For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) আপনি কি জানেন রেফ্রিজারেটর ছাড়া কীভাবে রাখলে নষ্ট হবে না খাবার?

|
(ছবি) আপনি কি জানেন রেফ্রিজারেটর ছাড়া কীভাবে রাখলে নষ্ট হবে না খাবার?

রেফ্রিজারেটর এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। কোনও কারণ রেফ্রিজারেটর কাজ করা বন্ধ করে দিলে আমাদের প্রচুর সমস্যার মুখে পড়তে হয়। ফ্রিজে রাখা খাবারদাবার নষ্ট হতে শুরু করে, খাবার দাবার থেকে গন্ধ বেরতে শুরু করে।

আসলে রেফ্রিজারেটর খাবারে ব্যাকটেরিয়া জন্মানোর ক্ষেত্রে বাধা দেয় বা সেই পদ্ধতি মন্থর করে। ফলে খাবার জিনিস বেশি সময় পর্যন্ত তাজা থাকে। কিন্তু আপনি কি কখনও ভেবেছেন ফ্রিজ না থাকলে কী করে খাবার দীর্ঘ সময় পর্যন্ত তাজা রাখা সম্ভব?

আসলে সবকিছু না হলেও কিছু কিছু খাদ্যদ্রব্য আছে যা আপনি রেফ্রিজারেটর ছাড়াও সতেজ রাখতে পারবেন তাও আবার একেবারে প্রাকৃতিক উপায়ে।

কীভাবে রেফ্রিজারেটর ছাড়াও সতেজ রাখতে পারবেন খাদ্যদ্রব্য দেখুন এখানে

দই

দই

দইকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বাঁচাতে ২-৩ চামচ মধু মিশিয়ে রেখে দিন। মধু মেশালে চট করে নষ্ট হবে না দই।

ড্রাই ফ্রুটস

ড্রাই ফ্রুটস

কাজু, পেস্তা, আমন্ড, আখরোটে তাড়াতাড়ি আর্দ্রতা ধরে যায়। ফলে তাড়াতাড়ি স্যাঁতস্যাতে হয়ে যায় ড্রাই ফ্রুটস। এই স্যাঁতস্যাতেভাব কাটাতে সূর্যের তাপে শুকতে দিন এই বাদামগুলি। কিছুক্ষণ রাখার পর এয়ার টাইট পাত্রে রেখে দিন। অনেকদিন পর্যন্ত সতেজ থাকবে ড্রাই ফ্রুটস।

ডিম

ডিম

কলের ঠাণ্ডা জলে ধরে রাখুন ডিম। কিছুক্ষণ ঠাণ্ডা জলে ধরে রাখার পর ভেজা মসলিন কাপড় দিয়ে ঢেকে রেখে দিন। কাপড় রোজ একবার করে ভিজিয়ে দেবেন। আর নয়তো ডিম সিদ্ধ করে ভেজে তারপর একটি এয়ার টাইট পাত্রে করে রেখে দিতে পারেন।

বিস্কুট এবং কুকি

বিস্কুট এবং কুকি

বিস্কুট তাড়াতাড়ি খারাপ হয় না তবে হাওয়া লেগে লেগে কুড়কুড়ে ব্যাপারটা চলে গিয়ে নরম, চামড়া মতো হয়ে যায়। এটা এড়াতে এয়ার টাইট পাত্রে রেখে দিন বিস্কুট। খেয়াল রাখবেন যেন কিছুতেই পাত্রের ভিতরে হাওয়া না ঢোকে।

মাখন

মাখন

একটা বাটিতে এক চতুর্থাংশ জল দিয়ে তার উপরে মাখনের প্যাকেট রেখে দিন। মাখন ভাল থাকবে।

দুধ

দুধ

একমাত্র দুধ ফুটিয়েই তাজা রাখা সম্ভব। দুধ ভাল করে ফুটিয়ে ঠান্ডা করে এতে ১ চামচ মধু মিশিয়ে দিন। ২-৩ দিন দুধ ঠিক রাখার জন্য সকালে ও সন্ধ্যেবেলায় অর্থাৎ দিনে অন্তত ২ বার ফুটিয়ে নিতে হবে।

সবজি

সবজি

ভাল করে ঠাণ্ডা জলে ধুয়ে রোদে শুকিয়ে প্লাস্টিকে মুড়ে রেখে দিন। ২-৩ দিন এভাবে সবজি ভাল থাকবে।

মুরগীর মাংস

মুরগীর মাংস

মুরগীর মাংসকে ব্যাকটেরিয়া বা জীবাণুর আক্রমণ থেকে বাঁচাতে হলে প্রথমে মাংসের জয় বের করে দিন। মাইক্রোওয়েভে কিছুটা সিদ্ধ করে বা ভেজে ফয়েল পেপারে জড়িয়ে রেখে দিন।

English summary

How To Store Your edibles Without Fridge

How To Store Your edibles Without Fridge
Story first published: Wednesday, May 20, 2015, 15:17 [IST]
X
Desktop Bottom Promotion