For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) দাঁতের ও মাড়ির সমস্যা মেটাবে এই ঘরোয়া টোটকাগুলি!

|

দাঁত ও মাড়ির ব্যখা খুব আম সমস্যা। প্রায় প্রত্যেক ঘরে ঘরে এধরণের সমস্যা দেখা যায়। কিন্তু অনেক সময় বাড়াবাড়ি হয়ে দাঁতের মাড়ি অস্বাভাবিক ফুলে যায়, রক্ত পর্যন্ত বেরতে থাকে। [(ছবি) এই ৬ উপায়ে পেতে পারেন চকচকে দাঁত!]

মাড়ির এধরণের সমস্যায় যন্ত্রণাও অসহ্যকর হয়ে ওঠে। এই ধরণের মাড়ির সমস্যা না এড়িয়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এভাবে থাকতে থাকতে দাঁতে সংক্রমণ হতে পারে, ঘা হতে পারে এমনকী দাঁত পড়েও যেতে পারে। [(ছবি) দাঁত ভালো রাখতে গেলে এই ভুলগুলি করা চলবে না]

কিন্তু ঘরোয়া উপায়েই এই ধরণের সমস্যা থেকে সপ্তাহখানেকের মধ্যে মুক্তি পাওয়া যেতে পারে। কী সেই টোটকাগুলি জানতে ক্লিক করুন নিচের স্লাইডে।

জোয়ান

জোয়ান

এক কাপ জলে ২ টেবিল চামচ জোয়ান দিয়ে ভাল করে ফোটান যতক্ষণ না জলের পরিমান কমে যাচ্ছে। এই জল দিয়ে দিনে ৩-৪ বার মুখ ধোবেন। দাঁতের ব্যাথার দূর করার পাশাপাশি দাতের দাগছোপও দুর হবে।

অ্যালোভেরা

অ্যালোভেরা

যে দাঁতের পাশের মাড়ি ফুলে থাকবে তাতে অ্যালোভেরা জেল লাগান, কিছুক্ষণ মালিশ করে ধুয়ে ফেলুন । এই টোটকাটি খুবই উপকারি।

বেকিং সোডা

বেকিং সোডা

২ টেবিল চামচ জলের সঙ্গে ১ টেবিল চামচ খাবার সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ক্ষতিগ্রস্ত মাড়ির উপর লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দিনে একবার করলেই যথেষ্ট।

ক্যাস্টর তেল

ক্যাস্টর তেল

ক্যাস্টার তেল গরম করে মাড়িতে মালিশ করলে উপকার পাওয়া যায়। দিনে দুবার করে করতে হবে এই মালিশ।

লবঙ্গ তেল

লবঙ্গ তেল

দাতের সমস্যায় সবচেয়ে কাজ দেয় লবঙ্গ। লবঙ্গ তেল দিয়ে মাড়ি মালিশ করুন। ১৫ মিনিট বাদে ধুয়ে ফেলুন। মাড়ির ফোলা ভাব কমে যাবে। যন্ত্রণার থেকেও মুক্তি পাবেন।

আদার রস

আদার রস

আদার রস দাঁতের পক্ষে খুবই উপকারি। আদার রসে তুলো ভিজিয়ে তা ক্ষতিগ্রস্ত দাঁত বা মাড়িতে লাগিয়ে রেখে দিন। থুতু গিলবেন না। কিছুক্ষণ পরে তুলোটা ফেলে দিন।

লেবু জল

লেবু জল

লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। সকাল ও রাতে দাঁত মাজার আগে জল ও লেবুর রস মিশিয়ে তা দিয়ে মুখ কুলি করুন। খুব তাড়াতাড়ি ফল পাবেন।

সরষের তেল

সরষের তেল

সরষের তেল দাঁতের জন্য খুব ভাল। এক টেবিল চামচ সরষের তেলে এক টেবিল চামত নুন মেশান। এবার এই মিশ্রণ দিয়ে মাড়ি ও দাঁতে মালিশ করুন। সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে ফেলুন। দিনে দুবার করে করুন।

নুন জল

নুন জল

এক গ্লাস গরম জলে ২ টেবিল চামচ সন্দক নুন ভাল করে মেশান। দিনে দুবার এই জল দিয়ে কুলি করুন। খুব ব্যথা লাগলে মুখে জলটা নিয়ে কয়েক সেকেন্ডে রেখে ফেলে দিন। ৪-৫ বার এভাবে করতে থাকুন।

English summary

Indian Home Remedies For Swollen Gums

Indian Home Remedies For Swollen Gums
X
Desktop Bottom Promotion