Just In
- 52 min ago
দৈনিক রাশিফল : মঙ্গলবারে মঙ্গল হবে কি? জানতে পড়ুন ২০ এপ্রিলের রাশিফল
- 10 hrs ago
আজই বাড়িতে বানিয়ে ফেলুন শিল্পা শেট্টির ‘ম্যাঙ্গো মুজ’ রেসিপি! দেখে নিন তৈরির পদ্ধতি
- 12 hrs ago
মশার কামড় থেকে চুলকানি? ঘরোয়া উপায়েই মিলবে আরাম
- 17 hrs ago
Annapurna Puja 2021 : দেবী অন্নপূর্ণার পুজো করলে অভাব-অনটন ঘুচবে, রইল অন্নপূর্ণা পুজোর সময়সূচি ও নির্ঘণ্ট
Don't Miss
কোভিড-১৯ : মেট্রোয় যাতায়াত করছেন? সংক্রমণ এড়াতে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি
আনলক পর্ব শুরু হওয়ার পর থেকেই দুটো শব্দের সঙ্গে মানুষের পরিচিতি বেড়েছে, সেটি হল 'নিউ নর্মাল'। আর 'নিউ নর্মাল' মানেই যেহেতু সবটাই নতুন, তাই ধাপে ধাপে শিথিল হচ্ছে সমস্ত ক্ষেত্রের কড়া নিয়মাবলী। এবার কর্মক্ষেত্রে যাওয়ার হয়রানি থেকে স্বস্তি পেল সাধারণ মানুষ। কারণ, এই আনলক পর্বে খুলে গেল মেট্রো পরিষেবা। ১৪ সেপ্টেম্বর থেকে কলকাতা শহরে গড়ালো মেট্রোর চাকা। তবে মেট্রো চলার ক্ষেত্রে কিছু গাইডলাইন প্রকাশ করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ, যা সঠিকভাবে মেনে চলতে হবে সমস্ত যাত্রীকেই। তবে চলুন দেখে নিন মেট্রোতে চড়ার ক্ষেত্রে কী করবেন আর কী করবেন না।
কী কী নিয়ম মানতে হবে?
১) মেট্রোতে উঠতে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্কে মুখ এবং নাক যেন ঢাকা অবশ্যই থাকে।
২) কেবলমাত্র স্মার্ট কার্ড বা ই-পাস ব্যবহার করতে হবে।
৩) মেট্রোতে ওঠার আগে প্ল্যাটফর্মে রাখা স্যানিটাইজার ডিসপেনসার মেশিন থেকে হাত স্যানিটাইজ করতে হবে।
৪) মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে।
৫) নিজের মেট্রো স্মার্ট কার্ড রিচার্জ করতে মেট্রো রেলওয়ে ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে।
৬) থার্মাল গানে নিজের শরীরের তাপমাত্রা মাপতে হবে।
৭) প্ল্যাটফর্মে ঢোকা বা বেরোনোর সময় নির্দিষ্ট গেট ব্যবহার করতে হবে, অর্থাৎ এন্ট্রি এবং এক্সিট গেট নিয়ম মেনে ব্যবহার করতে হবে।
৮) মেট্রো রেলের প্ল্যাটফর্ম, ঢোকা ও বেরোনোর গেট, বুকিং কাউন্টার সমস্ত ক্ষেত্রেই ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
৯) মেট্রোতে বসার ক্ষেত্রেও মেনে চলুন শারীরিক দূরত্ব।
১০) এছাড়াও সমস্ত যাত্রীকে কোভিড-১৯ এর সমস্ত প্রোটোকল মেনে চলতে হবে।
কী কী করবেন না?
১) প্লাটফর্মে থুতু ফেলা যাবে না।
২) জ্বর-সর্দি-কাশির উপসর্গ দেখা দিলে মেট্রোয় যাতায়াত করা যাবে না।
৩) চলমান সিঁড়ি বা দেওয়ালে স্পর্শ করা যাবে না।
৪) লিফটে তিন জনের বেশি যাত্রী উঠবেন না।
৫) মেট্রোর প্রবেশপথে তাড়াহুড়ো করবেন না।
মেট্রো কতৃপক্ষের এই সমস্ত নিয়ম মেনে চলার পাশাপাশি কোভিড সংক্রমণ এড়াতে এবং নিজেদের সুরক্ষিত রাখতে মেনে চলতে পারেন আমাদের দেওয়া এই টিপসগুলি -
১) সর্বদা সঠিক নিয়ম মেনে মাস্ক এবং ফেস শিল্ড ব্যবহার করুন। এগুলোর পাশাপাশি গ্লাভসও ব্যবহার করুন।
২) মেট্রোতে যাওয়ার সময় কোনওভাবেই মুখ থেকে মাস্ক খুলবেন না। হাত ধুয়ে তারপরই চোখে-মুখে-নাকে হাত দেবেন।
৩) যাত্রার সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। গন্তব্যস্থলে পৌঁছানোর পর মোবাইল স্যানিটাইজ করে ব্যবহার করুন।
৪) রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম খাবার খান ও ইমিউনিটি ড্রিঙ্ক পান করুন।
৬) নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চা করুন, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে এবং আপনি সুস্থ থাকবেন।
করোনা ভাইরাস : কর্মস্থলে যাচ্ছেন বাসে,ট্রামে, অটোয়? বিপদ ঠেকাতে মেনে চলুন এই স্বাস্থ্যবিধি