For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নখ খাওয়ার অভ্যাস থাকলে এখনই ছাড়ুন, না হলে কিন্তু...

যে মুহূর্তে আপনি নখ খাওয়া শুরু করেন, একাধিক জীবাণুগুলি মুখ দিয়ে শরীরে অন্দর মহলে চলে যায়। ফলে ব্যাকটেরিয়াল ইনফেকশন সহ একাধিক রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা বেড়ে যায়।

|

কোন এক অজানা কারণে বহু মানুষ হাতের নখ খেয়ে থাকেন। কেউ বলেন এমনটা করলে নাকি বুদ্ধির জোর বাড়ে, আবার কারও অভিমত হল নিছক অভ্যাসের বসেই আঙুলগুলি মুখের কাছে চলে আসে। এক্ষেত্রে স্ট্রেসকেও অনেকে দায়ি করে থাকেন। তবে এই সব শুনে ভাববেন না যে এই কু-অভ্যাসের জন্ম আধুনিক যাগে হয়েছে। ইতিহাস পাতা ওল্টালেই দেখতে পাবেন, আজ থেকে প্রায় হাজার বছর আগে গ্রিসের এক দার্শনিক সিডোনিয়াস একজন মানুষের কথা বলেছিলেন তার একাধিক লেখায়। সিডোসিযান তার লেখায় উল্লেথ করেছেন, যখন সেই বিশেষ মানুষটি কিছু ভাবতে বসতেন, তখনই হাতের নখ খেতেন। তাহলে ভাবুন সেই কোন যুগ থেকে মানুষ এই কু-অভ্যাসের শিকার হয়ে আসছে। তবে নখ খাওয়ার কারণ যাই হোক না কেন, এমনটা করা কিন্তু একেবারেই ভাল নয়। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে নখ খেলে একাধিক রোগের প্রকোপ বৃদ্ধি পায়। সেই সঙ্গে শরীরের অন্দরে জটিল সংক্রমণ হওয়ার আশঙ্কাও থাকে।

আপনিও এমনটা করে থাকেন নাকি? তাহলে আর অপেক্ষা না করে জেনে নিন নখ আপনার শরীরে প্রবেশ করা মাত্র কী কী ঘটনা ঘটে থাকে।

১. ব্যাকটেরিয়াল সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়:

১. ব্যাকটেরিয়াল সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়:

আমাদের নখের মধ্যে প্রতিদিনই হাজারো ব্যাকটেরিয়া নিজেদের ঘর বানিয়ে চলেছে। আর এইসব ব্যাকটেরিয়াদের নখ থেকে বার করা মোটও সহজ কাজ নয়। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে সাবান দিয়ে ভাল করে হাত এবং নখ ধোয়ার পরেও এরা নখের ভিতরে থেকে যায়। ফলে যে মুহূর্তে আপনি নখ খাওয়া শুরু করেন, এই জীবাণুগুলি মুখ দিয়ে শরীরে অন্দর মহলে চলে যায়। ফলে ব্যাকটেরিয়াল ইনফেকশন সহ একাধিক রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা বেড়ে যায়।

২. নখের সংক্রমণ:

২. নখের সংক্রমণ:

নখ খাওয়ার সময় আঙুলের এই অংশে ছোট ছোট আঘাত লাগতে থাকে। ফলে নখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া এইসব ক্ষতস্থানের মধ্যে দিয়ে রক্তে মিশে যাওয়ার সুযোগ পায়। আর একবার যদি এমনটা হয়ে যায়, তাহলে নখের সংক্রমণ, এমনকী রক্তের সংক্রমণ হওয়ার অশঙ্কাও বৃদ্ধি পায়। প্রসঙ্গত, রক্ত আমাদের শরীরের প্রতিটি কোনায়, প্রতিটি অঙ্গে পৌঁছে যায়। তাই ব্লাড ইনফেরশন শরীরের জন্য একেবারেই ভাল নয়। ঠিক সময়ে যদি রক্তকে পুনরায় জীবাণুমুক্ত করা না যায়, তাহলে রোগীর মৃত্যু পর্যন্তও ঘটতে পারে। তাই এবার থেকে নখ খাওয়ার আগে এই বিষয়ে একবার ভেবে নেবেন কিন্তু!

৩. নখের সৌন্দর্য কমে যায়:

৩. নখের সৌন্দর্য কমে যায়:

যারা হাতের নখ খায়, দেখবেন তাদের নখগুলি এতটাই ছোট হয়ে যায় যে কেমন বাজে দেখতে লাগে। এতে যে শুধু নখের সৌন্দর্য হ্রাস পায়, তা নয়। সেই সঙ্গে সার্বিক হাতের সৌন্দর্যতাও কমে যেতে শুরু করে।

৪. ভাইরাল ইনফেকশন:

৪. ভাইরাল ইনফেকশন:

বারে বারে নখ খেলে "হিউম্যান প্যাপিলোমা ভাইরাস" এর প্রকোপ খুব বৃদ্ধি পায়। এই ভাইরাস একবার যদি শরীরে প্রবেশ করে যায় তাহলে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। শুধু তাই নয়, ঠিক সময়ে এই সংক্রমণকে আটকাতে না পারলে সার্ভিকাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়।

৫. দাঁতের ক্ষতি হয়:

৫. দাঁতের ক্ষতি হয়:

আপনাদের কি জানা আছে দীর্ঘদিন ধরে নখ খেলে দাঁতের ক্ষয় হতে শুরু করে। সেই সঙ্গে দাঁতের অবস্থানেও পরিবর্তন হয়। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে এমন অভ্যাসের কারণে দাঁত বেঁকে যায়। ফলে খাবার খাওয়ার সময় সমস্যা হতে শুরু করে। অনেক ক্ষেত্রে মাড়িতে সংক্রমণের আশঙ্কাও বৃদ্ধি পায়।

৬. কাজের ক্ষতি হয়:

৬. কাজের ক্ষতি হয়:

এই সমস্যাটা যদিও অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে অগ্রাহ্য করাও যায় না। একাধিক সমীক্ষায় দেখা গেছে যারা নখ খান, তারা কাজ করার সময়ও এমনটা করে থাকেন। ফলে কাজের স্পিড কমে যায়। সেই সঙ্গে কাজের কোওয়ালিটিও খারাপ হতে শুরু করে। তাই নিজেকে এমন বাজে কাজে ব্যস্ত না রেখে ভাল কিছু করুন। তাতে শারীরিক এবং সামাজিক উন্নতি ঘটবে দেখবেন।

৭. এক সময়ে গিয়ে জীবন দুর্বিসহ হয়ে ওঠে:

৭. এক সময়ে গিয়ে জীবন দুর্বিসহ হয়ে ওঠে:

নখ খেলে সংক্রমণ সহ একাধিক রোগের আশঙ্কা বাড়বে। আর একবার যদি এই সব রোগের কোনওটা শরীরে বাসা বেঁধে বসলে ব্যথা-যন্ত্রণাকে সঙ্গী করেই বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। তাই একথা বলতেই হয়, যে অভ্যাস দৈনন্দিন জীবনকে খারাপ করে দেয়, সে অভ্যাস ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। নাহলে কী হতে পারে, সে বিষয়ে তো এখন জেনেই নিয়েছেন।

Read more about: শরীর রোগ
English summary

নখ খেলে শরীর ভাঙবে। হবে হাজারো রোগ। কমবে আয়ুও।

Most people have the habit of biting their nails. They keep on biting to the extent that their nails have become so short and their hands look unappealing. Sometimes they bite the nails so deep that the area of nails gets painful and blood starts to come out.
X
Desktop Bottom Promotion