For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

যেকোনও রোগ সারাবে পেঁয়াজের চা! দেখুন তৈরির পদ্ধতি ও স্বাস্থ্য উপকারিতা

|

সুস্থ থাকার জন্য আমরা প্রতিনিয়ত হাজারো কসরত করে যাই। জিম থেকে যোগা, মেডিটেশন ও বিভিন্ন ঔষধের সহায়তায় আমরা চেষ্টা করি নিজেদের ফিট রাখতে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সুস্থ থাকার ক্ষেত্রে শুধুমাত্র শারীরিক কসরত বা ওষুধের উপরে নির্ভরশীল নন অনেকেই, এসবের মাঝেও নিজেদের অনাক্রম্যতা বাড়াতে সর্বদাই সন্ধান করছেন প্রাকৃতিক উপায়েরও।

আমাদের আশেপাশে এমন কিছু গাছপালা রয়েছে এবং হেঁসেলে এমন কিছু রান্নার উপাদান রয়েছে যা আমাদের শরীরকে সুস্থ রাখতে ও রোগের বিরুদ্ধে লড়াই করতে ঔষধি হিসেবে ব্যবহার করা যেতে পারে। তেমনই একটি উপাদান হল পেঁয়াজ। এতে প্রয়োজনীয় পুষ্টিগুণের সঙ্গে রয়েছে ফাইটোকেমিক্যাল। এছাড়া এর মধ্যে মজুত রয়েছে কার্মিনেটিভ, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিবায়োটিক জাতীয় পদার্থ, যা আমাদের শরীরে নানান উপকারে আসে। ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত গবেষণা অনুযায়ী, পেঁয়াজে Quercetin নামক ফ্ল্যাভোনয়েড থাকে, যা রক্তে অ্যান্টিঅক্সিডেন্টকে বাড়াতে সাহায্য করে।

Health Benefits Of Onion Tea

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে শরীরের অন্যান্য রোগকে সারিয়ে তুলতে আমরা সাধারণত হলুদ, তুলসী, আদা ইত্যাদি কিছু সাধারণ উপাদান সম্পর্কে সবাইকে বলে থাকি। কিন্তু পেঁয়াজের চা যে কতটা উপকারি তা আমাদের অনেকেরই অজানা। তাই নিজেকে সুস্থ রাখতে এবং রোগের বিরুদ্ধে লড়াই করার প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে আজ আমরা পেঁয়াজের চায়ের কথা উল্লেখ করব। এটি আপনাকে সর্দি, কাশি, উচ্চ রক্তচাপ ইত্যাদি থেকে রক্ষা করতে সাহায্য করবে। গবেষণা থেকে জানা গেছে যে, এই চা হাইপারটেনশন নিয়ন্ত্রণে রাখতে খুবই সহায়ক।

পেঁয়াজের চা বা অনিয়ন টি বানানোর পদ্ধতি

পেঁয়াজের চা বা অনিয়ন টি বানানোর পদ্ধতি

১) উপকরণ

একটি কাটা পেঁয়াজ, তিন টুকরো রসুন, ১-২ টেবিল চামচ মধু, দুইকাপ জল, একটা তেজপাতা এবং লবঙ্গ।

তৈরির পদ্ধতি

সসপ্যানে দু'কাপ জল ঢেলে হালকা তাপে ফুটতে দিন। এরপর এতে কাটা পেঁয়াজ, অল্প থেতো করা রসুন, তেজপাতা ও লবঙ্গ দিয়ে ৭-১০ মিনিট ফুটিয়ে নিন। যখনই দেখবেন জলের রং পরিবর্তন হয় গাঢ় বাদামী রঙের হয়ে গেছে তখন নামিয়ে নিন। এবার কাপে ঢেলে মধু মিশিয়ে নিন। তৈরি আপনার অনিয়ন টি।

২) উপকরণ

একটি কাটা পেঁয়াজ, ১-২ টেবিল চামচ মধু, দুইকাপ জল, লেবুর রস এবং গ্রিন টি ব্যাগ।

তৈরির পদ্ধতি

সসপ্যানের ফুটন্ত জলে কাটা পেঁয়াজ ফেলে দিন। এবার যখন জলের রং পরিবর্তন হয়ে যাবে তখন নামিয়ে এনে কাপে ঢেলে দিন। এবার মধু, লেবুর রস এবং গ্রিন টি ব্যাগ দিয়ে মিশিয়ে নিন। তৈরি আপনার অনিয়ন টি।

