For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জেনে নিন ব্রেন ক্যানসার সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য

|

মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মস্তিষ্ক। মস্তিষ্কই গোটা শরীরকে চালনা করে। তাই এটিকে সুস্থ রাখা সবচেয়ে আগে প্রয়োজনীয়। [বাস্তব জীবনে ক্যানসারে আক্রান্ত ৬ তারকা]

বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে মস্তিষ্ক নিয়ে নানা গবেষণা হয়েছে। এটি শক্তি, ক্ষমতা ইত্যাদির চুলচেরা বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। এবং বুঝেছেন, এটিকে সুস্থ রাখা মানেই শরীর সুস্থ থাকার অর্ধেক কাজ সম্পূর্ণ। [নিত্যদিনের যে যে খাবারে আপনার ক্যানসার হতে পারে!]

অন্যদিকে জীবন যত জটিল হয়েছে ততই ক্যানসারের মতো রোগ শরীরের নানা অঙ্গে আক্রমণ করেছে। আজ সারা বিশ্বে সবধরনের ক্যানসার মিলিয়ে বিচার করতে গেলে তা মহামারীর আকার নিয়েছে। [স্তন ক্যানসার সম্পর্কে অজানা কিছু তথ্য]

মস্তিষ্কও ক্যানসারের করাল গ্রাস থেকে নিজেকে সরাতে পারেনি। ব্রেন ক্যানসার নামক মৃত্যুর বাহক এখানেও থাবা বসিয়েছে। নিচের স্লাইডে তাই দেখে নিন ব্রেন ক্যানসার নিয়ে কয়েকটি তথ্য। [১০ টি খাবার যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে]

ব্রেন ক্যানসারের লক্ষণ

ব্রেন ক্যানসারের লক্ষণ

ব্রেন ক্যনসারে তীব্র মাথা ব্যথা হয়। এছাড়া কিছু কিছু জায়গা যেমন হাত বা পায়ে জোর না পাওয়া, কথা বলার সময়ে অসুবিধা, হাঁটার সমস্যা, চোখে দেখার সমস্যা ইত্যাদি হতে পারে।

সেকেন্ডারি ব্রেন ক্যানসার

সেকেন্ডারি ব্রেন ক্যানসার

এই ধরনের ক্যানসার সবচেয়ে কমন। শরীরের যেকোনও জায়গা থেকে মস্তিষ্কে তা ছড়িয়ে পড়তে পারে।

প্রাইমারি ব্রেন ক্যানসার

প্রাইমারি ব্রেন ক্যানসার

ক্যানসারের বিষ একেবারে সরাসরি এখানেই বাসা বাঁধে। একে চিকিৎসা পরিভাষায় বলে 'গ্লিওবালাস্টোমা'। ধরা পড়লে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে রাখা প্রয়োজন রোগীকে।

অঙ্গ দান

অঙ্গ দান

কোনও ব্যক্তি যিনি প্রাইমারি ব্রেন ক্যানসারে ভুগছেন, তিনি অঙ্গ দানে বেশি সমর্থ হবেন, তুলনায় সেই ব্যক্তির চেয়ে যিনি সেকেন্ডারি ব্রেন ক্যানসারে ভুগছেন।

সবসময় মাথা ব্যথা

সবসময় মাথা ব্যথা

ব্রেন টিউমারের সবচেয়ে কমন লক্ষণ হল সবসময়ের মাথা ব্যথা। ভোরবেলা মাথা ব্যথা এর অন্যতম লক্ষণ। নিশ্চিত হতে কত নিয়মিত তা হচ্ছে এবং কত বেশি ব্যথা করছে তা নির্ণয় করা প্রয়োজন।

বিকিরণের প্রভাব

বিকিরণের প্রভাব

মোবাইল সহ নানা ধরনের পর্দার্থ থেকে বিকিরণের প্রভাবেই ব্রেন ক্যানসারের প্রভাব বেড়েছে হুহু করে।

পারিবারিক ইতিহাস

পারিবারিক ইতিহাস

ব্রেন ক্যানসারের ক্ষেত্রে পারিবারিক ইতিহাস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি পরিবারের কারও ব্রেন টিউমার বা ক্যানসার থাকে তাহলে বাকি সদস্যদের নিয়মিত চেক আপে থাকা প্রয়োজন।

English summary

Facts About Brain Cancer

Facts About Brain Cancer
Story first published: Tuesday, August 25, 2015, 13:28 [IST]
X
Desktop Bottom Promotion