For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কোন কোন হাসপাতাল থেকে মিলবে করোনা টিকা? রইল তালিকা

|

সোমবার অর্থাৎ পয়লা মার্চ থেকে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়। এই পর্বে ৬০ বছরের উর্ধ্বে এবং কো-মর্বিডিটিতে আক্রান্ত ৪৫-৫৯ বছরের মানুষদের টিকা প্রদান করা হবে। শুধুমাত্র সরকারি হাসপাতালেই নয়, বেসরকারি কয়েকটি হাসপাতাল থেকেও টিকা মিলবে। সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যাবে ভ্যাকসিন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন নিতে গেলে ডোজ প্রতি ২৫০ টাকা করে দিতে হবে। তাহলে দেখে নিন পশ্চিমবঙ্গের কোন কোন হাসপাতাল থেকে করোনা টিকা নেওয়া যাবে -

COVID-19 vaccinations in Kolkata : Full list of government, private hospitals in Bengali

পশ্চিমবঙ্গের কয়েকটি হাসপাতাল, যেখানে করোনা টিকাকরণ চলছে

১) রেণুকা আই ইনস্টিটিউট : ২৫/৩ ডাকবাংলো মোড়, যশোর রোড, উত্তর ২৪ পরগনা, পিন কোড - ৭০০১২৭। ডঃ অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করুন।

২) সঞ্জীবন হাসপাতাল : উলুবেড়িয়া, হাওড়া, পিন কোড - ৭১১৩১৬। নির্মল সাহার সঙ্গে যোগাযোগ করুন।

৩) শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতাল : সেকেন্ড মাইল, সেবক রোড (বিশাল সিনেমা হলের পিছনে), শিলিগুড়ি, পিন কোড - ৭৩৪০০২। সঞ্জক প্রধানের সঙ্গে যোগাযোগ করুন (৮১৪৫৫৮৩৫৫৪/৯৬০৯৬০০৬২২)।

৪) পিয়ারলেস হসপিটেক্স হাসপাতাল এবং রিসার্চ সেন্টার লিমিটেড : পঞ্চসায়র, কলকাতা, পিন কোড - ৭০০০৯৪। অনিন্দ্য স্যানালের সঙ্গে যোগাযোগ করুন (ফোন নম্বর - ৯৮৩০৯৬১৪৬৪/০৩৩-৪১১১২২২)।

৫) রুবি জেনারেল হসপিটাল, কলকাতা, পিন কোড - ৭০০১০৭। পিয়ালি বসুর সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন।

৬) বি এম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার, কলকাতা।

৭) ডিসান হসপিটাল অ্যান্ড হার্ট ইনস্টিটিউট, কলকাতা।

৮) নর্থ সিটি হসপিটাল অ্যান্ড নিউরো ইনস্টিটিউট, উল্টোডাঙা।

৯) বিপি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ লিমিটেড, নিউ আলিপুর।

১০) নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা।

১১) নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা।

১২) বিএমআরসি হাসপাতাল, কলকাতা

আরও পড়ুন : করোনা টিকা নিতে নিজেই রেজিস্ট্রেশন করুন, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া

English summary

COVID-19 vaccinations in Kolkata : Full list of government, private hospitals in Bengali

Here's the list of govt Covid-19 vaccination centres in Kolkata and West Bengal.
X
Desktop Bottom Promotion