিনের ট্রাভেল হিস্ট্রির বিস্তারিত বিবরণ পেশ করতে হবে।

২) কোভিড-১৯ RT-PCR টেস্টের জন্য "সেল্ফ ডিক্লারেশন" ফর্ম ফিল আপ করতে হবে।

৩) যেসমস্ত আন্তর্জাতিক যাত্রী ২৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে ব্রিটেন থেকে ভারতে এসেছেন, তাদের RT-PCR টেস্ট করাতে হবে।

৪) টেস্ট যদি পজিটিভ আসে, তখন স্পাইক-জিন নির্ভর RT-PCR টেস্ট করাতে হবে। যেসব যাত্রীদের পজিটিভ আসবে তাদের হাসপাতালের আইসোলেশনে যেতে হবে।

আরও পড়ুন : ৭০ শতাংশ বেশি সংক্রামক করোনা ভাইরাসের নয়া স্ট্রেন, জানুন এর লক্ষণ সম্পর্কে

৫) যদি কোনও যাত্রীর মধ্যে নতুন কোভিড-১৯ স্ট্রেন ধরা পড়ে তবে তাকে বর্তমান চিকিৎসা প্রটোকল অনুযায়ী চলতে হবে। সংক্রমণের তীব্রতা অনুযায়ী হোম আইসোলেশন বা হাসপাতালে ভর্তি হতে হবে।

৬) নতুন কোভিড-১৯ ভাইরাসের স্ট্রেন কারুর মধ্যে পাওয়া গেলে, তাকে বিশেষ আইসোলেশনে থাকতে হবে।

৭) বিমানবন্দরে নেওয়া RT-PCR টেস্ট যদি নেগেটিভ হয় তাহলে হোম কোয়ারেন্টিনের পরামর্শ মেনে চলতে হবে।

৮) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী, দেশের প্রত্যেকটি রাজ্যকে এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর মেনে চলতে হবে।

English summary

New Covid-19 Strain : Government Issues SOPs For UK Travelers

The government on Tuesday issued Standard Operating Procedure (SOPs) for people who have recently traveled to the United Kingdom. Read on.
X
Desktop Bottom Promotion