জেনে নিন নানা গুণে সমৃদ্ধ রসগোল্লার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কেজেনে নিন নানা গুণে সমৃদ্ধ রসগোল্লার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে

স্বাস্থ্য উপকারিতা

স্বাস্থ্য উপকারিতা

১) ঠান্ডা লাগা দূর করতে

আবহাওয়া পরিবর্তনের ফলে হওয়া ফ্লু বা ঠান্ডা লাগা থেকে রক্ষা করে পেঁয়াজের চা। গলা ব্যথা, সর্দি, কাশি, জ্বর ইত্যাদি থেকে নিমেষের মধ্যে মুক্তি দিতে সাহায্য করে।

২) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

২) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে প্রয়োজন হয় ভিটামিন-সি এর। ঘটনাচক্রে পেঁয়াজে থাকা ভিটামিন-সি এবং ফাইটোকেমিক্যাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। করোনার সময় ইমিউনিটি স্ট্রং করতে এই চা বেছে নিতে পারেন।

৩) হজম ক্ষমতা বৃদ্ধি করে

৩) হজম ক্ষমতা বৃদ্ধি করে

এই চা আমাদের হজমশক্তিকে বাড়িয়ে তোলে। পাশাপাশি কোষ্ঠকাঠিন্য ও নানাবিধ পেটের সমস্যা দূর করতে সাহায্য করে।

৪) ডায়াবেটিস নিয়ন্ত্রণে

৪) ডায়াবেটিস নিয়ন্ত্রণে

এই চা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। রোজ সকালে এককাপ করে এই চা পান করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং শরীর সুস্থ থাকে।

৫) ফ্যাট নিয়ন্ত্রণে

৫) ফ্যাট নিয়ন্ত্রণে

পেঁয়াজে Quercetin নামক ফ্ল্যাভোনয়েড থাকে, যা ফ্যাট নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ওজন কমায়। মাত্র দুই সপ্তাহের মধ্যেই এই চা পানের উপকারিতা লক্ষ্য করা যায়।

৬) ক্যান্সার প্রতিরোধ করতে

৬) ক্যান্সার প্রতিরোধ করতে

পেঁয়াজে Quercetin নামক একটি যৌগ থাকে। এটি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটি রক্তে শ্বেত রক্ত কণিকার সংখ্যা বৃদ্ধি করে।

৭) প্রদাহ জনিত সমস্যা দূর করতে

৭) প্রদাহ জনিত সমস্যা দূর করতে

এই চা বিভিন্ন প্রদাহ জনিত সমস্যা এবং ব্যথা দূর করতে সহায়তা করে। এই কারণে প্রাচীনকালে আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় ফোলা স্থানে কাঁচা পেঁয়াজ ঘষে দেওয়ার রীতি ছিল।

৮) অনিদ্রার সমস্যা দূর করতে

৮) অনিদ্রার সমস্যা দূর করতে

যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে পেঁয়াজের চা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ। শুতে যাওয়ার আগে এক কাপ পেঁয়াজের চা পান করুন। অনিদ্রার সমস্যা অনায়াসেই দূর হয়ে যাবে। এছাড়াও এটি হাইপারটেনশন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

করোনা কালে ফুসফুসের যত্ন নিতে রইল পাঁচ মোক্ষম দাওয়াই, দেখুন সেগুলিকরোনা কালে ফুসফুসের যত্ন নিতে রইল পাঁচ মোক্ষম দাওয়াই, দেখুন সেগুলি

কতবার খাবেন?

কতবার খাবেন?

পেঁয়াজের চা প্রতিদিন সকালে একবার করে খেতে পারেন। প্রয়োজন হলে সকাল এবং সন্ধ্যায় খেতে পারেন। এর বেশি খাবেন না।

English summary

Health Benefits Of Onion Tea

Have you tried onion tea? Does onion tea reduce blood pressure? Read on to know more.
X
Desktop Bottom Promotion