For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Bay Leaf Tea : এক কাপ তেজাপাতার চায়েই সারবে নানা রোগ! বানাবেন কী ভাবে? জেনে নিন

|

রান্নায় স্বাদ বাড়াতে তেজপাতার জুড়ি মেলা ভার। বিরিয়ানি, পোলাও, পায়েস, ডাল, মাছ, মাংস, হালুয়া, যে কোনও রান্নায় তেজপাতার ব্যবহার অনন্য স্বাদ এনে দেয়। তবে স্রেফ রান্নায় স্বাদ বাড়ানোই নয়, তেজপাতার কিন্তু আরও গুণাগুণ আছে।

এই জাদুকরী পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যে কারণে আমাদের স্বাস্থ্যের নানা উপকার করে। তেজপাতার ঔষধি গুণের জন্য বিশেষজ্ঞরা রান্নায় ব্যবহারের পাশাপাশি এর চা খাওয়ারও পরামর্শ দেন। জেনে নিন, তেজপাতার চা তৈরির পদ্ধতি এবং এর উপকারিতা -

Health Benefits of Drinking Bay Leaf Tea

তেজপাতার চা পানের উপকারিতা

-গবেষণায় দেখা গেছে, তেজপাতার চা টাইপ ২ ডায়াবেটিসের চিকিৎসায় অত্যন্ত কার্যকর এবং ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করে।

-তেজপাতার চা হজম ক্ষমতা বৃদ্ধি করে। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও এটি খুব কার্যকরী।

-তেজপাতার চা হার্টের জন্য খুব ভাল, কারণ এতে পটাসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন আছে। এছাড়াও, এই পুষ্টিগুলি রক্তচাপ কমাতে সাহায্য করে।

-এই চায়ে ভিটামিন সি আছে, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে, যে কারণে সংক্রমণ থেকে দূরে রাখে।

-তেজপাতা স্ট্রেস কমাতে সাহায্য করে।

-তেজপাতার চা ক্যান্সারের চিকিৎসায়ও ব্যবহৃত হয়।

-এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য শরীরকে প্রদাহ থেকে রক্ষা করে।

তেজপাতার চা তৈরির উপকরণ

৩-৪টি তেজপাতা

এক চিমটি দারুচিনি পাউডার

দুই কাপ জল

লেবু এবং মধু (অপশনাল)

পদ্ধতি

১) পাতাগুলো ভাল করে ধুয়ে নিন। সসপ্যানে পরিমাণমতো জল দিয়ে ফোটান।

২) জল ফুটতে শুরু করলে তেজপাতা এবং দারুচিনি গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিন।

৩) এবার গ্যাস বন্ধ করে চা ছেঁকে নিন। আপনি চাইলে এতে মধু অথবা লেবুর রস মেশাতে পারেন।

Disclaimer : এই আর্টিকেলে দেওয়া সমস্ত তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা। কোনও কিছু করার আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেবেন।

English summary

Health Benefits of Drinking Bay Leaf Tea In Bengali

Bay leaf tea is preferred by many people for its health benefits. Here’s why you should start drinking bay leaf tea.
Story first published: Wednesday, June 8, 2022, 20:38 [IST]
X
Desktop Bottom Promotion